ETV Bharat / sports

Ranji Trophy Semifinal : মধ্যপ্রদেশ চ্যালেঞ্জ সামলে তিনদশক পর রঞ্জি ঘরে ফেরাতে মরিয়া বাংলা - Bengal to face Madhya Pradesh in Ranji Trophy Semifinal

মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি সেমিফাইনাল (Bengal to face Madhya Pradesh) । কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে কার্যত উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা । রান পেয়েছেন প্রায় প্রত্যেক ব্যাটার ।

Ranji Trophy Semifinal News
মধ্যপ্রদেশের চ্যালেঞ্জ সামলে সামনে তাকাতে চায় বাংলা
author img

By

Published : Jun 14, 2022, 8:45 AM IST

কলকাতা, 14 জুন : মিশন মধ্যপ্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু বঙ্গ ব্রিগেডের (Bengal Challenge to Madhya Pradesh) । মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি সেমিফাইনাল । কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে কার্যত উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা । রান পেয়েছেন প্রায় প্রত্যেক ব্যাটার । শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনালে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলা দল । প্রথম ইনিংসে বাংলার ন'জন ব্যাটার 50 বা তার বেশি রান করেছেন । শেষ চারের লড়াইয়ে এবার সামনে মধ্যপ্রদেশ । যাদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত । দলে রয়েছেন রজত পাতিদার, কুলদীপ সেনরা । তবে তথাকথিত কোনও বড় ক্রিকেটার নেই মধ্যপ্রদেশ দলে ।

বাংলা দলের চিন্তার কারণ অভিজ্ঞ ক্রিকেটার মনোজ তিওয়ারির চোট । হাঁটুর চোটে কাবু বাংলার মন্ত্রী-ক্রিকেটার । দলের কোচ অরুণ লাল যদিও মনোজের খেলার ব্যাপারে যথেষ্ট আশাবাদী । তিনি বলেন, ''আশা করব ও খেলতে পারবে ।'' পাশাপাশি পিচের কথা মাথায় রেখে বাংলা দলে কিছু পরিবর্তন আসতে পারে । শাহবাজ আহমেদের সঙ্গে খেলতে দেখা যেতে পারে ঋত্বিক চট্টোপাধ্যায়কে । সেক্ষেত্রে বাদ যাবেন কোনও একজন পেসার । যদিও কাকে বাদ দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । অরুণ লাল বলেন, ''গত দু'দিন খুব ভাল অনুশীলন হয়েছে । সেমিফাইনালের জন্য আমরা প্রস্তুত । নেটে সায়ন খুব ভাল বল করেছে । উইকেটও নিয়েছে, তবে সেমিফাইনালে একজন পেসারকে বসিয়ে স্পিনার খেলানোর পরিকল্পনা রয়েছে । আমরা পিচ দেখেছি । আগের ম্যাচ এই মাঠে মাত্র তিন দিনেই হয়ে গিয়েছে । তাই সকালে প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব ।''

আরও পড়ুন : অনুশীলনেও 'হাউসফুল' বারাবাটি, ঋষভ-হার্দিকের প্রতি শটে চিয়ার-আপ দর্শকদের

টানা খেলে কিছুটা ক্লান্ত বাংলার ক্রিকেটাররা । শনিবার ছিল বিশ্রাম । কোভিডের সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় বায়োবাবলকে কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে হোটেলের বাইরে যাওয়ার অনুমতি মেলেনি । তাই ঘরের মধ্যেই সময় কাটিয়েছেন মনোজ-অভিমন্যুরা । রবিবার সকালে অনুশীলনে নেমেছিলেন তাঁরা । সোমবারও চলেছে অনুশীলন । দীর্ঘদিন ধরে বাংলা দল রঞ্জি ট্রফি জিততে পারেনি, ফলে এবার ট্রফি ঘরে ফেরাতে বদ্ধপরিকর 'ঈশ্বরণ অ্যান্ড কোং' ।

কলকাতা, 14 জুন : মিশন মধ্যপ্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু বঙ্গ ব্রিগেডের (Bengal Challenge to Madhya Pradesh) । মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি সেমিফাইনাল । কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে কার্যত উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা । রান পেয়েছেন প্রায় প্রত্যেক ব্যাটার । শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনালে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলা দল । প্রথম ইনিংসে বাংলার ন'জন ব্যাটার 50 বা তার বেশি রান করেছেন । শেষ চারের লড়াইয়ে এবার সামনে মধ্যপ্রদেশ । যাদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত । দলে রয়েছেন রজত পাতিদার, কুলদীপ সেনরা । তবে তথাকথিত কোনও বড় ক্রিকেটার নেই মধ্যপ্রদেশ দলে ।

বাংলা দলের চিন্তার কারণ অভিজ্ঞ ক্রিকেটার মনোজ তিওয়ারির চোট । হাঁটুর চোটে কাবু বাংলার মন্ত্রী-ক্রিকেটার । দলের কোচ অরুণ লাল যদিও মনোজের খেলার ব্যাপারে যথেষ্ট আশাবাদী । তিনি বলেন, ''আশা করব ও খেলতে পারবে ।'' পাশাপাশি পিচের কথা মাথায় রেখে বাংলা দলে কিছু পরিবর্তন আসতে পারে । শাহবাজ আহমেদের সঙ্গে খেলতে দেখা যেতে পারে ঋত্বিক চট্টোপাধ্যায়কে । সেক্ষেত্রে বাদ যাবেন কোনও একজন পেসার । যদিও কাকে বাদ দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । অরুণ লাল বলেন, ''গত দু'দিন খুব ভাল অনুশীলন হয়েছে । সেমিফাইনালের জন্য আমরা প্রস্তুত । নেটে সায়ন খুব ভাল বল করেছে । উইকেটও নিয়েছে, তবে সেমিফাইনালে একজন পেসারকে বসিয়ে স্পিনার খেলানোর পরিকল্পনা রয়েছে । আমরা পিচ দেখেছি । আগের ম্যাচ এই মাঠে মাত্র তিন দিনেই হয়ে গিয়েছে । তাই সকালে প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব ।''

আরও পড়ুন : অনুশীলনেও 'হাউসফুল' বারাবাটি, ঋষভ-হার্দিকের প্রতি শটে চিয়ার-আপ দর্শকদের

টানা খেলে কিছুটা ক্লান্ত বাংলার ক্রিকেটাররা । শনিবার ছিল বিশ্রাম । কোভিডের সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় বায়োবাবলকে কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে হোটেলের বাইরে যাওয়ার অনুমতি মেলেনি । তাই ঘরের মধ্যেই সময় কাটিয়েছেন মনোজ-অভিমন্যুরা । রবিবার সকালে অনুশীলনে নেমেছিলেন তাঁরা । সোমবারও চলেছে অনুশীলন । দীর্ঘদিন ধরে বাংলা দল রঞ্জি ট্রফি জিততে পারেনি, ফলে এবার ট্রফি ঘরে ফেরাতে বদ্ধপরিকর 'ঈশ্বরণ অ্যান্ড কোং' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.