ETV Bharat / sports

Ranji Trophy Final: খেলবেন শাহবাজ-ঈশান, সম্ভাব্য অভিষেক সুমন্তর ! চাপ না-নেওয়ার বার্তা মনোজের

33 বছর পরে ইডেনে হবে রঞ্জির ফাইনাল (Ranji Trophy Final) ৷ বাংলার মুখোমুখি সৌরাষ্ট্র ৷ বৃহস্পতিবার থেকে ক্রিকেটের নন্দন কাননে শুরু রঞ্জির ফাইনাল ৷ অধিনায়ক মনোজের দলের দিকে এখন তাকিয়ে সারা বাংলা ৷

Raji Trophy Final
রঞ্জির ফাইনাল
author img

By

Published : Feb 15, 2023, 9:55 PM IST

Updated : Feb 15, 2023, 10:11 PM IST

চাপ না নেওয়ার বার্তা মনোজের

কলকাতা, 15 ফেব্রুয়ারি: শাহবাজ আহমেদের জ্বর থাকলেও তিনি সুস্থ । ডাক্তারের পরামর্শ নেওয়া হয়েছে । রঞ্জি ফাইনালের চব্বিশ ঘণ্টা আগে অলরাউন্ডার শাহবাজ বোলিং না-করলেও নেটে ব্যাটিং করেছেন । সাংবাদিক সম্মেলনে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি দলের অন্যতম সেরা অলরাউন্ডার শাহবাজ আহমেদের খেলার ব্যাপারে আশ্বস্ত করেছেন । ঈশান পোড়েলের পায়ে সামান্য চোট থাকলেও তা পাত্তা পাচ্ছে না । তিনিও খেলছেন । দলের ওপেনারদের পারফরম্যান্স নিয়ে সমস্যা রয়েছে । ফাইনালে তা দূর করতে হয়তো সুমন্ত গুপ্তর মত নবাগতকে অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে দেখা যেতে পারে (Bengal to face Sourashtra) ।

যদিও ওপেনিং জুটিতে ফের পরিবর্তনের পথে হাঁটা হবে কি না সে ব্যাপারে আলোচনা চলছে । কারন কোয়ার্টার ফাইনালে কাজী সইফ জুনেইদ, সেমিফাইনালে করণলালকে ফিরিয়ে নিয়ে এসেও প্রত্যাশিত নির্ভরতা পাওয়া যায়নি । ওপেনিং জুটিতে অন্তত তিন অংকের রান এবং দীর্ঘ সময় ব্যয় করার পারফরম্যান্স মিলছে না । তাই নতুন কাউকে অভিষেক করিয়ে সমস্যা সমাধানের চেষ্টায় মনোজ তিওয়ারি থেকে লক্ষীরতন শুক্লারা । তিনবছর আগে সৌরাষ্ট্রের বিরুদ্ধে পরাজয়ের গ্লানি এখনও বর্তমান বাংলা দলের বেশ কয়েকজনের মধ্যে রয়েছে । তবে তা মনে রেখে বা সেই ম্যাচের কথা শুনিয়ে বাকিদের উদ্বুদ্ধ করার পথে বাংলা হাঁটতে রাজি নয় ।

কারণ এই ম্যাচের গুরুত্ব সকলেই বুঝতে পারছে । তাই কোচ লক্ষীরতন শুক্লা সবাইকে স্বাভাবিক থেকে বাড়তি চাপ না-নিয়ে নিংড়ে দেওয়ার কথা বলেছেন । মনোজ তিওয়ারি বলেন, "কয়েকজনের মাথায় মধুর প্রতিশোধ নেওয়ার বিষয়টি রয়েছে । বাকিদের মাথায় শুধুই ভালো খেলার পরিকল্পনা, জেদ । আমরা ইতিমধ্যেই খেলার প্রতিটি বিভাগে সেরা পারফরম্যান্স করেছি । এবার একইভাবে নিংড়ে দিয়ে পরিকল্পনা সফল করা এবং স্বপ্নপূরনই একমাত্র লক্ষ্য আমাদের ৷" নিজের দলের পারফরম্যান্সের প্রশংসা করেন বাংলার অধিনায়ক ৷ মনোজ জানান, বাংলা দলের ওপরের দিকে ব্যাটসম্যানদের মধ্যে তিনি এবং শাহবাজ ছাড়া সকলেই আটশো প্লাস রান করে ফেলেছে । তাছাড়া যারা যখনই সুযোগ পেয়েছে তারা সেরাটা দিয়েছে । বোলারদের ক্ষেত্রেও একই কথা বলেছেন তিনি । তাই তাঁরা তৈরি বলেই জানান মনোজ ৷

