ETV Bharat / sports

Ranji Quarter-Final : প্রথম শ্রেণির ক্রিকেটে 129 বছরের রেকর্ড ভাঙল বাংলা রণজি দল - Bengal Ranji Team

প্রথম শ্রেণির ক্রিকেটে 129 বছরের রেকর্ড ভাঙল বাংলা রণজি দল (Bengal Ranji Team Breaks 129 Year First Class Cricket Record) ৷ এক নম্বর থেকে ন’নম্বর সকলেই ব্যাট হাতে 50 বা তার বেশি রান করেছেন ৷

bengal-ranji-team-breaks-129-year-first-class-cricket-record
bengal-ranji-team-breaks-129-year-first-class-cricket-record
author img

By

Published : Jun 8, 2022, 5:37 PM IST

কলকাতা, 8 জুন : ঝাড়খণ্ডের বিরুদ্ধে রণজি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেকর্ড গড়ে ফেলল বাংলা। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং অর্ডারে এক নম্বর থেকে ন’নম্বর সকলেই পঞ্চাশের উপরে রান করেছেন (Bengal Ranji Team Breaks 129 Year First Class Cricket Record) ৷ যার মধ্যে সুদীপ ঘরামি এবং অনুষ্টুপ মজুমদারের শতরানের ইনিংসও রয়েছে ৷ তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের পর 7 উইকেট হারিয়ে 773 রানে ইনিংস ডিক্লেয়ার করেন বাংলার অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ ৷

ব্যাটারদের সর্বাধিক 50+ স্কোরের রেকর্ড এতদিন ছিল অস্ট্রেলিয়ানদের দখলে ৷ 1893 সালে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান দল প্রথম ইনিংসে করে 833 অল আউট ৷ যার মধ্যে আট জন ব্যাটার 50 বা তার বেশি রান করেছিলেন ৷ 129 বছরের সেই রেকর্ড ভেঙে দিল বাংলার রণজি দল ৷

রণজি ট্রফির কোয়ার্টার ফাইনালে আজ ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলা 773/7 তুলে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা ৷ যে ন’জন ব্যাটার বাংলার হয়ে ব্যাট করেছেন, প্রত্যেকেই 50-এর গণ্ডি পেরিয়েছেন ৷

  • অভিষেক রমন 61
  • অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক) 65
  • সুদীপ ঘরামি 186
  • অনুষ্টুপ মজুমদার 117
  • মনোজ তিওয়ারি 73
  • অভিষেক পোড়েল 68
  • শাহবাজ আহমেদ 78
  • সায়ন শেখর মণ্ডল 53 (অপরাজিত)
  • আকাশ দীপ 53 (অপরাজিত)

আর শেষ ব্যাটার তথা বোলিং অলরাউন্ডার আকাশ দীপের 53 রান এসেছে মাত্র 18 বলে ৷ 8টি ছয় মেরেছেন, আইপিএল-এ আরসিবি’র হয়ে খেলা আকাশ দীপ ৷ বাংলা দলের খেলায় উচ্ছ্বসিত সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ৷ কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত কোনও ম্যাচে হারতে হয়নি বাংলাকে ৷ তবে, ঈশ্বরণ ছাড়া আর কেউ শতরান করতে পারেননি ৷ ব্যাটিং ব্যর্থতা তাই ভাবাচ্ছিল বাংলা দলকে ৷ ফেসবুকে পোস্ট করে অভিষেক লেখেন, ‘‘এবারের রঞ্জি ট্রফিতে বাংলা দলের ব্যাটিং ভাল হচ্ছিল না ৷ সেই জন্যই আমরা দলকে অনেকটা আগে বেঙ্গালুরু পাঠিয়েছিলাম ৷ সেখানে গিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলেছে তাঁরা ৷ পাশাপাশি আমরা লাল বলে ফাস্ট ডিভিশনের ম্যাচ করেছি ৷ যাতে লাল বলের সঙ্গে ক্রিকেটাররা মানিয়ে নিতে পারে ৷ আমরা অনেক বেশি সীমিত ওভারের ক্রিকেট খেলেছি ৷ ফলে ফর্মে না থাকা ক্রিকেটাররাও ফর্মে ফিরেছেন ৷’’

আরও পড়ুন : Mithali Raj : 22 গজে 23 বছরের সফর শেষ, অবসর ঘোষণা মিতালির

তবে এখনই আত্মতুষ্ট হতে নারাজ অভিষেক ৷ কারণ, বাংলার লক্ষ্য রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া ৷ সেই কারণেই দলের ক্রিকেটারদের সতর্ক করে দিতে চাইলেন বাংলার কর্তা ৷ অভিষেক আরও বলেন, ‘‘ন’জন ক্রিকেটার 50 বা তার বেশি রান করেছেন, এটা দারুণ খবর ৷ তবে, এখনও অনেক দূর যেতে হবে ৷ তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই ৷’’ কোয়ার্টার-ফাইনালের এই ম্যাচে এই মুহূর্তে যা অবস্থা, তাতে বাংলার সেমি-ফাইনাল খেলা কার্যত নিশ্চিত ৷ কারণ, এই ম্যাচ ড্র করলেও প্রথম ইনিংসে বাংলার রানকে টপকে যাওয়া সহজ নয় ৷ এই মুহূর্তে ঝাড়খণ্ড ব্যাটিং করতে নেমে ইতিমধ্যে 3 উইকেট হারিয়েছে ৷ 100 রানের গণ্ডি পেরিয়েছে ঝাড়খণ্ড ৷

