ETV Bharat / sports

33 পূর্ণ রাহানের, জন্মদিনে ক্রিকেট বিশ্বের শুভেচ্ছায় ভাসলেন মুম্বইকর - বিসিসিআই

জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে ৷ আজ 33 বছর পূর্ণ করলেন তিনি ৷

bcci icc and cricket worlds birthday wishes to indian test vice captain ajinkya rahane
শুভ জন্মদিন অজিঙ্ক রাহানে! ক্রিকেট বিশ্বের শুভেচ্ছায় ভাসলেন মুম্বইকর
author img

By

Published : Jun 6, 2021, 2:12 PM IST

Updated : Jun 6, 2021, 3:52 PM IST

কলকাতা, 6 জুন : 33 বছর পূর্ণ করলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ৷ আর জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তাঁর অনুরাগী থেকে বিশ্ব ক্রিকেটের নামী ব্যক্তিত্বরা ৷ রাহানেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি ৷ সেই সঙ্গে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও ৷

বিসিসিআই’র তরফে রাত 12টা বাজতেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় রাহানেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় ৷ যেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহানের খেলা অন্যতম সেরা টেস্ট ইনিংস তুলে ধরা হয়েছে ৷ সেই সঙ্গে বিসিসিআই’র তরফে শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, ‘‘183 আন্তর্জাতিক ম্যাচ ৷ আন্তর্জাতিক স্তরে 7920 রান ৷ এক টেস্টে সর্বাধিক ক্যাচ ৷ ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর খেলা অন্যতম সেরা ইনিংসের মজা নিন ৷’’

  • 1⃣8⃣3⃣ intl. games 👍
    7⃣9⃣2⃣0⃣ intl. runs 💪
    Most catches in a Test 👌

    Here's wishing @ajinkyarahane88 - #TeamIndia's Test vice-captain - a very happy birthday. 🎂 👏

    Sit back & enjoy one of his finest hundreds against South Africa 🎥 👇

    — BCCI (@BCCI) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আইসিসি’র তরফেও রাহানেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷ শুভেচ্ছা বার্তায় ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে লেখা হয়েছে, ‘‘শুভ জন্মদিন অজিঙ্কা রাহানে ৷ এখনও পর্যন্ত তিনি 183 আন্তর্জাতিক ম্যাচে 7920 রান করেছেন এবং সম্প্রতি অস্ট্রেলিয়ায় 2020-21 বর্ডার-গাভাসকর ট্রফি জয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৷’’

আরও পড়ুন : WTC Final : কিউয়িদের মিডল অর্ডার ভঙ্গুর : সাবা করিম

2020-21 সালে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারিয়েছিল রাহানের নেতৃত্বাধীন কার্যত অনভিজ্ঞ ভারতীয় দল ৷ সেই সিরিজে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি করেছিলেন অজিঙ্কা রাহানে ৷ সেই স্মৃতি তুলে ধরে এ দিন রাহানে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

  • When the stand-in skipper starred 💯

    Ajinkya Rahane celebrates his birthday today. His Boxing Day Test ton was one not to be forgotten anytime soon! pic.twitter.com/wsSaN0JEqI

    — cricket.com.au (@cricketcomau) June 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Ajit Agarkar : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিন ভারতীয় পেসার বাছলেন অজিত আগরকার

মুম্বইকর এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে শুভেচ্ছা জানিয়েছে, তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ৷ মুম্বই ইন্ডিয়ান্সের তরফেও রাহানেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷ যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাট থেকে আরও গুরুত্বপূর্ণ ইনিংস আসুক, এমনই শুভেচ্ছা জানানো হয়েছে ৷

কলকাতা, 6 জুন : 33 বছর পূর্ণ করলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ৷ আর জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তাঁর অনুরাগী থেকে বিশ্ব ক্রিকেটের নামী ব্যক্তিত্বরা ৷ রাহানেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি ৷ সেই সঙ্গে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও ৷

বিসিসিআই’র তরফে রাত 12টা বাজতেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় রাহানেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় ৷ যেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহানের খেলা অন্যতম সেরা টেস্ট ইনিংস তুলে ধরা হয়েছে ৷ সেই সঙ্গে বিসিসিআই’র তরফে শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, ‘‘183 আন্তর্জাতিক ম্যাচ ৷ আন্তর্জাতিক স্তরে 7920 রান ৷ এক টেস্টে সর্বাধিক ক্যাচ ৷ ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর খেলা অন্যতম সেরা ইনিংসের মজা নিন ৷’’

  • 1⃣8⃣3⃣ intl. games 👍
    7⃣9⃣2⃣0⃣ intl. runs 💪
    Most catches in a Test 👌

    Here's wishing @ajinkyarahane88 - #TeamIndia's Test vice-captain - a very happy birthday. 🎂 👏

    Sit back & enjoy one of his finest hundreds against South Africa 🎥 👇

    — BCCI (@BCCI) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আইসিসি’র তরফেও রাহানেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷ শুভেচ্ছা বার্তায় ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে লেখা হয়েছে, ‘‘শুভ জন্মদিন অজিঙ্কা রাহানে ৷ এখনও পর্যন্ত তিনি 183 আন্তর্জাতিক ম্যাচে 7920 রান করেছেন এবং সম্প্রতি অস্ট্রেলিয়ায় 2020-21 বর্ডার-গাভাসকর ট্রফি জয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৷’’

আরও পড়ুন : WTC Final : কিউয়িদের মিডল অর্ডার ভঙ্গুর : সাবা করিম

2020-21 সালে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারিয়েছিল রাহানের নেতৃত্বাধীন কার্যত অনভিজ্ঞ ভারতীয় দল ৷ সেই সিরিজে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি করেছিলেন অজিঙ্কা রাহানে ৷ সেই স্মৃতি তুলে ধরে এ দিন রাহানে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

  • When the stand-in skipper starred 💯

    Ajinkya Rahane celebrates his birthday today. His Boxing Day Test ton was one not to be forgotten anytime soon! pic.twitter.com/wsSaN0JEqI

    — cricket.com.au (@cricketcomau) June 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Ajit Agarkar : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিন ভারতীয় পেসার বাছলেন অজিত আগরকার

মুম্বইকর এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে শুভেচ্ছা জানিয়েছে, তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ৷ মুম্বই ইন্ডিয়ান্সের তরফেও রাহানেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷ যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাট থেকে আরও গুরুত্বপূর্ণ ইনিংস আসুক, এমনই শুভেচ্ছা জানানো হয়েছে ৷

Last Updated : Jun 6, 2021, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.