কটক, 16 ফেব্রুয়ারি : গতবার তীরে এসেও ডুবেছিল তরী ৷ তবে 2019-20 মরশুমের চমকপ্রদ পারফরম্যান্সকে হাতিয়ার করেই বৃহস্পতিবার কটকে 2021-22 রঞ্জি ট্রফিতে অভিযান শুরু করছে অভিমন্যু ঈশ্বরণের বাংলা (Bengal cricket team to start their Ranji Trophy journey tomorrow) ৷ প্রতিপক্ষ বরোদার বিরুদ্ধে নামার আগে ভালো কিছুর আশায় অরুণ লালের দল। মরশুমের প্রথম ম্যাচ সবসময় কঠিন। তাই বলে কুঁকড়ে না থেকে আত্মবিশ্বাসী মেজাজে শুরু করার কথা বলছেন বাংলা কোচ।
অরুণলালের মতে, "দলের প্রস্তুতি যথেষ্ট ভাল হয়েছে। কটকে আসার পরে আমরা চুটিয়ে অনুশীলন করেছি। ছেলেরা প্রত্যেকেই দারুণ পরিশ্রম করছে। নেটে পারফরম্যান্স প্রত্যেকের ভাল। দলে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল রয়েছে। তাই ভাল ফলের আশা করা যেতেই পারে।" 2019-20 পর রঞ্জি আয়োজিত না হলেও মাঝের সময়ে সীমিত ওভারের টুর্নামেন্টে বাংলা দলের পারফরম্যান্স সেভাবে নেই। তবে রঞ্জির নতুন মরশুমে নতুনভাবে শুরু করতে চাইছেন অভিমন্যু, সুদীপরা।
আরও পড়ুন : KKR New Captain : নাইটদের নতুন সেনাপতি শ্রেয়স আইয়ার
কটকের বাইশগজে চরিত্র নিয়ে বলতে গিয়ে অরুণ লাল বলেছেন, "শুরুর দিকে পেসাররা সাহায্য পাবে। মোটের ওপর উইকেট ভাল বলেই মনে হচ্ছে। তাই টস জেতাটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।" বাংলা দলে এবার অনুর্ধ-19 বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য অভিষেক পোড়েল এবং রবি কুমার রয়েছেন। বিশ্বকাপ থেকে ফিরেই বাংলা দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। নবাগত দুই ক্রিকেটারকে নিয়ে খুশি বাংলার কোচ। তবে এত তাড়াতাড়ি তাদের একাদশে সুযোগ দেওয়ার ভাবনা নেই। কোচের কথায়, "দুজনেই প্রতিভাবান। নেটে পরিশ্রম করছে। তবে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ৷"