মুম্বই, 28 জানুয়ারি : শুরু হওয়ার কথা ছিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ৷ কিন্তু দেশজুড়ে কোভিডের তৃতীয় ঢেউয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে 2021-22 রঞ্জি ট্রফি ৷ রাজ্যভিত্তিক কোভিডবিধি জারি করে সংক্রমণে রাশ টানা গিয়েছে অনেকটাই ৷ তাই ফের রঞ্জি ট্রফি আয়োজন নিয়ে উদ্যোগী হল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷
সেক্ষেত্রে আগামী মাসে শুরু হতে পারে টুর্নামেন্ট ৷ তবে যেহেতু মার্চের শেষ সপ্তাহ থেকে আইপিএল শুরু করার ভাবনায় রয়েছে বোর্ড, তাই দু'টি দফায় রঞ্জি ট্রফির পরিকল্পনায় রয়েছে বিসিসিআই (BCCI planning to organise Ranji Trophy in two phases) ৷ বৃহস্পতিবার তেমনই আভাস দিলেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷
ফেব্রুয়ারিতে শুরু করে লিগ পর্বের খেলাগুলি ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার আগে যদি শেষ করে ফেলা যায়, সেদিকেই তাকিয়ে বিসিসিআই ৷ সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ'র সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বোর্ড কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, "আমরা রঞ্জি ট্রফি আয়োজনের সবরকম চেষ্টা করছি ৷ টুর্নামেন্ট যখন স্থগিত করা হয়েছিল তখন দেশে সংক্রমণ ক্রমেই বাড়ছিল ৷ বর্তমানে সংক্রমণ হ্রাস পাচ্ছে ৷ আর সে কারণেই অপারেশন টিম আগামী মাসে রঞ্জির লিগ পর্ব আয়োজনের পরিকল্পনা করছে ৷ আইপিএলের পর অনুষ্ঠিত হবে বাকিটা ৷"
আরও পড়ুন : WI Tour Of India : রোহিতের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন বিরাট
তবে জুন-জুলাইয়ে টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হলে আবহাওয়া একটা ফ্যাক্টর ৷ কারণ, দেশের বেশ কিছু রাজ্যে ওই সময় বর্ষা প্রবেশ করে যায় ৷ ধুমাল বলছেন, "সূচি তৈরি করতে গিয়ে আবহাওয়ার পাশাপাশি ভেন্যু এবং ক্রিকেটারদের পাওয়ার বিষয়টিও মাথায় রাখছে অপারেশন টিম ৷ আমরা টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর ৷ তাই সমস্ত সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছি ৷ তবে ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েই হবে সবটা ৷"