কলকাতা, 13 জুলাই : আজ ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের 19 বছরের পূর্তি ৷ আর ন্যাটওয়েস্ট ট্রফি মানেই লর্ডসের ব্যালকনিতে এক বাঙালি যুবকের জার্সি উড়িয়ে বন্য উদযাপন ৷ সেই দৃশ্য কি এবার রুপোলি পর্দায় ? হ্যাঁ জল্পনা তেমনই ৷ শুধু জল্পনা নয়, কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী শীঘ্রই আসতে চলেছে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ৷
জল্পনা অনেক দিন ধরেই চলছিল ৷ তবে এবার নাকি সত্যি সত্যিই রুপোলি পর্দায় আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী ৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থেকে বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভের ক্রিকেট কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের বেশিরভাগটাই তুলে ধরে ধরা হবে তাঁর বায়োপিকে ৷ শোনা যাচ্ছে, সৌরভের ভূমিকায় অভিনয়ের দৌড়ে প্রথমেই রয়েছেন রণবীর কাপুর ৷ আরও দু একজনের নাম উঠলেও সব ঠিক থাকলে রণবীর কাপুরই হতে চলেছেন পর্দার সৌরভ ৷
বলিউডে বরাবরই জনপ্রিয় বায়োপিক ৷ বিশেষ করে সবুজ মাঠের খেলোয়াড়দের জীবনী ৷ শূন্য থেকে উঠে এসে সাফল্যের শিখরে পৌঁছানোর সেই জার্নি অনুপ্রেরণার কাজ করে ৷ যে কারণে মহেন্দ্র সিং ধোনি, মিলখা সিংয়ের বায়োপিক ছিল ব্লকবাস্টার হিট ৷ এর আগে প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন, সচিন তেন্ডুলকরের জীবনী পর্দায় উঠে এসেছে ৷ রণবীর সিং অভিনীত প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলদেবের বায়োপিক এখন রিলিজের অপেক্ষায় ৷ ঝুলন গোস্বামী ও মিতালি রাজের বায়োপিকের কাজ চলছে ৷ সেদিক থেকে পিছিয়ে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তবে স্পোর্টস বায়োপিকের এই সমুদ্রে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় যে অন্যদের সঙ্গে পাল্লা দেবেন, তা বলা বাহুল্য ৷
আরও পড়ুন : Mithali Raj Biopic : সাবাশ মিঠু-র পরিচালনার দায়িত্ব পেলেন সৃজিত
শোনা গিয়েছে, মুম্বইয়ের একটি বিখ্যাত প্রযোজনা সংস্থা সৌরভের বায়োপিক তৈরি করতে চলেছে ৷ ছবির বাজেটও বিশাল ৷ ইতিমধ্যেই নাকি প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ বলিউডের ডেলি সোপ কুইন একতা কাপুর কয়েকবছর আগে সৌরভের জীবন নিয়ে সিনেমা তৈরি করার ইচ্ছে প্রকাশ করেছিলেন ৷ দীর্ঘ কথাবার্তার পরও সেই পরিকল্পনা বাস্তবের মুখ দেখেনি ৷ তবে বিসিসিআই প্রেসিডেন্ট সম্প্রতি নিজের বায়োপিক তৈরিতে সম্মতি দিয়েছেন ৷ তবে পরিচালকের নাম এখনও প্রকাশ্যে আসেনি ৷
ভারতীয় ক্রিকেটের খোলনলচে বদলে দিয়েছিলেন ৷ প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াইয়ের সাহস জুগিয়েছিলেন ৷ সেই মানুষটার জীবন সিনেমার পর্দায় দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা ৷