ETV Bharat / sports

ICC CWC 2023: বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে লালবাজারে যেতে পারে আইসিসি’র প্রতিনিধি দল

ICC Representatives May go to Lalbazar for Security Discussion: বিশ্বকাপ 2023 ইডেন গার্ডেন্স 5টি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করছে ৷ তার নিরাপত্তা ব্যবস্থা যাতে পাকাপাকি হয়, তা নিশ্চিত করতে আগামিকাল কলকাতায় আসছে বিসিসিআই ও আইসিসি’র প্রতিনিধি দল ৷ তারা লালবাজারেও যেতে পারে মাঠ ও হোটেলের নিরাপত্তা নিয়ে আলোচনা করার জন্য ৷

ICC CWC 2023 ETV BHARAT
ICC CWC 2023
author img

By

Published : Aug 4, 2023, 7:34 PM IST

কলকাতা, 4 অগস্ট: বিশ্বকাপের আয়োজনে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকছে ? এ নিয়ে লালবাজারের আধিকারিকের সঙ্গে বৈঠক করতে পারেন আইসিসি ও বিসিসিআই-এর আধিকারিকরা ৷ আগামিকাল বিসিসিআইয়ের জয়েন্ট সেক্রেটারি দেবজিত সাইকিয়ার নেতৃত্বে 20 জনের প্রতিনিধি দল কলকাতায় আসছে ৷ তাঁরা লালবাজারে গিয়ে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যে, সিএবি প্রেসিডেন্ট এবং যুগ্ম-সচিব পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেখানে উৎসবের মরশুমে কলকাতায় বিশ্বকাপের আসরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সবরকম আশ্বাস দিয়েছে লালবাজার ৷

বিশ্বকাপ 2023 লিগ-সহ মোট পাঁচটি ম্যাচ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স ৷ সেখানে 28 অক্টোবর ইডেনে প্রথম ম্যাচ হবে ৷ তার পর দ্বিতীয় ম্যাচ 31 অক্টোবর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ দীপাবলির দিন পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ রয়েছে ৷ 5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং 12 নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ ৷ আর 16 নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ৷ আর ভারত এবং পাকিস্তান কোয়ালিফাই করলে দ্বিতীয় সেমিফাইনালে ইডেনে খেলতে পারে ৷ সেক্ষেত্রে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে ৷ তাই সিএবি তো দূর, বিসিসিআই ও আইসিসি কোনও ফাঁক রাখতে চাইবে না ৷

ইতিমধ্যে বিশ্বকাপ উপলক্ষ্যে ইডেনকে নতুনভাবে সাজানো হচ্ছে ৷ 15 সেপ্টেম্বরের মধ্যে ইডেনের যাবতীয় সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৷ সেই লক্ষ্যমাত্রা পূরণে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমরা বোর্ড এবং আইসিসির প্রতিনিধিদের সামনে ইডেনের প্রস্তুতি এবং আয়োজনের রূপরেখা মেলে ধরতে তৈরি ৷ সেভাবেই আমরা সব পরিকল্পনা সাজিয়েছি ৷ পরিকাঠামোগত সংস্কার সম্পূর্ণ করতে আমরা চেষ্টার কোনও খামতি রাখছি না ৷ আগামী একমাসের মধ্যে ইডেনের নতুন রূপ সামনে আসবে ৷’’

আরও পড়ুন: ভারতের দুই তরুণ প্রতিভায় মুগ্ধ ক্যারিবিয়ান প্রিন্স

পাকিস্তান এবার ইডেনে লিগ পর্যায়ে 2টি ম্যাচ খেলবে, এটা নিশ্চিত ৷ বিশেষত, দীপাবলির দিন শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে ৷ সেখানে ইডেনের নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করতে হবে ৷ ওইদিন পাকিস্তান বনাম বাংলাদেশের খেলা হবে ৷ ভারতের দুই প্রতিবেশী দেশের বহু সমর্থক সেদিন ইডেনে ভিড় করবে ৷ আর এই ম্যাচগুলি নিয়ে স্নেহাশিস জানালেন, বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা ইডেনে নতুন নয় ৷ শুধু পাকিস্তান ম্যাচই নয় ৷ বিশ্বকাপের যে কোনও ম্যাচই সমান গুরুত্বপূর্ণ সিএবি-র কাছে ৷

