মুম্বই, 17 এপ্রিল : অলিম্পিক্সে দল পাঠাতে তৈরি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ একথা আজ জানিয়ে দিল বিসিসিআই ৷ যদি অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত করা হয়, তাহলে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পুরুষ ও মহিলা দল পাঠাবে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷
ভারতীয় মহিলা ক্রিকেট দল বার্মিংহামে 2022 সালের কমনওয়েল্থ গেমসে খেলবে বলে ইতিমধ্যে জানিয়েছে ভারতীয় বোর্ড ৷ বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়া অ্যাপেক্স কমিটি আরও ঠিক করেছে, মিতালি রাজ ও হরমনপ্রীত কাউরের নেতৃত্বে 2021 সালের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ তারপরই নিউজ়িল্যান্ড সফর করবেন মিতালি রাজ, স্মৃতি মান্ধানারা ৷
আরও পড়ুন : টি-20 বিশ্বকাপ 2021’র ভেনু বাছল বিসিসিআই, ফাইনাল হবে আমেদাবাদে
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক আধিকারিক বলেন, ‘‘ ভারতীয় মহিলা দল বার্মিংহামে কমনওয়েল্থ গেমস 2022-এ খেলবে ৷ যদি 2028 সালে অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ভারতের মহিলা ও পুরুষ দল সেখানে অংশগ্রহণ করবে ৷ এটাই আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’’