ETV Bharat / sports

BCCI AGM 2022: সৌরভের ভবিষ্যৎ কী ? কামব্যাক শ্রীনি-শুক্লার ? পাখির চোখ বিসিসিআই এজিএম - রাজীব শুক্লা

সুপ্রিম কোর্ট বিসিসিআই-এর সংশোধিত সংবিধানের কয়েকটি ধারা তুলে দেওয়ার পর নতুন করে রাজনীতির গন্ধ ভারতীয় ক্রিকেট প্রশাসনের অলিন্দে ৷ আর সেই সঙ্গে প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে ঠান্ডা ঘরে চলে যাওয়া পুরনো কিছু মুখের ৷ লিখছেন, ইটিভি ভারতের সঞ্জীব গুহ ৷

bcci-agm-likely-to-be-a-hot-affair-with-srinivasan-and-rajeev-shukla-come-back
bcci-agm-likely-to-be-a-hot-affair-with-srinivasan-and-rajeev-shukla-come-back
author img

By

Published : Sep 21, 2022, 8:01 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিয়ে যখনই কথা হবে, সমান্তরালভাবে উঠে আসবে জাতীয় রাজনীতির হুজ-হুদের নাম ৷ হঠাৎ এ কথা কেন ? কারণ, আগামী মাসটা হল অক্টোবর ৷ আর প্রতি 3 বছর অন্তর এই অক্টোবরেই বিসিসিআই এর প্রশাসনে নিজেদের ভাগ্য পরীক্ষা করেন রাজনীতিক, শিল্পপতি, প্রশাসনিক কর্তা-সহ অনেকই ৷ আর 2022 সালে অক্টোবর তেমনি একটি মাস ৷ যেখানে ফের একবার বিসিসিআই এর প্রশাসনে রদবদলের হাওয়া উঠেছে ৷ বিসিসিআই এর সংশোধিত একাধিক ধারা সুপ্রিম কোর্ট তুলে নেওয়ার পরেই বার্ষিক সাধারণ সভা করতে চলেছে বিসিসিআই ৷ যা হতে চলেছে আগামী 18 অক্টোবর ৷ যা আগামী একমাসে ভারতের সবচেয়ে আলোচ্য বিষয়ের একটি হতে চলেছে (BCCI AGM Likely to be A Hot Affair) ৷

কেন এ কথা বলা ! বিসিসিআই এর অন্দরের খবর, ভারতীয় ক্রিকেট প্রশাসনের পুরনো কয়েকটি ঘোড়া ফের অবসর ভেঙে ময়দানে নামার প্রস্তুতি শুরু করেছেন ৷ এরা ভারতীয় ক্রিকেটের সেই সব ঘোড়া, একটা সময় যাঁদের জাস্টিস আরএম লোধা কমিটির সুপারিশ লাগু করে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, গত দু’সপ্তাহের মধ্যে সমস্ত অংক এবং পরিসংখ্যানকে ওলট-পালট করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ ৷ আর তার জেরে আবারও বিসিসিআই এর প্রশাসনের প্রবেশদ্বারে একাধিক মাথায় ভিড় জমতে শুরু করেছে ৷

এখনও পর্যন্ত বিসিসিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জয় শাহ (Jay Shah) তাঁর সচিব পদে বহাল থাকবেন ৷ তবে, বোর্ড সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) থেকে যাওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে বলে শোনা যাচ্ছে ৷ অন্যদিকে, লোধা কমিটির সুপারিশ অনুযায়ী লাগু হওয়া 70 বছরের বয়স সীমার বিষয়টি নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না ৷ ফলে বোর্ডে এন শ্রীনিবাসন (N Srinivasan) আবার ঢুকবেন কি ঢুকবেন না, পুরোটাই দাঁড়িপাল্লার মাঝামাঝি জায়গায় ঝুলে রয়েছে ৷ তেমনটা না হলে, শ্রীনিবাসনকে আইসিসি চেয়ারম্যান হিসাবে বিসিসিআই এর তরফে মনোনীত করা হতে পারে ৷

আরও পড়ুন: শাহি সাক্ষাৎ! ইতিবাচক আলোচনা মত মিতালী রাজের

কপাল জোরে ফের বিসিসিআই-তে ফিরছেন রাজীব শুক্লা (Rajeev Shukla) ৷ শোনা যাচ্ছে, কংগ্রেসের একমাত্র মুখ হয়ে তিনি ফের আইপিএল চেয়ারম্যান পদে ফিরছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই এর মধ্যেকার এক সূত্র ইটিভি ভারতকে জানিয়েছেন, ‘‘রাজীব শুক্লা এমন একজন ব্যক্তি, যিনি বোর্ডের সবপক্ষের সমর্থন পাবেন ৷ আর সেটা তিনি শুরুর দিন থেকে সকৌশলে করে আসছেন ৷’’

