ETV Bharat / sports

Ranji Quarter-Final : 10 উইকেটের চ্যালেঞ্জেই আটকে বাংলার জয় - Ranji Quarter Final

দিনের শেষে তিন উইকেট হারিয়ে বাংলার সংগ্রহ 73 । উইকেটে দলের দুই সিনিয়র ব্যাটার অনুষ্টুপ মজুমদার এবং মনোজ তিওয়ারি (Bengal need 10 wickets to beat Jharkhand) । ইতিমধ্যে 551 রানে এগিয়ে গিয়েছে দল । শুক্রবার ম্যাচের শেষ দিন । ফলে জিততে হলে দ্রুত ইনিংস ডিক্লেয়ার করতে হবে বাংলাকে ।

Bengal victory stuck in the challenge
Bengal victory stuck in the challenge
author img

By

Published : Jun 9, 2022, 11:10 PM IST

বেঙ্গালুরু, 9 জুন : বাংলার রানের পর্বতের চাপ সামলাতে ব্যর্থ ঝাড়খণ্ড । মাত্র 298 রানে শেষ তাদের ইনিংস । 475 রানে এগিয়ে থাকলেও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন প্রতিপক্ষ ঝাড়খণ্ডকে ফলো অন করাননি । বরং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নিয়েছেন । দিনের শেষে 3 উইকেট হারিয়ে বাংলার সংগ্রহ 73 । উইকেটে রয়েছেন দলের দুই সিনিয়র ব্যাটার অনুষ্টুপ মজুমদার (22 রান) এবং মনোজ তিওয়ারি (12 রান) । ইতিমধ্যে 551 রানে এগিয়ে বাংলা ।

শুক্রবার ম্যাচের শেষ দিন । ফলে জিততে হলে দ্রুত ইনিংস ডিক্লেয়ার করতে হবে বাংলাকে । কারণ 10টি উইকেট ফেলার জন্য বোলারদের পর্যাপ্ত সময় দিতে হবে । প্রথম ইনিংসে রানের বনভোজন করলেও দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেননি অভিষেক রামন (22 রান), অভিমন্যু ঈশ্বরন (13 রান), সুদীপ ঘরামি (5 রান) । বাংলার তিনটি উইকেটই 18 রানের বিনিময়ে নিয়েছেন ঝাড়খণ্ডের বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিম ।

প্রতিপক্ষের আটশো ছুঁইছুঁই রানের চাপ সামলে জবাব দেওয়া সবসময়ই কঠিন । তাই ঝাড়খণ্ড যে কঠিন অঙ্ক সামলাতে সমস্যায় পড়বে তা অজানা ছিল না। বঙ্গ বোলিং ডিপার্টমেন্টের আক্রমণের সামনে ঝাড়খণ্ড ব্যাটাররা সেভাবে দাঁড়াতে পারেননি ।

আরও পড়ুন : 9 ব্যাটারের 50+ রান, বাংলার রেকর্ডে উচ্ছ্বসিত শেষ রণজি জয়ের কারিগররা

নাদিম সিদ্দিকি (53 রান), সৌরভ তিওয়ারি (33 রান), বিরাট সিং (113 রান) ছাড়া কোনও ব্যাটারই বাংলার বোলারদের সামলাতে ব্যর্থ । সায়ন শেখর মণ্ডল এবং শাহবাজ আমেদ 4টি করে উইকেট নিয়েছেন । আকাশদীপের ঝুলিতে গিয়েছে 1টি উইকেট । ঈশান পোড়েল এবং মুকেশ কুমারের ঝুলিতে উইকেট না আসলেও প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলার কাজটি এই দু'জনই শুরু করেছিলেন । যার ওপর দাঁড়িয়ে ঝাড়খণ্ডকে গুড়িয়ে দেওয়ার কাজটি সম্পন্ন করেন সায়ন, শাহবাজ, আকাশদীপ ।

এবার শেষদিনে বাংলার বোলারদের ঝাড়খণ্ডের দশ উইকেট নেওয়ার চ্যালেঞ্জ । তাহলেই জয়ের স্বাদ আসবে । না হলে শেষ চারের টিকিট আসবে কিন্তু বিশ্বরেকর্ড করা ইনিংস শুধু পরিসংখ্যান হয়েই থেকে যাবে ।

বেঙ্গালুরু, 9 জুন : বাংলার রানের পর্বতের চাপ সামলাতে ব্যর্থ ঝাড়খণ্ড । মাত্র 298 রানে শেষ তাদের ইনিংস । 475 রানে এগিয়ে থাকলেও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন প্রতিপক্ষ ঝাড়খণ্ডকে ফলো অন করাননি । বরং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নিয়েছেন । দিনের শেষে 3 উইকেট হারিয়ে বাংলার সংগ্রহ 73 । উইকেটে রয়েছেন দলের দুই সিনিয়র ব্যাটার অনুষ্টুপ মজুমদার (22 রান) এবং মনোজ তিওয়ারি (12 রান) । ইতিমধ্যে 551 রানে এগিয়ে বাংলা ।

শুক্রবার ম্যাচের শেষ দিন । ফলে জিততে হলে দ্রুত ইনিংস ডিক্লেয়ার করতে হবে বাংলাকে । কারণ 10টি উইকেট ফেলার জন্য বোলারদের পর্যাপ্ত সময় দিতে হবে । প্রথম ইনিংসে রানের বনভোজন করলেও দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেননি অভিষেক রামন (22 রান), অভিমন্যু ঈশ্বরন (13 রান), সুদীপ ঘরামি (5 রান) । বাংলার তিনটি উইকেটই 18 রানের বিনিময়ে নিয়েছেন ঝাড়খণ্ডের বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিম ।

প্রতিপক্ষের আটশো ছুঁইছুঁই রানের চাপ সামলে জবাব দেওয়া সবসময়ই কঠিন । তাই ঝাড়খণ্ড যে কঠিন অঙ্ক সামলাতে সমস্যায় পড়বে তা অজানা ছিল না। বঙ্গ বোলিং ডিপার্টমেন্টের আক্রমণের সামনে ঝাড়খণ্ড ব্যাটাররা সেভাবে দাঁড়াতে পারেননি ।

আরও পড়ুন : 9 ব্যাটারের 50+ রান, বাংলার রেকর্ডে উচ্ছ্বসিত শেষ রণজি জয়ের কারিগররা

নাদিম সিদ্দিকি (53 রান), সৌরভ তিওয়ারি (33 রান), বিরাট সিং (113 রান) ছাড়া কোনও ব্যাটারই বাংলার বোলারদের সামলাতে ব্যর্থ । সায়ন শেখর মণ্ডল এবং শাহবাজ আমেদ 4টি করে উইকেট নিয়েছেন । আকাশদীপের ঝুলিতে গিয়েছে 1টি উইকেট । ঈশান পোড়েল এবং মুকেশ কুমারের ঝুলিতে উইকেট না আসলেও প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলার কাজটি এই দু'জনই শুরু করেছিলেন । যার ওপর দাঁড়িয়ে ঝাড়খণ্ডকে গুড়িয়ে দেওয়ার কাজটি সম্পন্ন করেন সায়ন, শাহবাজ, আকাশদীপ ।

এবার শেষদিনে বাংলার বোলারদের ঝাড়খণ্ডের দশ উইকেট নেওয়ার চ্যালেঞ্জ । তাহলেই জয়ের স্বাদ আসবে । না হলে শেষ চারের টিকিট আসবে কিন্তু বিশ্বরেকর্ড করা ইনিংস শুধু পরিসংখ্যান হয়েই থেকে যাবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.