কলকাতা, 17 এপ্রিল : অক্টোবরে টি-20 বিশ্বকাপের জন্য স্টেডিয়াম নির্বাচন করে ফেলল বিসিসিআই ৷ দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং ধরমশালায় টি-20 বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ৷ তবে, টুর্নামেন্টের ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ নাম প্রকাশে ইচ্ছুক বিসিসিআই-র এক আধিকারিক এই খবরটি সুনিশ্চিত করেছেন ৷
আগামী অক্টোবর মাসে ভারতে বসতে চলেছে টি-20 বিশ্বকাপের আসর ৷ তার প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ৷ বিশেষ করে করোনা পরিস্থিতিতে বিশ্বের একাধিক দলের সুরক্ষা ব্যবস্থার দিকটিও দেখতে হচ্ছে আয়োজক বিসিসিআই এবং ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসিকে ৷ সেই মতো এবার টি-20 বিশ্বকাপ কোন কোন মাঠে হবে, সেই তালিকাও তৈরি করে ফেলা হয়েছে ৷ বিসিসিআই-র বিশেষ সূত্রের তরফে জানানো হয়েছে, আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হবে ৷ এছাড়াও অন্যান্য স্টেডিয়ামগুলির মধ্যে রয়েছে, দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং ধরমশালা ৷
আরও পড়ুন : একদিনের ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটার, বিরাটকে সম্মান উইজ়ডেনের
অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দলের ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসা নিয়েও প্রশ্ন উঠেছিল ৷ তবে, সেই সমস্যাও মিটে গিয়েছে বলে জানিয়েছেন বিসিসিআই-র ওই সূত্র ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, বিসিসিআই-র অ্য়াপেক্স কাউন্সিলের সদস্য় ওই আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট দলের ভিসার সমস্যা মিটে গিয়েছে ৷ বিসিসিআই সচিব জয় শাহ অ্যাপক্স কাউন্সিলকে জানিয়েছেন, ভারত সরকার পাক-ক্রিকেটারদের ভিসার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ তবে, টি-20 বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য সে দেশের নাগরিকদের ভারতে আসার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