ETV Bharat / sports

Indian Squad for WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা, প্রত্যাবর্তন রাহানের - বিরাট কোহলি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণা করল বিসিসিআই ৷ সেই দলে প্রত্যাবর্তন করলেন অজিঙ্ক রাহানে ৷ 15 মাস পর জাতীয় দলে ফিরেছেন মুম্বইকর ৷ 15 জনের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন জয়দেব উনাদকট ৷

Indian Squad for WTC Final ETV BHARAT
Indian Squad for WTC Final
author img

By

Published : Apr 25, 2023, 11:56 AM IST

Updated : Apr 25, 2023, 12:28 PM IST

মুম্বই, 25 এপ্রিল: দেড় বছর পর ভারতীয় টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন করলেন অজিঙ্ক রাহানে ৷ তাও আবার সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৷ মঙ্গলবার বিসিসিআই 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে ৷ সেই দলে অজিঙ্ক রাহানেকে রেখেছে জাতীয় নির্বাচক কমিটি ৷ তবে, 15 জনের প্রাথমিক দলের জায়গা পেলেন না বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব ৷ ওপেনার হিসেবে অধিনায়ক রোহিতের সঙ্গে রয়েছে শুভমন গিল এবং কেএল রাহুল ৷ 15 জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন জয়দেব উনাদকট ৷

15 মাসের অপেক্ষার অবসান ৷ দক্ষিণ আফ্রিকা সফরে খারাপ পারফর্ম্যান্সের জেরে ভারতীয় টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন ৷ তার পর ক্রিকেট থেকে কার্যত হারিয়ে গিয়েছিলেন অজিঙ্ক রাহানে ৷ 2022-23 ঘরোয়া মরশুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলেছিলেন ৷ সেখানেও প্রথমদিকে সফল হননি ৷ তবে, ধীরে ধীরে ফর্মে ফিরেছেন ৷ এমনকি আইপিএল এও সিএসকে এর হয়ে দারুণ খেলছেন রাহানে ৷ যদিও, জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রেয়স আইয়ারের পরিবর্ত হিসেবে রাহানেকে জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট আগেই করে ফেলেছিল ৷

আজ জাতীয় নির্বাচক কমিটি 2021-23 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যে দল বাছাই করেছে ৷ সেখানে অজিঙ্ক রাহানের নাম রয়েছে ৷ 15 জনের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন মুম্বইকর ৷ এবার তাঁর লক্ষ্য প্রথম একাদশে জায়গা করে নেওয়া ৷ জাতীয় দলে নিজের 5 নম্বর জায়গাটাকে আবারও সুনিশ্চিত করা ৷ জানা গিয়েছিল, বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্ট রাহানেকে আইপিএল-এর মধ্যেই লাল ডিউক বলে প্র্যাকটিস করতে বলেছিল ৷ তখনই মনে করা হচ্ছিল শ্রেয়স আইয়ারের জায়গায় হয়তো 15 জনের দলে সুযোগ পাবেন রাহানে ৷

উল্লেখ্য, ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পিঠের নিচের অংশে চোট পান শ্রেয়স ৷ যার জেরে তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন ৷ সেখানেই তাঁর অস্ত্রোপচার হবে ৷ আপাতত 4-5 মাস তিনি মাঠের বাইরে ৷ অন্যদিকে, জসপ্রীত বুমরা সফল অস্ত্রোপচারের পর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন ৷ কিন্তু, 7 জুনের ফাইনালের আগে তিনি ম্যাচ ফিট হতে পারবেন না ৷ তাঁর বদলে 15 জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি মিডিয়াম স্যুইং বোলার জয়দেব উনাদকট ৷ দলের পেস ব্যাটারির নেতৃত্বে রয়েছেন মহম্মদ শামি ৷ তাঁর সঙ্গে, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর এবং উমেশ যাদব ৷

আরও পড়ুন: শীর্ষাসনের ভঙ্গিমায় সচিনকে জন্মদিনের শুভেচ্ছা বীরুর

টপ-অর্ডারে অধিনায়ক রোহিক শর্মা, শুভমন গিল এবং কেএল রাহুল ৷ মিডল-অর্ডারে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে ৷ দলের একমাত্র বিশেষজ্ঞ উইকেট-কিপার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন কেএস ভরত ৷ স্পিনার হিসেবে প্রাথমিক দলে আছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ৷ বর্ডার-গাভাসকর ট্রফির 4 টেস্টের সিরিজে সুযোগ পাওয়া ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব বাদ পড়েছেন ৷ তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে জায়গা পাননি কুলদীপ যাদব ৷ বিশেষজ্ঞদের মতে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল স্পিন বোলিংয়ের পাশাপাশি বিশ্বমানের ব্যাটার ৷ সেখানেই পাশ-মার্ক তুলতে ব্যর্থ কুলদীপ ৷

