ETV Bharat / sports

Mohammed Shami : কঠিন সময় বোর্ডকে পাশে পেলেন শামি - মহম্মদ শামি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত আক্রমণের শিকার হয়ে চলা শামির সমর্থনে ইতিমধ্যেই পাশে দাঁড়িয়েছেন দেশ-বিদেশের প্রাক্তনীরা ৷ আর এবার বঙ্গ পেসারের সমর্থনে এগিয়ে এল খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ মঙ্গনবার শামির পাশে দাঁড়ালেন অনিল কুম্বলেও ৷

Mohammed Shami
কঠিন সময় বোর্ডকে পাশে পেলেন শামি
author img

By

Published : Oct 26, 2021, 10:54 PM IST

দুবাই, 26 অক্টোবর : জীবনে এর আগেও চরম কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন তিনি ৷ গ্রাস করেছে হতাশা ৷ কিন্তু সব খারাপ অনুভূতি একদিকে আর দেশের হয়ে সব উজাড় করে দিয়েও 'ভিলেন' তকমা পাওয়ার অনুভূতি আরেকদিকে ৷ পাকিস্তানের বিরুদ্ধে হারের পর দ্বিতীয়টাই ঘটছে বঙ্গ পেসার মহম্মদ শামির সঙ্গে ৷

রবিবার বল হাতে বাবর আজম-মহম্মদ রিজওয়ানের হাতে বেদম প্রহৃত হয়ে দেশের মানুষের থেকে 'গদ্দার' তকমা জুটছে শামির ৷ সোশ্যাল মিডিয়ায় শুনতে হচ্ছে খারাপ বোলিংয়ের জন্য পাকিস্তানের থেকে নাকি টাকাও নিয়েছেন বিশ্বকাপে হ্যাটট্রিক করা পেসার ৷ আর এসব শুনে শামির মনের অবস্থা ঠিক কী হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত আক্রমণের শিকার হয়ে চলা শামির সমর্থনে ইতিমধ্যেই পাশে দাঁড়িয়েছেন দেশ-বিদেশের প্রাক্তনীরা ৷ আর এবার বঙ্গ পেসারের সমর্থনে এগিয়ে এল খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ মঙ্গলবার শামির পাশে দাঁড়ালেন অনিল কুম্বলেও ৷

শামির প্রস্ততি ম্যাচের একটি ছবি পোস্ট করে বিসিসিআই এদিন লেখে, "তুমি একজন গর্বিত ভারতীয়, একজন শক্তিশালী, সামনে তাকাও ৷" বোর্ডের এই ছোট অথচ জোরালো বার্তা শামিকে নিউজিল্যান্ড ম্যাচের আগে কতটা উদবুদ্ধ করবে সেটাই দেখার ৷ কুম্বলে ভারতীয় পেসারের সমর্থনে লেখেন, "তুমি একজন চ্যাম্পিয়ন বোলার ৷"

আরও পড়ুন : হাঁটু মুড়ে প্রতিবাদ না জানিয়ে শাস্তির মুখে ডি'কক !

তিন ফর্ম্যাটেই ভারতের এই সফল বোলার পাকিস্তানের বিরুদ্ধে ছন্দে ছিলেন না মোটেই ৷ বাবরদের বিপক্ষে 3.5 ওভারে 43 রান খরচ করেন তিনি ৷ ভারত ম্যাচ হারতেই অনুরাগীদের সব রাগ গিয়ে পড়ে শামির উপর ৷

দুবাই, 26 অক্টোবর : জীবনে এর আগেও চরম কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন তিনি ৷ গ্রাস করেছে হতাশা ৷ কিন্তু সব খারাপ অনুভূতি একদিকে আর দেশের হয়ে সব উজাড় করে দিয়েও 'ভিলেন' তকমা পাওয়ার অনুভূতি আরেকদিকে ৷ পাকিস্তানের বিরুদ্ধে হারের পর দ্বিতীয়টাই ঘটছে বঙ্গ পেসার মহম্মদ শামির সঙ্গে ৷

রবিবার বল হাতে বাবর আজম-মহম্মদ রিজওয়ানের হাতে বেদম প্রহৃত হয়ে দেশের মানুষের থেকে 'গদ্দার' তকমা জুটছে শামির ৷ সোশ্যাল মিডিয়ায় শুনতে হচ্ছে খারাপ বোলিংয়ের জন্য পাকিস্তানের থেকে নাকি টাকাও নিয়েছেন বিশ্বকাপে হ্যাটট্রিক করা পেসার ৷ আর এসব শুনে শামির মনের অবস্থা ঠিক কী হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত আক্রমণের শিকার হয়ে চলা শামির সমর্থনে ইতিমধ্যেই পাশে দাঁড়িয়েছেন দেশ-বিদেশের প্রাক্তনীরা ৷ আর এবার বঙ্গ পেসারের সমর্থনে এগিয়ে এল খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ মঙ্গলবার শামির পাশে দাঁড়ালেন অনিল কুম্বলেও ৷

শামির প্রস্ততি ম্যাচের একটি ছবি পোস্ট করে বিসিসিআই এদিন লেখে, "তুমি একজন গর্বিত ভারতীয়, একজন শক্তিশালী, সামনে তাকাও ৷" বোর্ডের এই ছোট অথচ জোরালো বার্তা শামিকে নিউজিল্যান্ড ম্যাচের আগে কতটা উদবুদ্ধ করবে সেটাই দেখার ৷ কুম্বলে ভারতীয় পেসারের সমর্থনে লেখেন, "তুমি একজন চ্যাম্পিয়ন বোলার ৷"

আরও পড়ুন : হাঁটু মুড়ে প্রতিবাদ না জানিয়ে শাস্তির মুখে ডি'কক !

তিন ফর্ম্যাটেই ভারতের এই সফল বোলার পাকিস্তানের বিরুদ্ধে ছন্দে ছিলেন না মোটেই ৷ বাবরদের বিপক্ষে 3.5 ওভারে 43 রান খরচ করেন তিনি ৷ ভারত ম্যাচ হারতেই অনুরাগীদের সব রাগ গিয়ে পড়ে শামির উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.