মুম্বই, 15 ফেব্রুয়ারি : প্রথমে স্থির ছিল 25 ফেব্রুয়ারি প্রথম টেস্টের মধ্যে দিয়ে ভারত সফরে অভিযান শুরু করবে শ্রীলঙ্কা ৷ কিন্তু মঙ্গলবার দ্বীপরাষ্ট্রের ভারত সফরের সূচিতে ব্যাপক রদবদল আনল বিসিসিআই (BCCI announces revised schedule for upcoming Sri Lanka series) ৷ নয়া সূচি মেনে ভারত-শ্রীলঙ্কা সিরিজ শুরু হতে চলেছে পূর্ব-নির্ধারিত সূচির একদিন আগে অর্থাৎ, 24 ফেব্রুয়ারি ৷ পাশাপাশি টেস্ট নয়, বরং টি-20 সিরিজের মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়বে এই দ্বিপাক্ষিক সিরিজ ৷ 4 মার্চ শুরু হবে টেস্ট সিরিজ ৷ ভেন্যুতেও আনা হয়েছে পরিবর্তন ৷
ভারতের মাটিতে তিনটি টি-20 এবং দু'টি টেস্ট ম্যাচ খেলবেন দাসুন শানাকারা ৷ পরিবর্তিত সূচি অনুযায়ী 24 ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে লখনউয়ে ৷ পরবর্তী দু'টি টি-20 ম্যাচ আয়োজিত হবে ধরমশালায় ৷ এক বিবৃতিতে মঙ্গলবার এই খবর জানিয়েছে বোর্ড ৷ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজের প্রথম টেস্ট ম্যাচ বেঙ্গালুরুতে হওয়ার কথা থাকলেও তা হচ্ছে ৷ 12-16 মার্চ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ৷ যেটি আবার পিঙ্ক বল টেস্ট ৷ এর আগে 4-8 মার্চ মোহালিতে অনুষ্ঠিত হবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ৷
আরও পড়ুন : India vs West Indies : টি-20 সিরিজেও লক্ষ্য ‘ক্যারিবিয়ান বধ’, প্রথমবার ইডেন দেখবে অধিনায়ক রোহিতকে
অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজি শহর বেঙ্গালুরুতে নয়, মোহালিতেই কেরিয়ারের শততম টেস্ট খেলবেন বিরাট কোহলি ৷ শ্রীলঙ্কা যেহেতু বর্তমানে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলছে, তাই সে দেশের বোর্ড বিসিসিআইকে একটি বিশেষ অনুরোধ করে ৷ টি-20 স্কোয়াডের সদস্যদের 'বাবল টু বাবল' ট্রান্সফারে যাতে কোনও সমস্যা না হয়, তাই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিসিসিআইকে টি-20 সিরিজ প্রথমে আয়োজন করতে বলে ৷ সেই অনুরোধ সাদরে গ্রহণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷
একনজরে সূচি :
- 24 ফেব্রুয়ারি: প্রথম টি-20 (লখনউ)
- 26 ফেব্রুয়ারি: দ্বিতীয় টি-20 (ধরমশালা)
- 27 ফেব্রুয়ারি: তৃতীয় টি-20 (ধরমশালা)
- 4-8 মার্চ: প্রথম টেস্ট (মোহালি)
- 12-16 মার্চ: দ্বিতীয় টেস্ট (বেঙ্গালুরু)