আমেদাবাদ, 14 অক্টোবর: ম্যাচের দেড় ঘণ্টা আগে শুরু হওয়ার কথা ছিল প্রি-ম্যাচ মিউজিক ইভেন্টের ৷ অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিংদের নিয়ে জমকালো সেই অনুষ্ঠানের জন্য হা-পিত্যেশ করে টেলিভিশনে চোখ রেখেছিলেন অনুরাগীরা ৷ কিন্তু যথাসময়ে টেলিভিশনে অনুষ্ঠানের সম্প্রচার শুরু না-হওয়ায় শুরু হল গুঞ্জন ৷ জল্পনার মাঝেই সম্প্রচারকারী চ্যানেলের তরফে সোশাল মিডিয়ায় জানানো হল, স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্য উপলব্ধ ছিল ওই ব্যবস্থা ৷ ব্যস, এই ঘটনার সঙ্গেই সোশাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সম্প্রচারকারী চ্যানেল রোষের মুখে পড়ে নেটাগরিকদের ৷
প্রি-ম্যাচে শুরুর নির্ধারিত সময়ের কিছু পরে এদিন স্টার স্পোর্টসের তরফে এক্সে একটি বিবৃতিতে বলা হয়, "নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বাদশ ম্যাচের (ভারত বনাম পাকিস্তান) আগে যে অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছিল তা কেবল স্টেডিয়ামে উপস্থিত ফ্যানেদের জন্য ৷ এই অনুষ্ঠান সম্প্রচারের জন্য নয় ৷"
-
there should be made a case study on "how not to conduct a WC" https://t.co/vkuYiyu4lK
— sam (@sanyamtaparia) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">there should be made a case study on "how not to conduct a WC" https://t.co/vkuYiyu4lK
— sam (@sanyamtaparia) October 14, 2023there should be made a case study on "how not to conduct a WC" https://t.co/vkuYiyu4lK
— sam (@sanyamtaparia) October 14, 2023
বিনোদন ক্রিকেটে যে বাড়তি মাত্রা যোগ করে, সে আর বলার অপেক্ষা রাখে না ৷ তাই অরিজিৎ-সুখবিন্দরের মতো প্রথিতযশা শিল্পীদের পারফর্ম দেখতে মুখিয়ে থাকা অনুরাগীরা সোশাল মিডিয়ায় ক্ষোভ বর্ষণ করতে শুরু করেন ৷ যাকে হতাশার বহিঃপ্রকাশ বললেও ভুল হয় না ৷ টেলিভিশনে যখন সম্প্রচারই হবে না তখন প্রি-ম্যাচ সেরেমনি নিয়ে এত প্রচারসর্বস্ব না-হলেই ভালো হত ৷ বিসিসিআইয়ের সিদ্ধান্তে এই ভাষাতেই ক্ষোভ উগরে দেন কেউ ৷
আরও পড়ুন: ভারত-পাক মেগা দ্বৈরথে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত রোহিতের, একাদশে গিল
কেউ আবার লেখেন, "বিসিসিআই, তোমাদের কাজে লজ্জিত ৷" কেউ কেউ তো আবার দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্নই তুলে দিলেন ৷ বললেন, এর উপর কেস স্টাডি হওয়া উচিৎ ৷ সে যাইহোক, সমালোচনার মধ্যে দিয়ে যথাসময়েই এদিন মোতেরায় শুরু হয় ম্যাচ ৷ টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ ঈশান কিষাণের পরিবর্তে শুভমন গিলকে একাদশে নিয়ে পাক-যুদ্ধে অবতীর্ণ হয়েছে টিম ইন্ডিয়া ৷