অধিনায়ক হিসেবে প্রথমবার রঞ্জি ট্রফির দ্বৈরথে ঘরের মাঠে নামবেন রাজ্যে ক্রীড়া যুব কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী । তবে বিষয়টিকে সেভাবে না-দেখে মনোজ সহজভাবে নিতে চান ৷ যাতে বাড়তি চাপ না-হয় । একইভাবে দলের বাকি সদস্যদের কাছেও বিষয়টি ইতিহাসের সামনে দাঁড়ানোর মত । মনোজ তাদেরও বাড়তি চাপ না-নিয়ে স্বাভাবিকভাবে মেলে ধরার কথা বলেছেন । কোচ লক্ষীরতন শুক্লাও একইভাবে সেরাটা নিংড়ে দিতে বলেছেন । লক্ষীরতন বলেন, "নিজের সেরাটা দাও । নিংড়ে দেওয়ার ক্ষেত্রে ফাঁক রেখ না । বাকিটা ছেড়ে দাও । প্রতিপক্ষকে সহজে জায়গা দেব না এই মানসিকতা নিয়ে নাম । তারপর দেখা যাবে । ভয়ডরহীন ক্রিকেট খেল । নাম নয়, সেরাটা দিলে বড় নামও কুঁকড়ে যায় । মনে রাখতে হবে পারফরম্যান্স করেছ বলেই আমরা এখানে ৷"

বলা হচ্ছে 'ম' তে মেসি, 'ম' তে মনোজ । 36 বছর পরে আর্জেন্টিনা কাপ জিততে পারলে বাংলাও 33 বছর পরে রঞ্জি ট্রফি ফেরাতে পারবে এবং সেটাই অনুপ্রেরণা । মনোজ জানান, তাদের কাছে বাংলার লোগো, জার্সির রংই অনুপ্রেরণা । তাই তাঁরা সম্বরন বন্দ্যোপাধ্যায়ের দলের সাফল্যের আলোচনাও করছেন না । সেবার প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে সাজঘরে ডেকে ভোকাল টনিক দেওয়ানো হয়েছিল । এবার তার কোনও বালাই নেই । সারা দেশের সামনে বাংলার ক্রিকেটাররাও পারে এই ছবি তুলে ধরার লক্ষ্যে নিজেদের নিংড়ে দিতে চাইছে মনোজ এবং তাঁর দল ।

আরও পড়ুন: উনাদকটকে সামলাতে নেটে বাঁ-হাতি পেসারদের খেললেন মনোজ-অনুষ্টুপরা

চাপ না নেওয়ার বার্তা মনোজের

কলকাতা, 15 ফেব্রুয়ারি: শাহবাজ আহমেদের জ্বর থাকলেও তিনি সুস্থ । ডাক্তারের পরামর্শ নেওয়া হয়েছে । রঞ্জি ফাইনালের চব্বিশ ঘণ্টা আগে অলরাউন্ডার শাহবাজ বোলিং না-করলেও নেটে ব্যাটিং করেছেন । সাংবাদিক সম্মেলনে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি দলের অন্যতম সেরা অলরাউন্ডার শাহবাজ আহমেদের খেলার ব্যাপারে আশ্বস্ত করেছেন । ঈশান পোড়েলের পায়ে সামান্য চোট থাকলেও তা পাত্তা পাচ্ছে না । তিনিও খেলছেন । দলের ওপেনারদের পারফরম্যান্স নিয়ে সমস্যা রয়েছে । ফাইনালে তা দূর করতে হয়তো সুমন্ত গুপ্তর মত নবাগতকে অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে দেখা যেতে পারে (Bengal to face Sourashtra) ।

যদিও ওপেনিং জুটিতে ফের পরিবর্তনের পথে হাঁটা হবে কি না সে ব্যাপারে আলোচনা চলছে । কারন কোয়ার্টার ফাইনালে কাজী সইফ জুনেইদ, সেমিফাইনালে করণলালকে ফিরিয়ে নিয়ে এসেও প্রত্যাশিত নির্ভরতা পাওয়া যায়নি । ওপেনিং জুটিতে অন্তত তিন অংকের রান এবং দীর্ঘ সময় ব্যয় করার পারফরম্যান্স মিলছে না । তাই নতুন কাউকে অভিষেক করিয়ে সমস্যা সমাধানের চেষ্টায় মনোজ তিওয়ারি থেকে লক্ষীরতন শুক্লারা । তিনবছর আগে সৌরাষ্ট্রের বিরুদ্ধে পরাজয়ের গ্লানি এখনও বর্তমান বাংলা দলের বেশ কয়েকজনের মধ্যে রয়েছে । তবে তা মনে রেখে বা সেই ম্যাচের কথা শুনিয়ে বাকিদের উদ্বুদ্ধ করার পথে বাংলা হাঁটতে রাজি নয় ।