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দশকের পর দশক ধরে বিসিসিআই-তে রাজনৈতিক প্রভাব খুব বেশি করে রয়েছে ৷ যে রাজনৈতিক প্রভাবকে একেবারে সরিয়ে দিতে চেয়েছিল সুপ্রিম কোর্ট এবং তাঁর তৈরি করা লোধা কমিটির সুপারিশগুলি ৷ কিন্তু, বাস্তব সত্য হল, খাতায় কলমে না থেকেও, অদৃশ্য থেকে রাজনীতির সেই হুজ হুরাই ভারতীয় ক্রিকেট প্রশাসনকে নিয়ন্ত্রণ করে গিয়েছেন ৷ যা আগে করেছেন, শরদ পাওয়ার এবং প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ বিশেষ করে কেন্দ্রে যে দল ক্ষমতায় থেকেছে, তারাই ঠিক করে দিয়েছে, কে বা কারা বোর্ডের প্রশাসন চালাবেন ৷

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি পদে বসতে চলেছেন স্নেহাশিস

2014 সালে কেন্দ্রে বদলের সঙ্গে বিসিসিআইয়ে সেই ধারাটা বজায় থেকেছে ৷ ধীরে ধীরে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিসিসিআই এর অলিন্দে নিজেদের আধিপত্য বিস্তার করেছে ৷ কিন্তু, কখনই একটি মাত্র রাজনৈতিক দলের মাধ্যমে বোর্ড নিয়ন্ত্রিত হয়নি ৷ সংসদে শাসক-বিরোধী দর কষাকষি হলেও, ভারতীয় ক্রিকেট প্রশাসনে এসে সব মত এক জায়গায় মিলিত হতে দেখা গিয়েছে ৷ বলা ভালো ক্রিকেট প্রশাসনে তাঁদের গলাগলায় বন্ধুত্ব দেখেছে ভারতীয় ক্রিকেটমহল ৷

আর সেই এক পরিস্থিতি আবারও তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট প্রশাসনে ৷ বিসিসিআই এর বিশ্বস্ত একটি সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, ‘‘2016 সালে লোধা কমিশনের সুপারিশ লাগু হওয়ার আগের পরিস্থিতি আবারও ফিরে এসেছে ৷ অর্থাৎ, ভারতীয় ক্রিকেট বোর্ডে রাজনীতি পুরোদমে ফিরে এসেছে ৷’’

আরও পড়ুন: অক্টোবরের মাঝামাঝি সিএবি’র এজিএম! আপাতত কুলিং অফে অভিষেক

হাতে আর একমাসেরও কম সময় রয়েছে, তার পরেই টানাটান উত্তেজনায় ভরা বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভা আয়োজিত হবে ৷ যেখানে কয়েকটি নাম ঘোরা ফেরা করছে, যাঁরা পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করবেন ৷ বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁদের মধ্যে একজন ৷ তবে, যাই বলা হোক না কেন, 18 অক্টোবর আসতে আসতে আরও অনেক উলট-ফের হতে পারে ৷ যেখানে নতুন কোনও পরিসংখ্যান বা রসায়ন তৈরি হতে দেখা যাবে ৷

কলকাতা, 21 সেপ্টেম্বর: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিয়ে যখনই কথা হবে, সমান্তরালভাবে উঠে আসবে জাতীয় রাজনীতির হুজ-হুদের নাম ৷ হঠাৎ এ কথা কেন ? কারণ, আগামী মাসটা হল অক্টোবর ৷ আর প্রতি 3 বছর অন্তর এই অক্টোবরেই বিসিসিআই এর প্রশাসনে নিজেদের ভাগ্য পরীক্ষা করেন রাজনীতিক, শিল্পপতি, প্রশাসনিক কর্তা-সহ অনেকই ৷ আর 2022 সালে অক্টোবর তেমনি একটি মাস ৷ যেখানে ফের একবার বিসিসিআই এর প্রশাসনে রদবদলের হাওয়া উঠেছে ৷ বিসিসিআই এর সংশোধিত একাধিক ধারা সুপ্রিম কোর্ট তুলে নেওয়ার পরেই বার্ষিক সাধারণ সভা করতে চলেছে বিসিসিআই ৷ যা হতে চলেছে আগামী 18 অক্টোবর ৷ যা আগামী একমাসে ভারতের সবচেয়ে আলোচ্য বিষয়ের একটি হতে চলেছে (BCCI AGM Likely to be A Hot Affair) ৷

কেন এ কথা বলা ! বিসিসিআই এর অন্দরের খবর, ভারতীয় ক্রিকেট প্রশাসনের পুরনো কয়েকটি ঘোড়া ফের অবসর ভেঙে ময়দানে নামার প্রস্তুতি শুরু করেছেন ৷ এরা ভারতীয় ক্রিকেটের সেই সব ঘোড়া, একটা সময় যাঁদের জাস্টিস আরএম লোধা কমিটির সুপারিশ লাগু করে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, গত দু’সপ্তাহের মধ্যে সমস্ত অংক এবং পরিসংখ্যানকে ওলট-পালট করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ ৷ আর তার জেরে আবারও বিসিসিআই এর প্রশাসনের প্রবেশদ্বারে একাধিক মাথায় ভিড় জমতে শুরু করেছে ৷

