নয়াদিল্লি, 19 মে : আগামী ক্রিকেট মরসুম নিয়ে 29 মে বিশেষ সাধারণ বৈঠক বা স্পেশাল জেনারেল মিটিং ডাকল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ এই এসজিএমে অক্টোবর ও নভেম্বরে টি-20 বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে বলে খবর ৷
বিসিসিআই সচিব জয় শাহের দেওয়া নোটিসে বলা হয়েছে, ‘‘ বৈঠকটি হবে ভারতে প্যানডেমিক পরিস্থিতিতে ক্রিকেট মরসুমের রূপরেখা নিয়ে ৷’’ করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশেহারা ভারত ৷ এই পরিস্থিতিতে অক্টোবর ও নভেম্বরে কীভাবে টি-20 বিশ্বকাপ হবে, সেই বিষয়েও আলোচনা করা হবে এই বৈঠকে ৷
জুনের 1 তারিখে আইসিসি-র গর্ভেনিং বডির বৈঠক আছে ৷ সেই বৈঠকে ভারতে প্রতিযোগিতা আয়োজন নিয়েও আলোচনা হতে পারে ৷ তবে আইসিসি ভারতের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে চাইছে ৷
বিকল্প ভেনু হিসেবে উঠে আসছে আরব আমিরশাহির নামও ৷ অন্যদিকে ভারতে বায়ো বাবলে থাকার পরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে ৷ তাই মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করতে হয় ৷
আরও পড়ুন : স্যান্ডপেপার গেট নিয়ে নতুন কী তথ্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে দিলেন ব্যানক্রফ্ট
গত মাসেই বৈঠকে বসে বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটি ৷ সেখানে মেগা ইভেন্ট আয়োজন করতে 9টি ভেনু বাছা হয় ৷ সেগুলি হল আমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, হায়দরাবাদ, কলকাতা, লখনউ ও মুম্বই ৷ আসন্ন এসজিএমে ঘরোয়া ক্রিকেট নিয়েও আলোচনা হতে পারে বলে খবর ৷