ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: ইডেনের ভেজা পিচে 4 ঘণ্টা দেরিতে শুরু রঞ্জির ম্যাচ, কাঠগড়ায় বিসিসিআই কিউরেটর

author img

By

Published : Jan 24, 2023, 8:08 PM IST

বিসিসিআই-এর পাঠানো নিরপেক্ষ কিউরেটরের নির্দেশে পিচে জল দিয়েছিলেন ইডেনের গ্রাউন্ড স্টাফ ৷ আর তার জেরে প্রথমদিনের শুরুতেই 4 ঘণ্টার বেশি সময় নষ্ট হল ৷ ভেজা পিচের কারণে, ম্যাচ শুরু হতে দেরি হয় (Ranji Trophy 2022-23) ৷

Ranji Trophy 2022-23 ETV BHARAT
Ranji Trophy 2022-23
ইডেনের ভেজা পিচে 4 ঘণ্টা দেরিতে শুরু রঞ্জির ম্যাচ

কলকাতা, 24 জানুয়ারি: ইডেনে ওয়াটার গেট ৷ তার জেরে বাংলা বনাম ওড়িশা রঞ্জি ট্রফির ম্যাচ নির্ধারিত সময়ের 4 ঘণ্টা পরে শুরু হল (Bengal vs Odisha Ranji Match Starts 4 Hours Delay) ৷ বাইশ গজে অতিরিক্ত জল (Wet Pitch in Eden) দেওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ার শঙ্কা প্রকাশ করেছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ তাঁর আশঙ্কা যে অমূলক ছিল না, তা মঙ্গলবার সত্যি প্রমাণিত হল ৷ সকাল 8টা 45 মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও, ভেজা পিচের কারণে দুপুর 1টায় শুরু হয় ম্যাচ ৷

কিন্তু, কেন এই ভেজা বাইশ গজ ? নেপথ্য কারণ কি ? যা নিয়ে সকাল থেকে সিএবি সরগরম ৷ এই ম্যাচের অফিসিযাল পিচ কিউরেটর সার্ভিসেসের অশোক বর্মা ৷ বোর্ড নিযুক্ত কিউরেটর পরশু দিন পিচে জল দেওয়ার নির্দেশ দেন ৷ সেইমত ইডেনের স্থানীয় পিচ কিউরেটর বীরপ্রতাপ সিং জল দেন ৷ এর পরেই বিতর্ক শুরু হয় ৷ সিএবি সচিব নরেশ ওঝা বলেন, “স্থানীয় পিচ কিউরেটর বোর্ড নিযুক্ত কিউরেটরের নির্দেশে কাজটি করেছে ৷ যার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই ৷ আমরা এই ব্যাপারে কোনও হস্তক্ষেপ করতে পারব না ৷ তবে এটা একটা শিক্ষা ৷ এই ব্যাপারে ভবিষ্যতে সতর্ক থাকব ৷ বোর্ডকেও বলব, তাদের নিযুক্ত কিউরেটরের বাইরেও স্থানীয় কিউরেটরের মত যেন পিচ তৈরিতে নেওয়া হয় ৷”

বীরপ্রতাপ সিং জানিয়েছেন, বোর্ডের কিউরেটরের নির্দেশেই পরশু বিকেলে জল দেওয়া হয়েছিল ৷ ভেজা পিচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ প্রথম একাদশে প্রীতম চক্রবর্তী এবং আকাশ ঘটককে নেওয়া হয়েছে ৷ প্রথমে ব্যাট করতে নেমে দিনের শেষে 2 উইকেটে ওড়িশা 92 রান ৷ ওড়িশার শান্তুনু মিশ্র 38 এবং অধিনায়ক শুভ্রাংশু সেনাপতি 8 রানে অপরাজিত রয়েছেন ৷ ঈশান পোড়েল এবং আকাশদীপ 1টি করে উইকেট নিয়েছেন ৷

আরও পড়ুন: রোহিত-শুভমন-হার্দিকের ব্যাটে রানের পাহাড়ে ভারত, বাবরের রেকর্ড স্পর্শ শুভমনের

তবে, মঙ্গলবার রঞ্জি ট্রফির প্রথম দিনে আলোচনায় ভেজা পিচ এবং দিনের শেষে অপর্যাপ্ত আলো ৷ কোচ লক্ষ্মীরতন শুক্লা বিষয়টি নিয়ে প্রথম দিনের শেষে সেভাবে সরব হলেন না ৷ বদলে বিষয়টি কিউরেটরের ঘাড়ে দিয়ে শুধুমাত্র ম্যাচ নিয়ে মনসংযোগে ব্যস্ত থাকতেই পছন্দ করলেন ৷ একইভাবে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিয়েও শব্দ ব্যয় করতে রাজি হলেন না তিনি ৷

আরও পড়ুন: রোহিত-শুভমনের জোড়া সেঞ্চুরি, 3 বছর পর শতরান পেলেন 'হিটম্যান'

তবে, যেহেতু ওড়িশা ম্যাচের জয় পরাজয়ে শেষ আটে টিকিট পাওয়া নির্ভর নয় ৷ তাই এই ম্যাচের ওয়াটার গেটকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বাংলার টিম ম্যানেজমেন্ট ৷ বিষয়টি হালকাভাবে দেখানোর চেষ্টা হলেও, বিতর্ক থামছে না ৷ কারণ, দিনের শেষে ফের ম্যাচ কমিশনারের তত্ত্বাবধানে পিচে জল দেওয়ার ছবি দেখা গেল ৷ আগে বৃষ্টিতে দিনের খেলা পণ্ড হয়েছে ইডেনে ৷ কিন্তু, বাইশ গজে বেশি জল দেওয়ার জন্য খেলা দেরিতে শুরু হচ্ছে, এই দৃশ্য মনে করতে পারছেন না কেউ ৷

