ETV Bharat / sports

Chetan Sharma: বাতিল ঘোড়াতেই আস্থা বোর্ডের, নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান চেতন - Chetan Sharma Chairman of the Selection Committee

বিসিসিআই নির্বাচক কমিটির প্রধান নির্বাচিত হলেন চেতন শর্মা (BCCI appoint Chetan Sharma as the new Chairman of the Selection Committee) । সুলক্ষনা নায়েক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপেকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি (The Cricket Advisory Committee) সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি গঠন করেছেন ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 7, 2023, 4:56 PM IST

Updated : Jan 7, 2023, 7:37 PM IST

মুম্বই, 7 জানুয়ারি: বিসিসিআই নির্বাচক কমিটির প্রধান নির্বাচিত হলেন চেতন শর্মা (BCCI appoint Chetan Sharma as the new Chairman of the Selection Committee)। সুলক্ষণা নায়েক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপেকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি (The Cricket Advisory Committee) সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি গঠন করেছেন ।

জাতীয় নির্বাচন কমিটি: চেতন শর্মা, শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা, শ্রীধরন শরৎ

টি-20 বিশ্বকাপের পর নির্বাচক কমিটিকে ছেঁটে ফেলা হয় । তারপর বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আবেদনের জন্য । ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে যে, প্রায় 600 জন নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছিলেন । তাঁদের মধ্যে থেকেই 5 জনকে বেছে নেওয়া হয়েছে । চেতন শর্মাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে । তাঁর সঙ্গেই রয়েছেন আরও 4 জন। শিবসুন্দর দাস মধ্যাঞ্চলের প্রতিনিধিত্ব করবেন । শ্রীধরন শরৎ দক্ষিণাঞ্চলের প্রতিনিধি, সলিল আঙ্কোলা থাকবেন পশ্চিমাঞ্চল থেকে । পূর্বাঞ্চলের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় । আপাতত এশিয়া কাপকে পাখির চোখ করেই দল সাজাবেন এই পাঁচজন ।

  • NEWS 🚨- BCCI announces All-India Senior Men Selection Committee appointments.

    Mr Chetan Sharma recommended for the role of Chairman of the senior men’s selection committee.

    More details 👇👇https://t.co/K5EUPk454Y

    — BCCI (@BCCI) January 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিশ্বকাপে ব্যর্থ রোহিত-কোহলিরা, নির্বাচক কমিটিই বাতিল করল বিসিসিআই

টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পরেই টালমাটাল টিম ইন্ডিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি। বিশ্বকাপ থেকে দল ছিটকে যাওয়ায় কোপ পড়েছিল নির্বাচক কমিটির উপর । বিশ্বকাপের ব্যর্থতায় চেতন শর্মাদের বরখাস্ত করে দিয়েছিল বিসিসিআই (BCCI sacked entire National Selection Committee) । শেষ কবে গোটা নির্বাচক কমিটি বাতিল করে দেওয়া হয়েছিল তা কেউই মনে করতে পারছেন না । ঠিক যেভাবে কারও মাথায় আসছে না, কোন যাদুবলে বরখাস্ত কর্মীকেই ফের নির্বাচক কমিটির দায়ভার দিল বোর্ড ।

মুম্বই, 7 জানুয়ারি: বিসিসিআই নির্বাচক কমিটির প্রধান নির্বাচিত হলেন চেতন শর্মা (BCCI appoint Chetan Sharma as the new Chairman of the Selection Committee)। সুলক্ষণা নায়েক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপেকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি (The Cricket Advisory Committee) সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি গঠন করেছেন ।

জাতীয় নির্বাচন কমিটি: চেতন শর্মা, শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা, শ্রীধরন শরৎ

টি-20 বিশ্বকাপের পর নির্বাচক কমিটিকে ছেঁটে ফেলা হয় । তারপর বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আবেদনের জন্য । ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে যে, প্রায় 600 জন নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছিলেন । তাঁদের মধ্যে থেকেই 5 জনকে বেছে নেওয়া হয়েছে । চেতন শর্মাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে । তাঁর সঙ্গেই রয়েছেন আরও 4 জন। শিবসুন্দর দাস মধ্যাঞ্চলের প্রতিনিধিত্ব করবেন । শ্রীধরন শরৎ দক্ষিণাঞ্চলের প্রতিনিধি, সলিল আঙ্কোলা থাকবেন পশ্চিমাঞ্চল থেকে । পূর্বাঞ্চলের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় । আপাতত এশিয়া কাপকে পাখির চোখ করেই দল সাজাবেন এই পাঁচজন ।

  • NEWS 🚨- BCCI announces All-India Senior Men Selection Committee appointments.

    Mr Chetan Sharma recommended for the role of Chairman of the senior men’s selection committee.

    More details 👇👇https://t.co/K5EUPk454Y

    — BCCI (@BCCI) January 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিশ্বকাপে ব্যর্থ রোহিত-কোহলিরা, নির্বাচক কমিটিই বাতিল করল বিসিসিআই

টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পরেই টালমাটাল টিম ইন্ডিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি। বিশ্বকাপ থেকে দল ছিটকে যাওয়ায় কোপ পড়েছিল নির্বাচক কমিটির উপর । বিশ্বকাপের ব্যর্থতায় চেতন শর্মাদের বরখাস্ত করে দিয়েছিল বিসিসিআই (BCCI sacked entire National Selection Committee) । শেষ কবে গোটা নির্বাচক কমিটি বাতিল করে দেওয়া হয়েছিল তা কেউই মনে করতে পারছেন না । ঠিক যেভাবে কারও মাথায় আসছে না, কোন যাদুবলে বরখাস্ত কর্মীকেই ফের নির্বাচক কমিটির দায়ভার দিল বোর্ড ।

Last Updated : Jan 7, 2023, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.