ETV Bharat / sports

Ranji Trophy 2021-22 : দু'দফায় রঞ্জি ট্রফি আয়োজনের পরিকল্পনায় বিসিসিআই - BCCI planning to organise Ranji Trophy in two phases

যেহেতু মার্চের শেষ সপ্তাহ থেকে আইপিএল শুরু করার ভাবনায় রয়েছে বোর্ড, তাই দু'টি দফায় রঞ্জি ট্রফির পরিকল্পনায় রয়েছে বিসিসিআই (BCCI planning to organise Ranji Trophy in two phases) ৷ বৃহস্পতিবার তেমনই আভাস দিলেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷

Ranji Trophy 2021-22
দু'দফায় রঞ্জি ট্রফি আয়োজনের পরিকল্পনায় বিসিসিআই
author img

By

Published : Jan 28, 2022, 12:30 PM IST

মুম্বই, 28 জানুয়ারি : শুরু হওয়ার কথা ছিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ৷ কিন্তু দেশজুড়ে কোভিডের তৃতীয় ঢেউয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে 2021-22 রঞ্জি ট্রফি ৷ রাজ্যভিত্তিক কোভিডবিধি জারি করে সংক্রমণে রাশ টানা গিয়েছে অনেকটাই ৷ তাই ফের রঞ্জি ট্রফি আয়োজন নিয়ে উদ্যোগী হল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

সেক্ষেত্রে আগামী মাসে শুরু হতে পারে টুর্নামেন্ট ৷ তবে যেহেতু মার্চের শেষ সপ্তাহ থেকে আইপিএল শুরু করার ভাবনায় রয়েছে বোর্ড, তাই দু'টি দফায় রঞ্জি ট্রফির পরিকল্পনায় রয়েছে বিসিসিআই (BCCI planning to organise Ranji Trophy in two phases) ৷ বৃহস্পতিবার তেমনই আভাস দিলেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷

ফেব্রুয়ারিতে শুরু করে লিগ পর্বের খেলাগুলি ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার আগে যদি শেষ করে ফেলা যায়, সেদিকেই তাকিয়ে বিসিসিআই ৷ সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ'র সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বোর্ড কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, "আমরা রঞ্জি ট্রফি আয়োজনের সবরকম চেষ্টা করছি ৷ টুর্নামেন্ট যখন স্থগিত করা হয়েছিল তখন দেশে সংক্রমণ ক্রমেই বাড়ছিল ৷ বর্তমানে সংক্রমণ হ্রাস পাচ্ছে ৷ আর সে কারণেই অপারেশন টিম আগামী মাসে রঞ্জির লিগ পর্ব আয়োজনের পরিকল্পনা করছে ৷ আইপিএলের পর অনুষ্ঠিত হবে বাকিটা ৷"

আরও পড়ুন : WI Tour Of India : রোহিতের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন বিরাট

তবে জুন-জুলাইয়ে টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হলে আবহাওয়া একটা ফ্যাক্টর ৷ কারণ, দেশের বেশ কিছু রাজ্যে ওই সময় বর্ষা প্রবেশ করে যায় ৷ ধুমাল বলছেন, "সূচি তৈরি করতে গিয়ে আবহাওয়ার পাশাপাশি ভেন্যু এবং ক্রিকেটারদের পাওয়ার বিষয়টিও মাথায় রাখছে অপারেশন টিম ৷ আমরা টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর ৷ তাই সমস্ত সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছি ৷ তবে ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েই হবে সবটা ৷"

মুম্বই, 28 জানুয়ারি : শুরু হওয়ার কথা ছিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ৷ কিন্তু দেশজুড়ে কোভিডের তৃতীয় ঢেউয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে 2021-22 রঞ্জি ট্রফি ৷ রাজ্যভিত্তিক কোভিডবিধি জারি করে সংক্রমণে রাশ টানা গিয়েছে অনেকটাই ৷ তাই ফের রঞ্জি ট্রফি আয়োজন নিয়ে উদ্যোগী হল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

সেক্ষেত্রে আগামী মাসে শুরু হতে পারে টুর্নামেন্ট ৷ তবে যেহেতু মার্চের শেষ সপ্তাহ থেকে আইপিএল শুরু করার ভাবনায় রয়েছে বোর্ড, তাই দু'টি দফায় রঞ্জি ট্রফির পরিকল্পনায় রয়েছে বিসিসিআই (BCCI planning to organise Ranji Trophy in two phases) ৷ বৃহস্পতিবার তেমনই আভাস দিলেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷

ফেব্রুয়ারিতে শুরু করে লিগ পর্বের খেলাগুলি ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার আগে যদি শেষ করে ফেলা যায়, সেদিকেই তাকিয়ে বিসিসিআই ৷ সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ'র সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বোর্ড কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, "আমরা রঞ্জি ট্রফি আয়োজনের সবরকম চেষ্টা করছি ৷ টুর্নামেন্ট যখন স্থগিত করা হয়েছিল তখন দেশে সংক্রমণ ক্রমেই বাড়ছিল ৷ বর্তমানে সংক্রমণ হ্রাস পাচ্ছে ৷ আর সে কারণেই অপারেশন টিম আগামী মাসে রঞ্জির লিগ পর্ব আয়োজনের পরিকল্পনা করছে ৷ আইপিএলের পর অনুষ্ঠিত হবে বাকিটা ৷"

আরও পড়ুন : WI Tour Of India : রোহিতের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন বিরাট

তবে জুন-জুলাইয়ে টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হলে আবহাওয়া একটা ফ্যাক্টর ৷ কারণ, দেশের বেশ কিছু রাজ্যে ওই সময় বর্ষা প্রবেশ করে যায় ৷ ধুমাল বলছেন, "সূচি তৈরি করতে গিয়ে আবহাওয়ার পাশাপাশি ভেন্যু এবং ক্রিকেটারদের পাওয়ার বিষয়টিও মাথায় রাখছে অপারেশন টিম ৷ আমরা টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর ৷ তাই সমস্ত সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছি ৷ তবে ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েই হবে সবটা ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.