এখনও পর্যন্ত বিসিসিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জয় শাহ (Jay Shah) তাঁর সচিব পদে বহাল থাকবেন ৷ তবে, বোর্ড সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) থেকে যাওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে বলে শোনা যাচ্ছে ৷ অন্যদিকে, লোধা কমিটির সুপারিশ অনুযায়ী লাগু হওয়া 70 বছরের বয়স সীমার বিষয়টি নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না ৷ ফলে বোর্ডে এন শ্রীনিবাসন (N Srinivasan) আবার ঢুকবেন কি ঢুকবেন না, পুরোটাই দাঁড়িপাল্লার মাঝামাঝি জায়গায় ঝুলে রয়েছে ৷ তেমনটা না হলে, শ্রীনিবাসনকে আইসিসি চেয়ারম্যান হিসাবে বিসিসিআই এর তরফে মনোনীত করা হতে পারে ৷

আরও পড়ুন: শাহি সাক্ষাৎ! ইতিবাচক আলোচনা মত মিতালী রাজের

কপাল জোরে ফের বিসিসিআই-তে ফিরছেন রাজীব শুক্লা (Rajeev Shukla) ৷ শোনা যাচ্ছে, কংগ্রেসের একমাত্র মুখ হয়ে তিনি ফের আইপিএল চেয়ারম্যান পদে ফিরছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই এর মধ্যেকার এক সূত্র ইটিভি ভারতকে জানিয়েছেন, ‘‘রাজীব শুক্লা এমন একজন ব্যক্তি, যিনি বোর্ডের সবপক্ষের সমর্থন পাবেন ৷ আর সেটা তিনি শুরুর দিন থেকে সকৌশলে করে আসছেন ৷’’

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দশকের পর দশক ধরে বিসিসিআই-তে রাজনৈতিক প্রভাব খুব বেশি করে রয়েছে ৷ যে রাজনৈতিক প্রভাবকে একেবারে সরিয়ে দিতে চেয়েছিল সুপ্রিম কোর্ট এবং তাঁর তৈরি করা লোধা কমিটির সুপারিশগুলি ৷ কিন্তু, বাস্তব সত্য হল, খাতায় কলমে না থেকেও, অদৃশ্য থেকে রাজনীতির সেই হুজ হুরাই ভারতীয় ক্রিকেট প্রশাসনকে নিয়ন্ত্রণ করে গিয়েছেন ৷ যা আগে করেছেন, শরদ পাওয়ার এবং প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ বিশেষ করে কেন্দ্রে যে দল ক্ষমতায় থেকেছে, তারাই ঠিক করে দিয়েছে, কে বা কারা বোর্ডের প্রশাসন চালাবেন ৷

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি পদে বসতে চলেছেন স্নেহাশিস

2014 সালে কেন্দ্রে বদলের সঙ্গে বিসিসিআইয়ে সেই ধারাটা বজায় থেকেছে ৷ ধীরে ধীরে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিসিসিআই এর অলিন্দে নিজেদের আধিপত্য বিস্তার করেছে ৷ কিন্তু, কখনই একটি মাত্র রাজনৈতিক দলের মাধ্যমে বোর্ড নিয়ন্ত্রিত হয়নি ৷ সংসদে শাসক-বিরোধী দর কষাকষি হলেও, ভারতীয় ক্রিকেট প্রশাসনে এসে সব মত এক জায়গায় মিলিত হতে দেখা গিয়েছে ৷ বলা ভালো ক্রিকেট প্রশাসনে তাঁদের গলাগলায় বন্ধুত্ব দেখেছে ভারতীয় ক্রিকেটমহল ৷

আর সেই এক পরিস্থিতি আবারও তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট প্রশাসনে ৷ বিসিসিআই এর বিশ্বস্ত একটি সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, ‘‘2016 সালে লোধা কমিশনের সুপারিশ লাগু হওয়ার আগের পরিস্থিতি আবারও ফিরে এসেছে ৷ অর্থাৎ, ভারতীয় ক্রিকেট বোর্ডে রাজনীতি পুরোদমে ফিরে এসেছে ৷’’

আরও পড়ুন: অক্টোবরের মাঝামাঝি সিএবি’র এজিএম! আপাতত কুলিং অফে অভিষেক

হাতে আর একমাসেরও কম সময় রয়েছে, তার পরেই টানাটান উত্তেজনায় ভরা বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভা আয়োজিত হবে ৷ যেখানে কয়েকটি নাম ঘোরা ফেরা করছে, যাঁরা পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করবেন ৷ বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁদের মধ্যে একজন ৷ তবে, যাই বলা হোক না কেন, 18 অক্টোবর আসতে আসতে আরও অনেক উলট-ফের হতে পারে ৷ যেখানে নতুন কোনও পরিসংখ্যান বা রসায়ন তৈরি হতে দেখা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.