কলকাতা, 8 জুন : ঝাড়খণ্ডের বিরুদ্ধে রণজি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেকর্ড গড়ে ফেলল বাংলা। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং অর্ডারে এক নম্বর থেকে ন’নম্বর সকলেই পঞ্চাশের উপরে রান করেছেন (Bengal Ranji Team Breaks 129 Year First Class Cricket Record) ৷ যার মধ্যে সুদীপ ঘরামি এবং অনুষ্টুপ মজুমদারের শতরানের ইনিংসও রয়েছে ৷ তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের পর 7 উইকেট হারিয়ে 773 রানে ইনিংস ডিক্লেয়ার করেন বাংলার অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ ৷

ব্যাটারদের সর্বাধিক 50+ স্কোরের রেকর্ড এতদিন ছিল অস্ট্রেলিয়ানদের দখলে ৷ 1893 সালে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান দল প্রথম ইনিংসে করে 833 অল আউট ৷ যার মধ্যে আট জন ব্যাটার 50 বা তার বেশি রান করেছিলেন ৷ 129 বছরের সেই রেকর্ড ভেঙে দিল বাংলার রণজি দল ৷

রণজি ট্রফির কোয়ার্টার ফাইনালে আজ ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলা 773/7 তুলে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা ৷ যে ন’জন ব্যাটার বাংলার হয়ে ব্যাট করেছেন, প্রত্যেকেই 50-এর গণ্ডি পেরিয়েছেন ৷

  • অভিষেক রমন 61
  • অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক) 65
  • সুদীপ ঘরামি 186
  • অনুষ্টুপ মজুমদার 117
  • মনোজ তিওয়ারি 73
  • অভিষেক পোড়েল 68
  • শাহবাজ আহমেদ 78
  • সায়ন শেখর মণ্ডল 53 (অপরাজিত)
  • আকাশ দীপ 53 (অপরাজিত)

আর শেষ ব্যাটার তথা বোলিং অলরাউন্ডার আকাশ দীপের 53 রান এসেছে মাত্র 18 বলে ৷ 8টি ছয় মেরেছেন, আইপিএল-এ আরসিবি’র হয়ে খেলা আকাশ দীপ ৷ বাংলা দলের খেলায় উচ্ছ্বসিত সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ৷ কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত কোনও ম্যাচে হারতে হয়নি বাংলাকে ৷ তবে, ঈশ্বরণ ছাড়া আর কেউ শতরান করতে পারেননি ৷ ব্যাটিং ব্যর্থতা তাই ভাবাচ্ছিল বাংলা দলকে ৷ ফেসবুকে পোস্ট করে অভিষেক লেখেন, ‘‘এবারের রঞ্জি ট্রফিতে বাংলা দলের ব্যাটিং ভাল হচ্ছিল না ৷ সেই জন্যই আমরা দলকে অনেকটা আগে বেঙ্গালুরু পাঠিয়েছিলাম ৷ সেখানে গিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলেছে তাঁরা ৷ পাশাপাশি আমরা লাল বলে ফাস্ট ডিভিশনের ম্যাচ করেছি ৷ যাতে লাল বলের সঙ্গে ক্রিকেটাররা মানিয়ে নিতে পারে ৷ আমরা অনেক বেশি সীমিত ওভারের ক্রিকেট খেলেছি ৷ ফলে ফর্মে না থাকা ক্রিকেটাররাও ফর্মে ফিরেছেন ৷’’

আরও পড়ুন : Mithali Raj : 22 গজে 23 বছরের সফর শেষ, অবসর ঘোষণা মিতালির

তবে এখনই আত্মতুষ্ট হতে নারাজ অভিষেক ৷ কারণ, বাংলার লক্ষ্য রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া ৷ সেই কারণেই দলের ক্রিকেটারদের সতর্ক করে দিতে চাইলেন বাংলার কর্তা ৷ অভিষেক আরও বলেন, ‘‘ন’জন ক্রিকেটার 50 বা তার বেশি রান করেছেন, এটা দারুণ খবর ৷ তবে, এখনও অনেক দূর যেতে হবে ৷ তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই ৷’’ কোয়ার্টার-ফাইনালের এই ম্যাচে এই মুহূর্তে যা অবস্থা, তাতে বাংলার সেমি-ফাইনাল খেলা কার্যত নিশ্চিত ৷ কারণ, এই ম্যাচ ড্র করলেও প্রথম ইনিংসে বাংলার রানকে টপকে যাওয়া সহজ নয় ৷ এই মুহূর্তে ঝাড়খণ্ড ব্যাটিং করতে নেমে ইতিমধ্যে 3 উইকেট হারিয়েছে ৷ 100 রানের গণ্ডি পেরিয়েছে ঝাড়খণ্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.