ETV Bharat / sports

BCCI SGM: বোর্ডের এসজিএমে যৌন হেনস্থা প্রতিরোধ নীতিতে পড়বে সিলমোহর - এসজিএম

28 মে আইপিএল ফাইনাল ৷ তার আগে 27 মে বিসিসিআই-এর এসজিএম ৷ যেখানে বিশ্বকাপের জন্য ওয়ার্কিং কমিটি গঠন করা হবে ৷ সেই সঙ্গে যৌন হেনস্থা প্রতিরোধ নীতিতে শিলমোহর দেবে বোর্ড ৷

BCCI SGM ETV BHARAT
BCCI SGM
author img

By

Published : May 19, 2023, 9:21 PM IST

মুম্বই, 19 মে: যৌন হেনস্থা প্রতিরোধ নীতি আনছে চলেছে বিসিসিআই ৷ আগামী 27 মে আমেদাবাদে বিসিসিআই এর জন্য স্পেশাল জেনারেল মিটিং বা এসজিএম ডাকা হয়েছে ৷ সেখানেই এই নতুন নীতি অফিসিয়ালি লাগু করা হবে ৷ ওই বৈঠকে আসন্ন আইসিসি বিশ্বকাপ প্রস্তুতির জন্য একটি কোর ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা হবে ৷ যার কাজ হবে, অক্টোবর-নভেম্বর মাসে ভারতের যেসব স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ হবে, সেখানকার প্রস্তুতি এবং অন্যান্য বিষয়গুলির তদারকি করা ৷

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এসজিএম-এ যে 5টি বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে, তা তাদের হাতে এসেছে ৷ সেগুলির মধ্যে অন্যতম দু’টি হল- যৌন হেনস্থা প্রতিরোধ নীতি লাগু করা এবং আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়ার্কিং কমিটি তৈরি করা ৷ সেই সঙ্গে উন্নয়ন ও ভর্তুকি সংক্রান্ত সাব-কমিটি গঠন ৷ রাজ্য দলগুলিতে ফিজিওথেরাপিস্ট এবং ট্রেনার নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করা ৷ আর সর্বশেষ বিষয়টি হল উইমেন্স প্রিমিয়র লিগের কমিটি গঠন ৷ যে কমিটি আগামিদিনে ডব্লিউপিএল সংক্রান্ত সব সিদ্ধান্ত গ্রহণ করবে ৷

বিসিসিআই সিইও রাহুল জহরির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ৷ যে ঘটনার পর বিসিসিআই একটি ‘ইন্টারনাল কমপ্লেইন কমিটি’ গঠন করে ৷ কিন্তু, বিসিসিআই-এর নীতিমালায় সংশোধনের পর ওই কমিটিতে আরও অনেককে সদস্য হিসেবে নিয়োগ করা হবে ‘ইন্টারনাল কমপ্লেইন কমিটি’-তে ৷ জানা গিয়েছে, বিসিসিআই আসন্ন বিশ্বকাপের জন্য যে কমিটি গঠন করছে, সেখানে বোর্ডের প্রধান সদস্যরা নিজেরাই থাকবেন ৷ যেমন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ ও অ্যাক্টিং সিইও-সহ অন্যান্যরা ৷

আরও পড়ুন: 'বিরাট' শতরানে হেলায় হারল হায়দরাবাদ, আরসিবি'র জয়ে স্বপ্নভঙ্গ নাইটদের

বিসিসিআই-এর অফিসিয়ালরা এ নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ৷ 50 ওভারের বিশ্বকাপের মতো ইভেন্টের সব দায়িত্ব নিজেদের কাঁধেই রাখবেন বোর্ড অফিসিয়ালরা ৷ এমনকি দর্শক এবং ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই দেশের প্রধান 5টি ক্রিকেট স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের জন্য 500 কোটির বেশি ফান্ড পাস করিয়েছে বিসিসিআই ৷ যেখানে হায়দরাবাদ, কলকাতা, মুম্বই, দিল্লি, মোহালির মতো স্টেডিয়ামগুলি রয়েছে ৷ বিশেষত মোহালি ও দিল্লির মাঠের ব্যবস্থাপনা নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন দর্শকরা ৷

মুম্বই, 19 মে: যৌন হেনস্থা প্রতিরোধ নীতি আনছে চলেছে বিসিসিআই ৷ আগামী 27 মে আমেদাবাদে বিসিসিআই এর জন্য স্পেশাল জেনারেল মিটিং বা এসজিএম ডাকা হয়েছে ৷ সেখানেই এই নতুন নীতি অফিসিয়ালি লাগু করা হবে ৷ ওই বৈঠকে আসন্ন আইসিসি বিশ্বকাপ প্রস্তুতির জন্য একটি কোর ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা হবে ৷ যার কাজ হবে, অক্টোবর-নভেম্বর মাসে ভারতের যেসব স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ হবে, সেখানকার প্রস্তুতি এবং অন্যান্য বিষয়গুলির তদারকি করা ৷

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এসজিএম-এ যে 5টি বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে, তা তাদের হাতে এসেছে ৷ সেগুলির মধ্যে অন্যতম দু’টি হল- যৌন হেনস্থা প্রতিরোধ নীতি লাগু করা এবং আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়ার্কিং কমিটি তৈরি করা ৷ সেই সঙ্গে উন্নয়ন ও ভর্তুকি সংক্রান্ত সাব-কমিটি গঠন ৷ রাজ্য দলগুলিতে ফিজিওথেরাপিস্ট এবং ট্রেনার নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করা ৷ আর সর্বশেষ বিষয়টি হল উইমেন্স প্রিমিয়র লিগের কমিটি গঠন ৷ যে কমিটি আগামিদিনে ডব্লিউপিএল সংক্রান্ত সব সিদ্ধান্ত গ্রহণ করবে ৷

বিসিসিআই সিইও রাহুল জহরির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ৷ যে ঘটনার পর বিসিসিআই একটি ‘ইন্টারনাল কমপ্লেইন কমিটি’ গঠন করে ৷ কিন্তু, বিসিসিআই-এর নীতিমালায় সংশোধনের পর ওই কমিটিতে আরও অনেককে সদস্য হিসেবে নিয়োগ করা হবে ‘ইন্টারনাল কমপ্লেইন কমিটি’-তে ৷ জানা গিয়েছে, বিসিসিআই আসন্ন বিশ্বকাপের জন্য যে কমিটি গঠন করছে, সেখানে বোর্ডের প্রধান সদস্যরা নিজেরাই থাকবেন ৷ যেমন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ ও অ্যাক্টিং সিইও-সহ অন্যান্যরা ৷

আরও পড়ুন: 'বিরাট' শতরানে হেলায় হারল হায়দরাবাদ, আরসিবি'র জয়ে স্বপ্নভঙ্গ নাইটদের

বিসিসিআই-এর অফিসিয়ালরা এ নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ৷ 50 ওভারের বিশ্বকাপের মতো ইভেন্টের সব দায়িত্ব নিজেদের কাঁধেই রাখবেন বোর্ড অফিসিয়ালরা ৷ এমনকি দর্শক এবং ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই দেশের প্রধান 5টি ক্রিকেট স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের জন্য 500 কোটির বেশি ফান্ড পাস করিয়েছে বিসিসিআই ৷ যেখানে হায়দরাবাদ, কলকাতা, মুম্বই, দিল্লি, মোহালির মতো স্টেডিয়ামগুলি রয়েছে ৷ বিশেষত মোহালি ও দিল্লির মাঠের ব্যবস্থাপনা নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন দর্শকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.