ETV Bharat / sports

স্টোকসকে ইংল্যান্ডের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ায় বিস্মিত তাঁর স্ত্রী - one day serise

ইংল্যান্ড শিবিরে করোনা সংক্রমণ হওয়া পাকিস্তান সিরিজের জন্য নতুন দল ঘোষণা করেছে সে দেশের বোর্ড ৷ যে দলের অধিনায়কত্ব করবেন সম্প্রতি চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠা বেন স্টোকস ৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন স্টোকসের স্ত্রী ৷ এমনই জানালেন ব্রিটিশ অলরাউন্ডার ৷

ben-stokess-wife-bemused-by-england-captaincy-call-up-for-all-rounder
বেন স্টোকসকে ইংল্যান্ডের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ায় বিস্মিত তাঁর স্ত্রী
author img

By

Published : Jul 8, 2021, 1:03 PM IST

লন্ডন, 8 জুলাই : শেষ মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান’ডে সিরিজে বেন স্টোকসকে (Ben Stokes) ইংল্যান্ড দলের অধিনায়ক বাছা হয়েছে ৷ টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে বিস্মিত ইংল্যান্ড তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের স্ত্রী ৷ খোদ বেন নিজে এ কথা স্বীকার করেছেন ৷ গতকাল তাঁর কাছে ইংল্যান্ডের অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে জাতীয় দলে ফেরার প্রস্তাব আসে ৷ কিন্তু, তার আগে পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ছিল তাঁকে এখনই জাতীয় দলে ফেরানো হবে না ৷

প্রসঙ্গত, ইংল্যান্ড দলের 3 ক্রিকেটার এবং 4 সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে আজ থেকে শুরু হতে চলা 3 ম্যাচের ওয়ান’ডে সিরিজের জন্য নির্বাচিত গোটা দলকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ আর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য নতুন একটি দল গঠন করা হয়েছে ৷ যে দলের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের বেন স্টোকস ৷ কিন্তু, এবছর আইপিএলে খেলার সময় বাঁ হাতের আঙুলের হাড়ে চিড় ধরে বেনের ৷ তখন থেকেই ক্রিকেট থেকে সম্পূর্ণভাবে দূরে ছিলেন তিনি ৷ কিন্তু, সম্প্রতি ডারহ্যামের হয়ে টি-20 ব্লাস্ট টুর্নামেন্টে মাঠে দারুণভাবে ফিরে এসেছেন তিনি ৷

ক্রিকেটা মাঠে ফিরলেও এখনই বেন স্টোকসকে জাতীয় দলে ফেরানোর জন্য তাড়াহুড়ো করতে চাইছিল না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ এমনকি এ নিয়ে ইংল্যান্ডের প্রায় সব খবরের কাগজে ছাপা হয়েছিল ৷ তেমনি একটি খবরের স্ক্রিন শট বেন স্টোকসের স্ত্রী তাঁর ফোনে শেয়ার করে বলে জানান ব্রিটিশ অলরাউন্ডার ৷ যে খবরের বলা হয়েছিল, ‘‘ইংল্যান্ড বেন স্টোকসকে ফিরতে জোর করবে না’’ ৷ কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যে ইংল্যান্ড বোর্ডের মত বদলে অবাক হয়েছিলেন বেন স্টোকসের স্ত্রী ৷

আরও পড়ুন : Sourav Ganguly : জন্মদিনে সৌরভকে 70 হাজারের ফোন উপহার ডোনার

তবে, শুধু স্টোকসের স্ত্রী নন, স্টোকস নিজেও কিছুটা অবাক হয়েছেন ৷ কিন্তু, তিনি জানিয়েছেন জাতীয় দলের দায়িত্ব পালনে তিনি সর্বদা প্রস্তুত ৷ তিনি জানিয়েছেন, তাঁর কাছে হঠাৎ করেই ক্রিস সিলভারউডের ফোন আসে ৷ তাঁদের মধ্যে খুবই সংক্ষেপে কথা হয়েছে ৷ ক্রিস সিলভারউড তাঁর কাছে জানতে চেয়েছিলেন, তিনি ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত কি না ? জবাবে এক কথায় স্টোকস জানিয়েছিলেন, হ্যাঁ ৷