কারণ এই ম্যাচের গুরুত্ব সকলেই বুঝতে পারছে । তাই কোচ লক্ষীরতন শুক্লা সবাইকে স্বাভাবিক থেকে বাড়তি চাপ না-নিয়ে নিংড়ে দেওয়ার কথা বলেছেন । মনোজ তিওয়ারি বলেন, "কয়েকজনের মাথায় মধুর প্রতিশোধ নেওয়ার বিষয়টি রয়েছে । বাকিদের মাথায় শুধুই ভালো খেলার পরিকল্পনা, জেদ । আমরা ইতিমধ্যেই খেলার প্রতিটি বিভাগে সেরা পারফরম্যান্স করেছি । এবার একইভাবে নিংড়ে দিয়ে পরিকল্পনা সফল করা এবং স্বপ্নপূরনই একমাত্র লক্ষ্য আমাদের ৷" নিজের দলের পারফরম্যান্সের প্রশংসা করেন বাংলার অধিনায়ক ৷ মনোজ জানান, বাংলা দলের ওপরের দিকে ব্যাটসম্যানদের মধ্যে তিনি এবং শাহবাজ ছাড়া সকলেই আটশো প্লাস রান করে ফেলেছে । তাছাড়া যারা যখনই সুযোগ পেয়েছে তারা সেরাটা দিয়েছে । বোলারদের ক্ষেত্রেও একই কথা বলেছেন তিনি । তাই তাঁরা তৈরি বলেই জানান মনোজ ৷

অধিনায়ক হিসেবে প্রথমবার রঞ্জি ট্রফির দ্বৈরথে ঘরের মাঠে নামবেন রাজ্যে ক্রীড়া যুব কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী । তবে বিষয়টিকে সেভাবে না-দেখে মনোজ সহজভাবে নিতে চান ৷ যাতে বাড়তি চাপ না-হয় । একইভাবে দলের বাকি সদস্যদের কাছেও বিষয়টি ইতিহাসের সামনে দাঁড়ানোর মত । মনোজ তাদেরও বাড়তি চাপ না-নিয়ে স্বাভাবিকভাবে মেলে ধরার কথা বলেছেন । কোচ লক্ষীরতন শুক্লাও একইভাবে সেরাটা নিংড়ে দিতে বলেছেন । লক্ষীরতন বলেন, "নিজের সেরাটা দাও । নিংড়ে দেওয়ার ক্ষেত্রে ফাঁক রেখ না । বাকিটা ছেড়ে দাও । প্রতিপক্ষকে সহজে জায়গা দেব না এই মানসিকতা নিয়ে নাম । তারপর দেখা যাবে । ভয়ডরহীন ক্রিকেট খেল । নাম নয়, সেরাটা দিলে বড় নামও কুঁকড়ে যায় । মনে রাখতে হবে পারফরম্যান্স করেছ বলেই আমরা এখানে ৷"

বলা হচ্ছে 'ম' তে মেসি, 'ম' তে মনোজ । 36 বছর পরে আর্জেন্টিনা কাপ জিততে পারলে বাংলাও 33 বছর পরে রঞ্জি ট্রফি ফেরাতে পারবে এবং সেটাই অনুপ্রেরণা । মনোজ জানান, তাদের কাছে বাংলার লোগো, জার্সির রংই অনুপ্রেরণা । তাই তাঁরা সম্বরন বন্দ্যোপাধ্যায়ের দলের সাফল্যের আলোচনাও করছেন না । সেবার প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে সাজঘরে ডেকে ভোকাল টনিক দেওয়ানো হয়েছিল । এবার তার কোনও বালাই নেই । সারা দেশের সামনে বাংলার ক্রিকেটাররাও পারে এই ছবি তুলে ধরার লক্ষ্যে নিজেদের নিংড়ে দিতে চাইছে মনোজ এবং তাঁর দল ।

আরও পড়ুন: উনাদকটকে সামলাতে নেটে বাঁ-হাতি পেসারদের খেললেন মনোজ-অনুষ্টুপরা

Last Updated : Feb 15, 2023, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.