ধরমশালা, 10 অক্টোবর: চলতি বিশ্বকাপের দ্বিতীয় ডাবল হেডারের প্রথম ম্যাচ আজ অনুষ্ঠিত হচ্ছে ধরমশালায় ৷ আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে বাংলাদেশ তাদের এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। অন্যদিকে, গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে এবার বিশ্বকাপের শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান ৷
বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো হয়নি ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খারাপভাবে পরাজিত হতে হয় গতবারের চ্যাম্পিয়নদের। একটি লড়াকু রান করতে দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত 40 ওভার শেষের আগেই 9 উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। এই পরাজয়ের পরে রীতিমতো ব্যাকফুটে ইংল্যান্ড ক্রিকেট টিম। চাপ বাড়ছে টিম কম্বিনেশন নিয়েও। যদিও বেন স্টোকসের মতো অলরাউন্ডার না-থাকায় এই আগের ম্যাচে পরাজয় বলেই মনে করছেন ক্রিকেট প্রেমীরা। আর আজও অলরাউন্ডার নেই দলে ৷ তবে দেখার শৈলশহরে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা কি নিজেদের ক্রিকেটীয় দক্ষতার শিখরে পৌঁছতে পারবেন?
-
Two action-packed matches lined up 😍
— ICC (@ICC) October 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Which teams will secure victory today? 👀#ENGvBAN | #PAKvSL | #CWC23 pic.twitter.com/0dXKVWQCkw
">Two action-packed matches lined up 😍
— ICC (@ICC) October 10, 2023
Which teams will secure victory today? 👀#ENGvBAN | #PAKvSL | #CWC23 pic.twitter.com/0dXKVWQCkwTwo action-packed matches lined up 😍
— ICC (@ICC) October 10, 2023
Which teams will secure victory today? 👀#ENGvBAN | #PAKvSL | #CWC23 pic.twitter.com/0dXKVWQCkw
ইংল্যান্ডের একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটকিপার/অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ৷
এর আগে সব মিলিয়ে বিশ্বকাপে চার সাক্ষাতে ইংল্যান্ড এবং বাংলাদেশ, দুই দলই দু'টি করে ম্যাচ জিতেছে। তবে আজ, বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ ইংরেজদের। আর সেই মঞ্চে তাঁদের সামনে এমন এক দেশ, যারা সীমিত ওভারের ক্রিকেটে প্রতিপক্ষ হিসাবে বিপজ্জনক, বাংলাদেশ। যারা প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে এই মাঠেই। তারাও চাইবে দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে ৷
আরও পড়ুন: স্যর হ্যাডলির নজির ছুঁয়ে কিউয়িদের 'ডাচ বধে' নেতৃত্ব দিলেন স্যান্টনার