ETV Bharat / sports

Ranji Trophy Final: ক্রমেই ক্ষীণ হচ্ছে বাংলার জয়ের আশা, ইডেনের রাশ সৌরাষ্ট্রের হাতে - রঞ্জি ট্রফি

রঞ্জি ফাইনালে ব্যাকফুটে বাংলা (Bengal vs Saurashtra Ranji Trophy Final)। দ্বিতীয়দিনে ম্যাচে ফিরতে বদ্ধপরিকর বাংলা ৷ 2019-20 মরশুমে এই দুই দলের মধ্যে ফাইনাল খেলা হয়েছিল। সে বার হেরে যায় বাংলা। সকালের ইডেনের উইকেটের আর্দ্রতা কাজে লাগিয়ে বাংলার পেসাররা বোধহয় সৌরাষ্ট্রকে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলবেন কিন্তু গোটা দুয়েক হাফ চান্সের পরিস্থিতি তৈরি হওয়া ছাড়া মুকেশ কুমার, আকাশ দীপরা প্রতিপক্ষ ব্যাটারদের ব্যাকফুটে ঠেলতে ব্যর্থ।

Ranji Trophy Final
ক্রমেই ক্ষীণ হচ্ছে বাংলা
author img

By

Published : Feb 17, 2023, 1:07 PM IST

Updated : Feb 17, 2023, 2:21 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: প্রত্যাঘাতের হাত ধরে বাংলার প্রত্যাবর্তনের আশা কমছে । রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজের পর চার উইকেটে 51 ওভার শেষে 166 রান নিয়ে ক্রমশই ম্যাচে নিজেদের রাশ শক্ত করছে সৌরাষ্ট্র। দুই উইকেট হারিয়ে 81 রান নিয়ে খেলা শুরু করে জয়দেব উনাদকাটের দল । প্রথম দিকে বাংলার পেসারদের সামলাতে সমস্যায় পড়েছিলেন ব্যাটাররা। গতদিনের অপরাজিত ব্যাটসম্যান হার্ভিক দেশাই ব্যক্তিগত 50 রানে মুকেশ কুমারের বলে এলবিডব্লু আউট হন। এইসময় মনে হয়েছিল সকালের ইডেনের উইকেটের আর্দ্রতা কাজে লাগিয়ে বাংলার পেসাররা বোধহয় সৌরাষ্ট্রকে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলবেন (Bengal vs Sourashtra Ranji Trophy 2022-23)। কিন্তু গোটা দুয়েক হাফ চান্সের পরিস্থিতি তৈরি হওয়া ছাড়া মুকেশ কুমার, আকাশ দীপরা প্রতিপক্ষ ব্যাটারদের ব্যাকফুটে ঠেলতে ব্যর্থ।

নৈশপ্রহরী চেতন শাকারিয়াকে ব্যক্তিগত আট রানে ফেরত পাঠান ঈশান পোড়েল। মাত্র আট রান করার চেয়েও বড় কথা শাকারিয়া 45টি বল খেলে গেলেন । এটা অবশ্যই বাংলার বোলারদের ব্যর্থতার ছবি। অথচ মেঘলা আকাশে সবুজ উইকেটে সৌরাষ্ট্রের ব্যাটারদের বেকায়দায় ফেলার পরিস্থিতি দ্বিতীয় দিনের সকালে ছিল। সেল্ডন জ্যাকসন ব্যক্তিগত 29 রানে এবং অর্পিত ভাষাওয়াদা 15 রানে অপরাজিত রয়েছেন। সৌরাষ্ট্র জানে পাঁচ দিনের ম্যাচে এখনও অনেক সময় বাকি। তাই দিনের শুরুতে তাড়াহুড়ো করার চেষ্টা করছেন না তাঁরা। অন্যদিকে, ইডেনের দ্বিতীয় সেশনে উইকেট সহজ হয়। সেইসময় ব্যাটাররা দাপট দেখান।

আরও পড়ুন: আমাদের ফিরে আসার সুযোগ রয়েছে, ফিরে আসব: মনোজ

সৌরাষ্ট্র অল্প রানে পিছিয়ে। ফলে বাংলার বোলারদের কাজটা কঠিন। নির্দিষ্ট লাইনে বল করার সঙ্গে সুইংয়ে ব্যাটারদের বোকা বানাতে হবে। সেই কাজটা যদি আকাশ দীপরা করতে পারেন তাহলেই বাংলা ম্যাচে ফিরবে। না-হলে ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে রঞ্জি জয়ের সুযোগ ফিকে হতে থাকবে। সৌরাষ্ট্র শিবির বেশি সময় ব্যাট করতে চাইছে। তাদের সাফল্য যে দু'জন ব্যাটারের ব্যাটের ওপর দাঁড়িয়ে তাঁরা খেলছেন এখন। অর্থাৎ সেলডন এবং অর্পিত ভাষাওয়াদাকে দ্রুত ফেরাতে হবেই বাংলাকে। শেষবারের বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ফাইনালে ভাষাওয়াদা সেঞ্চুরি করে বাংলাকে পিছনে ফেলেছিলেন। ইডেন পরিস্থিতি সেদিকে যাতে না-যায় তার জন্য চাপ বাড়াতেই হবে বাংলার বোলারদের ।