আরও পড়ুন : ভারতের বিরুদ্ধে সিরিজে নাম প্রত্যাহার করলেন অ্য়াঞ্জেলো ম্যাথিউজ

হঠাৎ করে জাতীয় দলে ফেরার ডাক আসা প্রসঙ্গে বেন স্টোকস জানিয়েছেন, ‘‘বিষয়টা এরকম যে, আমি এর আগে ডারহ্যামের হয়ে প্রত্যাবর্তন করেছিলাম ৷ তখন আমার যা করণীয় ছিল, তা আমি করেছি ৷ এখনও বিষয়টা ঠিক এক ৷ অবশ্যই ফিটনেস এবং চিকিৎসাগত দিক থেকে এটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে ৷ কিন্তু, যখন কাজ করার সময় আসে, তখন আপনাকে সবসময় নিজেকে তৈরি রাখতে হবে ৷’’

লন্ডন, 8 জুলাই : শেষ মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান’ডে সিরিজে বেন স্টোকসকে (Ben Stokes) ইংল্যান্ড দলের অধিনায়ক বাছা হয়েছে ৷ টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে বিস্মিত ইংল্যান্ড তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের স্ত্রী ৷ খোদ বেন নিজে এ কথা স্বীকার করেছেন ৷ গতকাল তাঁর কাছে ইংল্যান্ডের অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে জাতীয় দলে ফেরার প্রস্তাব আসে ৷ কিন্তু, তার আগে পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ছিল তাঁকে এখনই জাতীয় দলে ফেরানো হবে না ৷

প্রসঙ্গত, ইংল্যান্ড দলের 3 ক্রিকেটার এবং 4 সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে আজ থেকে শুরু হতে চলা 3 ম্যাচের ওয়ান’ডে সিরিজের জন্য নির্বাচিত গোটা দলকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ আর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য নতুন একটি দল গঠন করা হয়েছে ৷ যে দলের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের বেন স্টোকস ৷ কিন্তু, এবছর আইপিএলে খেলার সময় বাঁ হাতের আঙুলের হাড়ে চিড় ধরে বেনের ৷ তখন থেকেই ক্রিকেট থেকে সম্পূর্ণভাবে দূরে ছিলেন তিনি ৷ কিন্তু, সম্প্রতি ডারহ্যামের হয়ে টি-20 ব্লাস্ট টুর্নামেন্টে মাঠে দারুণভাবে ফিরে এসেছেন তিনি ৷

ক্রিকেটা মাঠে ফিরলেও এখনই বেন স্টোকসকে জাতীয় দলে ফেরানোর জন্য তাড়াহুড়ো করতে চাইছিল না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ এমনকি এ নিয়ে ইংল্যান্ডের প্রায় সব খবরের কাগজে ছাপা হয়েছিল ৷ তেমনি একটি খবরের স্ক্রিন শট বেন স্টোকসের স্ত্রী তাঁর ফোনে শেয়ার করে বলে জানান ব্রিটিশ অলরাউন্ডার ৷ যে খবরের বলা হয়েছিল, ‘‘ইংল্যান্ড বেন স্টোকসকে ফিরতে জোর করবে না’’ ৷ কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যে ইংল্যান্ড বোর্ডের মত বদলে অবাক হয়েছিলেন বেন স্টোকসের স্ত্রী ৷

আরও পড়ুন : Sourav Ganguly : জন্মদিনে সৌরভকে 70 হাজারের ফোন উপহার ডোনার

তবে, শুধু স্টোকসের স্ত্রী নন, স্টোকস নিজেও কিছুটা অবাক হয়েছেন ৷ কিন্তু, তিনি জানিয়েছেন জাতীয় দলের দায়িত্ব পালনে তিনি সর্বদা প্রস্তুত ৷ তিনি জানিয়েছেন, তাঁর কাছে হঠাৎ করেই ক্রিস সিলভারউডের ফোন আসে ৷ তাঁদের মধ্যে খুবই সংক্ষেপে কথা হয়েছে ৷ ক্রিস সিলভারউড তাঁর কাছে জানতে চেয়েছিলেন, তিনি ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত কি না ? জবাবে এক কথায় স্টোকস জানিয়েছিলেন, হ্যাঁ ৷

আরও পড়ুন : ভারতের বিরুদ্ধে সিরিজে নাম প্রত্যাহার করলেন অ্য়াঞ্জেলো ম্যাথিউজ

হঠাৎ করে জাতীয় দলে ফেরার ডাক আসা প্রসঙ্গে বেন স্টোকস জানিয়েছেন, ‘‘বিষয়টা এরকম যে, আমি এর আগে ডারহ্যামের হয়ে প্রত্যাবর্তন করেছিলাম ৷ তখন আমার যা করণীয় ছিল, তা আমি করেছি ৷ এখনও বিষয়টা ঠিক এক ৷ অবশ্যই ফিটনেস এবং চিকিৎসাগত দিক থেকে এটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে ৷ কিন্তু, যখন কাজ করার সময় আসে, তখন আপনাকে সবসময় নিজেকে তৈরি রাখতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.