নয়াদিল্লি, 17 নভেম্বর : প্রাথমিক পর্বের লড়াকু পারফর্ম্যান্সের রেশ এবার মূলপর্বে ধরে রাখার শপথ বাংলার সাজঘরে । দিল্লিতে মুস্তাক আলি টি-20 টুর্নামেন্টের মূলপর্বের প্রথম ম্যাচে সুদীপ চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন বঙ্গ ব্রিগেডের প্রতিপক্ষ কর্নাটক।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধেই লড়াকু জয় তুলে নিয়েছিল বাংলা । বোলার এবং ব্যাটারদের মিলিত পারফরম্যান্স কর্নাটককে সেই ম্যাচে কার্যত দাঁড়াতে দেয়নি বঙ্গ ব্রিগেড । ব্যাট হাতে দলের ব্যাটিং বিভাগকে নেতৃত্ব দিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরন । যদিও ভারতীয়-এ দলে নির্বাচিত হওয়ায় টুর্নামেন্টের বাকি ম্যাচে তাঁকে আর পাবে না বাংলা দল ৷ সেই তালিকায় রয়েছে ইশান পোড়েলও । তিনিও ভারতীয়-এ দলের জন্য ব্যস্ত । তাঁর বদলে পেসার গীত পুরি বাংলা দলে জায়গা পেয়েছেন । ঋদ্ধিমান সাহা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে ডাক পেয়েছেন । তাঁর বদলে বাংলা দলে ফিরেছেন শ্রীবৎস গোস্বামী ।
আরও পড়ুন : সেলেকাওদের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করেও বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা
অধিনায়ক সুদীপ চ্যাটার্জি বলেছেন, "আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী । বিশেষ করে কর্নাটকের বিরুদ্ধে শেষ ম্যাচের পারফর্ম্যান্স আমাদের ভাল খেলতে উজ্জীবিত করবে । আমরা একটা দল হিসেবে খেলি । প্রত্যেকেই বিশ্বাস করে আমরা ভালো ক্রিকেট খেলছি । সেটাই আমাদের ইউএসপি । দল হিসেবে কর্নাটক যথেষ্ট শক্তিশালী । তাই কঠিন ম্যাচ ধরেই খেলতে নামব ।’’