কলকাতা, 17 ফেব্রুয়ারি: প্রত্যাঘাতের হাত ধরে বাংলার প্রত্যাবর্তনের আশা কমছে । রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজের পর চার উইকেটে 51 ওভার শেষে 166 রান নিয়ে ক্রমশই ম্যাচে নিজেদের রাশ শক্ত করছে সৌরাষ্ট্র। দুই উইকেট হারিয়ে 81 রান নিয়ে খেলা শুরু করে জয়দেব উনাদকাটের দল । প্রথম দিকে বাংলার পেসারদের সামলাতে সমস্যায় পড়েছিলেন ব্যাটাররা। গতদিনের অপরাজিত ব্যাটসম্যান হার্ভিক দেশাই ব্যক্তিগত 50 রানে মুকেশ কুমারের বলে এলবিডব্লু আউট হন। এইসময় মনে হয়েছিল সকালের ইডেনের উইকেটের আর্দ্রতা কাজে লাগিয়ে বাংলার পেসাররা বোধহয় সৌরাষ্ট্রকে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলবেন (Bengal vs Sourashtra Ranji Trophy 2022-23)। কিন্তু গোটা দুয়েক হাফ চান্সের পরিস্থিতি তৈরি হওয়া ছাড়া মুকেশ কুমার, আকাশ দীপরা প্রতিপক্ষ ব্যাটারদের ব্যাকফুটে ঠেলতে ব্যর্থ।

নৈশপ্রহরী চেতন শাকারিয়াকে ব্যক্তিগত আট রানে ফেরত পাঠান ঈশান পোড়েল। মাত্র আট রান করার চেয়েও বড় কথা শাকারিয়া 45টি বল খেলে গেলেন । এটা অবশ্যই বাংলার বোলারদের ব্যর্থতার ছবি। অথচ মেঘলা আকাশে সবুজ উইকেটে সৌরাষ্ট্রের ব্যাটারদের বেকায়দায় ফেলার পরিস্থিতি দ্বিতীয় দিনের সকালে ছিল। সেল্ডন জ্যাকসন ব্যক্তিগত 29 রানে এবং অর্পিত ভাষাওয়াদা 15 রানে অপরাজিত রয়েছেন। সৌরাষ্ট্র জানে পাঁচ দিনের ম্যাচে এখনও অনেক সময় বাকি। তাই দিনের শুরুতে তাড়াহুড়ো করার চেষ্টা করছেন না তাঁরা। অন্যদিকে, ইডেনের দ্বিতীয় সেশনে উইকেট সহজ হয়। সেইসময় ব্যাটাররা দাপট দেখান।

আরও পড়ুন: আমাদের ফিরে আসার সুযোগ রয়েছে, ফিরে আসব: মনোজ

সৌরাষ্ট্র অল্প রানে পিছিয়ে। ফলে বাংলার বোলারদের কাজটা কঠিন। নির্দিষ্ট লাইনে বল করার সঙ্গে সুইংয়ে ব্যাটারদের বোকা বানাতে হবে। সেই কাজটা যদি আকাশ দীপরা করতে পারেন তাহলেই বাংলা ম্যাচে ফিরবে। না-হলে ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে রঞ্জি জয়ের সুযোগ ফিকে হতে থাকবে। সৌরাষ্ট্র শিবির বেশি সময় ব্যাট করতে চাইছে। তাদের সাফল্য যে দু'জন ব্যাটারের ব্যাটের ওপর দাঁড়িয়ে তাঁরা খেলছেন এখন। অর্থাৎ সেলডন এবং অর্পিত ভাষাওয়াদাকে দ্রুত ফেরাতে হবেই বাংলাকে। শেষবারের বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ফাইনালে ভাষাওয়াদা সেঞ্চুরি করে বাংলাকে পিছনে ফেলেছিলেন। ইডেন পরিস্থিতি সেদিকে যাতে না-যায় তার জন্য চাপ বাড়াতেই হবে বাংলার বোলারদের ।

Last Updated : Feb 17, 2023, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.