কলকাতা, 4 অগস্ট: বিশ্বকাপের আয়োজনে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকছে ? এ নিয়ে লালবাজারের আধিকারিকের সঙ্গে বৈঠক করতে পারেন আইসিসি ও বিসিসিআই-এর আধিকারিকরা ৷ আগামিকাল বিসিসিআইয়ের জয়েন্ট সেক্রেটারি দেবজিত সাইকিয়ার নেতৃত্বে 20 জনের প্রতিনিধি দল কলকাতায় আসছে ৷ তাঁরা লালবাজারে গিয়ে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যে, সিএবি প্রেসিডেন্ট এবং যুগ্ম-সচিব পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেখানে উৎসবের মরশুমে কলকাতায় বিশ্বকাপের আসরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সবরকম আশ্বাস দিয়েছে লালবাজার ৷

বিশ্বকাপ 2023 লিগ-সহ মোট পাঁচটি ম্যাচ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স ৷ সেখানে 28 অক্টোবর ইডেনে প্রথম ম্যাচ হবে ৷ তার পর দ্বিতীয় ম্যাচ 31 অক্টোবর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ দীপাবলির দিন পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ রয়েছে ৷ 5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং 12 নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ ৷ আর 16 নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ৷ আর ভারত এবং পাকিস্তান কোয়ালিফাই করলে দ্বিতীয় সেমিফাইনালে ইডেনে খেলতে পারে ৷ সেক্ষেত্রে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে ৷ তাই সিএবি তো দূর, বিসিসিআই ও আইসিসি কোনও ফাঁক রাখতে চাইবে না ৷

ইতিমধ্যে বিশ্বকাপ উপলক্ষ্যে ইডেনকে নতুনভাবে সাজানো হচ্ছে ৷ 15 সেপ্টেম্বরের মধ্যে ইডেনের যাবতীয় সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৷ সেই লক্ষ্যমাত্রা পূরণে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমরা বোর্ড এবং আইসিসির প্রতিনিধিদের সামনে ইডেনের প্রস্তুতি এবং আয়োজনের রূপরেখা মেলে ধরতে তৈরি ৷ সেভাবেই আমরা সব পরিকল্পনা সাজিয়েছি ৷ পরিকাঠামোগত সংস্কার সম্পূর্ণ করতে আমরা চেষ্টার কোনও খামতি রাখছি না ৷ আগামী একমাসের মধ্যে ইডেনের নতুন রূপ সামনে আসবে ৷’’

আরও পড়ুন: ভারতের দুই তরুণ প্রতিভায় মুগ্ধ ক্যারিবিয়ান প্রিন্স

পাকিস্তান এবার ইডেনে লিগ পর্যায়ে 2টি ম্যাচ খেলবে, এটা নিশ্চিত ৷ বিশেষত, দীপাবলির দিন শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে ৷ সেখানে ইডেনের নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করতে হবে ৷ ওইদিন পাকিস্তান বনাম বাংলাদেশের খেলা হবে ৷ ভারতের দুই প্রতিবেশী দেশের বহু সমর্থক সেদিন ইডেনে ভিড় করবে ৷ আর এই ম্যাচগুলি নিয়ে স্নেহাশিস জানালেন, বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা ইডেনে নতুন নয় ৷ শুধু পাকিস্তান ম্যাচই নয় ৷ বিশ্বকাপের যে কোনও ম্যাচই সমান গুরুত্বপূর্ণ সিএবি-র কাছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.