মুম্বই, 9 নভেম্বর : সম্ভাবনা ছিল ৷ মঙ্গলবার তাতেই সিলমোহর দিল বিসিসিাই ৷ টি-20 ক্রিকেটে বিরাট কোহলির উত্তরসূরি বেছে নিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বোর্ড ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-20 ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা ৷ পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে ৷ রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে লোকেশ রাহুলকে ৷ কিউয়ি সফর থেকেই টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব নিচ্ছেন রাহুল দ্রাবিড় ৷
মঙ্গলবারই আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দল বেছে নেন জাতীয় নির্বাচক নির্বাচকরা ৷ কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজে খেলবে ভারত ৷ প্রথম ম্যাচ 17 নভেম্বর জয়পুরে ৷ সিরিজের পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে 19 ও 21 তারিখ রাঁচি ও কলকাতায় ৷ নিউজিল্যান্ড সফর থেকেই ভারতীয় টি-20 দলের ক্যাপ্টেন হিসেবে অভিষক হচ্ছে রোহিতের ৷ শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের দুই টেস্টের সিরিজে প্রথম টেস্টেও বিরাটকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ৷
টি-20 বিশ্বকাপ ছিল ক্যাপ্টেন কোহলির শেষ অ্যাসাইমেন্ট ৷ বিশ্বকাপ শুরুর আগেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্বে থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বিরাট ৷ কোহলির নেতৃত্বে বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায় নিয়েছে ভারত ৷ সুপার 12-র প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন করেছিল কোহলি অ্যান্ড কোং ৷ ফলে সুপার 12-র শেষ তিনটি ম্যাচ জিতেও শেষ চারের টিকিট পায়নি টিম ইন্ডিয়া ৷
বিরাটের উত্তরসূরি হিসেবে এদিন রোহিতকে বেছে নেন নির্বাচকরা ৷ সংক্ষিপ্ত ফরম্যাটে রোহিতের ডেপুটি হিসেবে রাহুলকে বেছে নেন তাঁরা ৷ একই সঙ্গে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে ৷ বিরাটকে ছাড়ায় 16 জনের দল বেছে নেন নির্বাচকরা ৷ দলে নতুন মুখ ভেঙ্কটেশ আইয়ার ও হর্ষল প্যাটেল ৷ কেকেআর ওপেনার আইয়ার 2021 আইপিএলে দারুণ পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিলেন ৷ বিরাটের পাশাপাশি টি-20 সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজাকে ৷
আরও পড়ুন : 4 ওভারই মেডেন নিয়ে টি-20 ক্রিকেটে বিশ্বরেকর্ড ভারতীয় বোলারের
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতীয় দল : রোহিত শর্মা (ক্যাপ্টেন ), কেএল রাহুল (ভাইস-ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ কুমার, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল ও মহম্মদ সিরাজ ৷