কলকাতা, 27 জানুয়ারি: উত্তরপ্রদেশ ও বিদর্ভের মতো বড় দলকে হারিয়ে গ্রুপের শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে বড় ব্যবধানে হার বাংলার (Bengal Loss Against Odisha in Ranji Trophy) ৷ তবে, গ্রুপ-এ থেকে এক নম্বর দল হিসেবেই কোয়ার্টার ফাইনালে যাচ্ছে বাংলা দল ৷ এদিন ওড়িশার বিরুদ্ধে 7 উইকেটে ম্যাচ হেরেছেন মনোজ তিওয়ারিরা ৷ তবে, পিচ বিতর্ক এবং ম্যাচের মাঝে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চোট সমস্যার কারণে ওড়িশার বিরুদ্ধে শুরু থেকেই সমস্যায় ছিল বাংলা ৷ এই মুহূর্তে রঞ্জির বাকি গ্রুপগুলোর যা অবস্থা তাতে, কোয়ার্টারে বাংলার সম্ভাব্য প্রতিপক্ষ ঝাড়খণ্ড ৷ আর তেমনটা হলে, 31 জানুয়ারি ইডেনেই হয়তো কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে বাংলা ৷
যদিও, এই হারকে বড় করে দেখতে নারাজ বাংলা দল ৷ বরং এখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন কোচ লক্ষ্মীরতন শুক্লা ৷ এদিন সকালে 3 উইকেটে 220 রান থেকে শুরু করে বাংলা দল ৷ কিন্তু, বাকি 7 উইকেট মাত্র 56 রানের মধ্যে পড়ে যায় ৷ বাংলা 276 রানে অল-আউট হয়ে যায় ৷ প্রথম ইনিংসে বাংলা 165 রান পিছিয়ে থাকায় ওড়িশার সামনে টার্গেট দাঁড়ায় মাত্র 112 রান ৷ তবে, এই ম্যাচে অভিমন্যু ঈশ্বরণ ফের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ৷ তিনি এদিন 101 রান করে আউট হন ৷ কোয়ার্টারের আগে যা বাংলার জন্য ইতিবাচক ৷ এদিন সকাল মনোজ 52 রান আউট হন ৷ ওড়িশার সুনীল রউল 6 উইকেট নিয়েছেন দ্বিতীয় ইনিংসে ৷
112 রান তাড়া করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে ওড়িশা ম্যাচ জিতে নেন ৷ তবে, ওড়িশার পরের রাউন্ডে যাওয়ার কোনও আশা নেই ৷ এদিন ওড়িশার হয়ে সর্বোচ্চ 37 রান করে ওপেনার অনুরাগ সারাঙ্গি ৷ বাংলার হয়ে 2 উইকেট নেন আকাশ ঘটক এবং 1টি উইকেট পান ঈশান পোড়েল ৷ মাথায় বল লাগায় প্রথম দিনেই কনকাশন রুলে মাঠ ছাড়েন আকাশদীপ ৷ আর ভারতীয় দলে ডাক পাওয়ায় রঞ্জির এই ম্যাচে ছিলেন না, বাংলার এবারের রঞ্জির দুই বড় ভরসা শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার ৷ তবে, শাহবাজ আহমেদ ফিরছেন ৷ মুকেশ কুমারকে কোয়ার্টারে পাবেন না-বলে জানিয়েছেন লক্ষ্মী ৷
আরও পড়ুন: ড্রেসিংরুমে মাহি ! প্রাক্তন নেতাকে পেয়ে উচ্ছ্বসিত হার্দিকরা
এদিনের হার থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন কোচ লক্ষ্মীরতন শুক্লা ৷ এই ম্যাচের চোট আঘাত-সহ নানান সমস্যায় ম্যাচের নিয়ন্ত্রণ যে বাংলার হাতে ছিল না, তা মানছেন তিনি ৷ তবে কোয়ার্টার ফাইনালের আগে ওড়িশার বিরুদ্ধে পরাজয়কে ওয়েক আপ কল বলে মানতে রাজি নন ৷ ওপেনিং সমস্যা গত ছয় ম্যাচে বাংলার মাথাব্যথা ৷ করণলাল ওড়িশা ম্যাচেও ব্যর্থ ৷ কোয়ার্টার ফাইনালে দলে নেওয়া হয়েছে কাজি জুনেইদ সফিকে ৷ অনুর্ধ্ব-25 বাংলা দলের কাজি জুনেইদ রানের মধ্যে রয়েছেন ৷ অনুষ্টুপ মজুমদার হাতের চোটের জন্য এই ম্যাচে ব্যাট করেননি ৷ তবে, কোয়ার্টার ফাইনালে খেলবেন বলে জানিয়েছেন লক্ষীরতন শুক্লা ৷