মুম্বই, 25 এপ্রিল: দেড় বছর পর ভারতীয় টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন করলেন অজিঙ্ক রাহানে ৷ তাও আবার সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৷ মঙ্গলবার বিসিসিআই 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে ৷ সেই দলে অজিঙ্ক রাহানেকে রেখেছে জাতীয় নির্বাচক কমিটি ৷ তবে, 15 জনের প্রাথমিক দলের জায়গা পেলেন না বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব ৷ ওপেনার হিসেবে অধিনায়ক রোহিতের সঙ্গে রয়েছে শুভমন গিল এবং কেএল রাহুল ৷ 15 জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন জয়দেব উনাদকট ৷

15 মাসের অপেক্ষার অবসান ৷ দক্ষিণ আফ্রিকা সফরে খারাপ পারফর্ম্যান্সের জেরে ভারতীয় টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন ৷ তার পর ক্রিকেট থেকে কার্যত হারিয়ে গিয়েছিলেন অজিঙ্ক রাহানে ৷ 2022-23 ঘরোয়া মরশুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলেছিলেন ৷ সেখানেও প্রথমদিকে সফল হননি ৷ তবে, ধীরে ধীরে ফর্মে ফিরেছেন ৷ এমনকি আইপিএল এও সিএসকে এর হয়ে দারুণ খেলছেন রাহানে ৷ যদিও, জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রেয়স আইয়ারের পরিবর্ত হিসেবে রাহানেকে জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট আগেই করে ফেলেছিল ৷

আজ জাতীয় নির্বাচক কমিটি 2021-23 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যে দল বাছাই করেছে ৷ সেখানে অজিঙ্ক রাহানের নাম রয়েছে ৷ 15 জনের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন মুম্বইকর ৷ এবার তাঁর লক্ষ্য প্রথম একাদশে জায়গা করে নেওয়া ৷ জাতীয় দলে নিজের 5 নম্বর জায়গাটাকে আবারও সুনিশ্চিত করা ৷ জানা গিয়েছিল, বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্ট রাহানেকে আইপিএল-এর মধ্যেই লাল ডিউক বলে প্র্যাকটিস করতে বলেছিল ৷ তখনই মনে করা হচ্ছিল শ্রেয়স আইয়ারের জায়গায় হয়তো 15 জনের দলে সুযোগ পাবেন রাহানে ৷

উল্লেখ্য, ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পিঠের নিচের অংশে চোট পান শ্রেয়স ৷ যার জেরে তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন ৷ সেখানেই তাঁর অস্ত্রোপচার হবে ৷ আপাতত 4-5 মাস তিনি মাঠের বাইরে ৷ অন্যদিকে, জসপ্রীত বুমরা সফল অস্ত্রোপচারের পর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন ৷ কিন্তু, 7 জুনের ফাইনালের আগে তিনি ম্যাচ ফিট হতে পারবেন না ৷ তাঁর বদলে 15 জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি মিডিয়াম স্যুইং বোলার জয়দেব উনাদকট ৷ দলের পেস ব্যাটারির নেতৃত্বে রয়েছেন মহম্মদ শামি ৷ তাঁর সঙ্গে, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর এবং উমেশ যাদব ৷

আরও পড়ুন: শীর্ষাসনের ভঙ্গিমায় সচিনকে জন্মদিনের শুভেচ্ছা বীরুর

টপ-অর্ডারে অধিনায়ক রোহিক শর্মা, শুভমন গিল এবং কেএল রাহুল ৷ মিডল-অর্ডারে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে ৷ দলের একমাত্র বিশেষজ্ঞ উইকেট-কিপার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন কেএস ভরত ৷ স্পিনার হিসেবে প্রাথমিক দলে আছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ৷ বর্ডার-গাভাসকর ট্রফির 4 টেস্টের সিরিজে সুযোগ পাওয়া ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব বাদ পড়েছেন ৷ তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে জায়গা পাননি কুলদীপ যাদব ৷ বিশেষজ্ঞদের মতে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল স্পিন বোলিংয়ের পাশাপাশি বিশ্বমানের ব্যাটার ৷ সেখানেই পাশ-মার্ক তুলতে ব্যর্থ কুলদীপ ৷

Last Updated : Apr 25, 2023, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.