ইডেনের ভেজা পিচে 4 ঘণ্টা দেরিতে শুরু রঞ্জির ম্যাচ

কলকাতা, 24 জানুয়ারি: ইডেনে ওয়াটার গেট ৷ তার জেরে বাংলা বনাম ওড়িশা রঞ্জি ট্রফির ম্যাচ নির্ধারিত সময়ের 4 ঘণ্টা পরে শুরু হল (Bengal vs Odisha Ranji Match Starts 4 Hours Delay) ৷ বাইশ গজে অতিরিক্ত জল (Wet Pitch in Eden) দেওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ার শঙ্কা প্রকাশ করেছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ তাঁর আশঙ্কা যে অমূলক ছিল না, তা মঙ্গলবার সত্যি প্রমাণিত হল ৷ সকাল 8টা 45 মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও, ভেজা পিচের কারণে দুপুর 1টায় শুরু হয় ম্যাচ ৷

কিন্তু, কেন এই ভেজা বাইশ গজ ? নেপথ্য কারণ কি ? যা নিয়ে সকাল থেকে সিএবি সরগরম ৷ এই ম্যাচের অফিসিযাল পিচ কিউরেটর সার্ভিসেসের অশোক বর্মা ৷ বোর্ড নিযুক্ত কিউরেটর পরশু দিন পিচে জল দেওয়ার নির্দেশ দেন ৷ সেইমত ইডেনের স্থানীয় পিচ কিউরেটর বীরপ্রতাপ সিং জল দেন ৷ এর পরেই বিতর্ক শুরু হয় ৷ সিএবি সচিব নরেশ ওঝা বলেন, “স্থানীয় পিচ কিউরেটর বোর্ড নিযুক্ত কিউরেটরের নির্দেশে কাজটি করেছে ৷ যার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই ৷ আমরা এই ব্যাপারে কোনও হস্তক্ষেপ করতে পারব না ৷ তবে এটা একটা শিক্ষা ৷ এই ব্যাপারে ভবিষ্যতে সতর্ক থাকব ৷ বোর্ডকেও বলব, তাদের নিযুক্ত কিউরেটরের বাইরেও স্থানীয় কিউরেটরের মত যেন পিচ তৈরিতে নেওয়া হয় ৷”

বীরপ্রতাপ সিং জানিয়েছেন, বোর্ডের কিউরেটরের নির্দেশেই পরশু বিকেলে জল দেওয়া হয়েছিল ৷ ভেজা পিচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ প্রথম একাদশে প্রীতম চক্রবর্তী এবং আকাশ ঘটককে নেওয়া হয়েছে ৷ প্রথমে ব্যাট করতে নেমে দিনের শেষে 2 উইকেটে ওড়িশা 92 রান ৷ ওড়িশার শান্তুনু মিশ্র 38 এবং অধিনায়ক শুভ্রাংশু সেনাপতি 8 রানে অপরাজিত রয়েছেন ৷ ঈশান পোড়েল এবং আকাশদীপ 1টি করে উইকেট নিয়েছেন ৷

আরও পড়ুন: রোহিত-শুভমন-হার্দিকের ব্যাটে রানের পাহাড়ে ভারত, বাবরের রেকর্ড স্পর্শ শুভমনের

তবে, মঙ্গলবার রঞ্জি ট্রফির প্রথম দিনে আলোচনায় ভেজা পিচ এবং দিনের শেষে অপর্যাপ্ত আলো ৷ কোচ লক্ষ্মীরতন শুক্লা বিষয়টি নিয়ে প্রথম দিনের শেষে সেভাবে সরব হলেন না ৷ বদলে বিষয়টি কিউরেটরের ঘাড়ে দিয়ে শুধুমাত্র ম্যাচ নিয়ে মনসংযোগে ব্যস্ত থাকতেই পছন্দ করলেন ৷ একইভাবে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিয়েও শব্দ ব্যয় করতে রাজি হলেন না তিনি ৷

আরও পড়ুন: রোহিত-শুভমনের জোড়া সেঞ্চুরি, 3 বছর পর শতরান পেলেন 'হিটম্যান'

তবে, যেহেতু ওড়িশা ম্যাচের জয় পরাজয়ে শেষ আটে টিকিট পাওয়া নির্ভর নয় ৷ তাই এই ম্যাচের ওয়াটার গেটকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বাংলার টিম ম্যানেজমেন্ট ৷ বিষয়টি হালকাভাবে দেখানোর চেষ্টা হলেও, বিতর্ক থামছে না ৷ কারণ, দিনের শেষে ফের ম্যাচ কমিশনারের তত্ত্বাবধানে পিচে জল দেওয়ার ছবি দেখা গেল ৷ আগে বৃষ্টিতে দিনের খেলা পণ্ড হয়েছে ইডেনে ৷ কিন্তু, বাইশ গজে বেশি জল দেওয়ার জন্য খেলা দেরিতে শুরু হচ্ছে, এই দৃশ্য মনে করতে পারছেন না কেউ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.