গুয়াহাটি, 10 নভেম্বর : ইশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণকে বাদ দিয়েই সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালের দল ঘোষণা করল বাংলা ৷ নক-আউট পর্বের জন্য বুধবার 20 সদস্যের দল ঘোষণা করল তারা। আগামী 10 নভেম্বর থেকে নয়াদিল্লিতে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। বাংলার ম্যাচ 18 নভেম্বর ৷ দক্ষিণ আফ্রিকাগামী দুই ক্রিকেটারের পরিবর্তে দলে এলেন উইকরক্ষক ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী এবং পেসার গীত পুরি। তবে ব্রাত্যই রয়ে গেলেন অনুষ্টুপ মজুমদার ৷
কর্নাটক কাঁটা সরিয়ে মঙ্গলবারই নক-আউটের টিকিট নিশ্চিত করেছে সুদীপ চট্টোপাধ্যায়ের দল। ইশান এবং অভিমন্যু দু'জনেই ভারতীয়-এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পেয়েছেন। সফর শুরু হবে 23 নভেম্বর থেকে। স্প্রিংবকদের দেশে 3টি চারদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। তার আগে মঙ্গলবার কর্নাটকের বিরুদ্ধে দাপুটে জয়ে বাংলাকে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ। তাই ওর না থাকা কতোটা ধাক্কা ?
উত্তরে কোচ অরুণলাল বলেন, "ঈশ্বরণ, পোড়েলদের না থাকা ধাক্কা বলব না। বরং বাংলা ক্রিকেটের উজ্বল ছবি। শ্রীবৎস এবং গীত দলে এসেছে। যেভাবে গোটা দল প্রাথমিক পর্বে পারফরম্যান্স করেছে, তাতে বলতেই পারি আমরা ভয়ডরহীন ক্রিকেট উপহার দেব ৷" একইসঙ্গে তিনি যোগ করেছেন, "আমরা চাপ সামলে যুদ্ধটা জিতে এসেছি। এই সাফল্য কেবল এগারো জনের লড়াইয়ে আসেনি, কুড়ি জনের সম্মিলিত প্রচেষ্টার ফসল এটা। আমরা এবছর কঠোর পরিশ্রম করেছি। তরুণ ক্রিকেটাররা পারফরম্যান্স করছে দেখে আমি খুশি।"
আরও পড়ুন : কর্নাটককে ধরাশায়ী করে মুস্তাক আলির শেষ আটে বাংলা
কোচ হওয়ার পরে অরুণ লাল বাংলাকে রঞ্জি ট্রফিতে রানার্স করেছেন। কিন্তু সাদা বলে সাফল্য পায়নি বাংলা। এবার সেই অধরা সাফল্য ধরার লক্ষ্যে মরিয়া অরুণ লালের প্রশিক্ষনাধীন বাংলা।