ETV Bharat / sports

নিউজিল্যান্ডের মাটিতে কিউয়িবাহিনীকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের - NZ vs BAN 1st T20I

NZ vs BAN 1st T20I: কিউয়িদের মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ৷ মেহেদি হাসান এবং সরিফুল ইসলামের দুরন্ত বোলিংয়ে 134 রানে নিউজিল্যান্ডকে বেঁধে ফেলে তারা ৷ অবশেষে 5 উইকেটে জয় তুলে নেন লিটন দাসরা ৷

Bangladesh stun New Zealand by five wickets in first T20I
কিউয়িবাহিনীকে হারিয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 10:58 PM IST

নেপিয়ার, 27 ডিসেম্বর: নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ৷ বোলারদের দুরন্ত পারফরম্যান্সের জেরে নেপিয়ারে 5 উইকেটে জয় তুলে নিল টাইগাররা ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে এটাই ছিল বাংলাদেশের প্রথম টি-20 জয় ৷

বুধবার প্রথম থেকেই বাংলাদেশ রীতিমতো চাপে ফেলে দেয় নিউজিল্যান্ড ৷ টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসান শান্ত ৷ প্রথম থেকেই এদিন ধরাশয়ী হয়ে পড়ে কিউয়ি ব্যাটিং ৷ মাত্র 20 রান তুলতে গিয়েই চারটি খুইয়ে ফেলে তারা ৷ সিরিজের প্রথম ম্যাচেই ব্যাটিংয়ের হাল আরও খারাপ হতে পারত ৷ জিমি নিশামের 48 রানের দৌলতে 134 রানের ভদ্রস্থ স্কোরে পৌঁছয় কিউয়ি বাহিনী ৷

নেপিয়ারে প্রথম থেকেই ফিন অ্যালেন, গ্লেন ফিলিপ্সদের চাপে রেখেছিলেন মেহেদি হাসান এবং সরিফুল ইসলাম ৷ সরিফুল এবং মেহেদিই এদিন শিকার করেন পাঁচ কিউয়ি ব্যাটারকে ৷ দু'টি উইকেট শিকার করেন মুস্তাফিজু রহমানও ৷ 135 রান তাড়া করাটা খুব একটা কঠিন হয়নি বাংলাদেশের জন্য ৷ যদিও শুরুটা তারাও তেমন ভালো করতে পারেননি ৷ ওপেনার রনি তালুকদার ফিরে যান মাত্র 10 রানে ৷ দলের স্কোর তখন মাত্র 13 রান ৷

শান্ত বা সৌম্য সরকারও তেমন ভাবে খেলতে পারেননি ৷ তৌহিদ হৃদয়ও 19 রান করে সঙ্গ ছেড়ে দেন ৷ তবে উইকেট পতন অব্যহত থাকলেও একপ্রান্ত আগলে রাখেন লিটন দাস ৷ 36 বলে 2টি চার এবং একটি ছয়ের সাহায্যে 42 রান তোলেন তিনি ৷ তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই 1-0 ফলাফলে এগিয়ে গিয়েছে বাংলাদেশ ৷ দ্বিতীয় ম্যাচটি রয়েছে আগামী 29 ডিসেম্বর ৷

আরও পড়ুন:

  1. 'বিদেশে ভরসার নাম রাহুল' ! সেঞ্চুরিয়নে ফের সেঞ্চুরিতে দলকে টানলেন কেএল
  2. সামনে শুধু 'পান্টার' ! স্টিভকে টপকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ওয়ার্নার
  3. পাক পেস আক্রমণে নাজেহাল ওয়ার্নার-স্মিথরা, বৃষ্টিবিঘ্নিত মেলবোর্নে অজিদের টানছেন লাবুশেন

নেপিয়ার, 27 ডিসেম্বর: নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ৷ বোলারদের দুরন্ত পারফরম্যান্সের জেরে নেপিয়ারে 5 উইকেটে জয় তুলে নিল টাইগাররা ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে এটাই ছিল বাংলাদেশের প্রথম টি-20 জয় ৷

বুধবার প্রথম থেকেই বাংলাদেশ রীতিমতো চাপে ফেলে দেয় নিউজিল্যান্ড ৷ টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসান শান্ত ৷ প্রথম থেকেই এদিন ধরাশয়ী হয়ে পড়ে কিউয়ি ব্যাটিং ৷ মাত্র 20 রান তুলতে গিয়েই চারটি খুইয়ে ফেলে তারা ৷ সিরিজের প্রথম ম্যাচেই ব্যাটিংয়ের হাল আরও খারাপ হতে পারত ৷ জিমি নিশামের 48 রানের দৌলতে 134 রানের ভদ্রস্থ স্কোরে পৌঁছয় কিউয়ি বাহিনী ৷

নেপিয়ারে প্রথম থেকেই ফিন অ্যালেন, গ্লেন ফিলিপ্সদের চাপে রেখেছিলেন মেহেদি হাসান এবং সরিফুল ইসলাম ৷ সরিফুল এবং মেহেদিই এদিন শিকার করেন পাঁচ কিউয়ি ব্যাটারকে ৷ দু'টি উইকেট শিকার করেন মুস্তাফিজু রহমানও ৷ 135 রান তাড়া করাটা খুব একটা কঠিন হয়নি বাংলাদেশের জন্য ৷ যদিও শুরুটা তারাও তেমন ভালো করতে পারেননি ৷ ওপেনার রনি তালুকদার ফিরে যান মাত্র 10 রানে ৷ দলের স্কোর তখন মাত্র 13 রান ৷

শান্ত বা সৌম্য সরকারও তেমন ভাবে খেলতে পারেননি ৷ তৌহিদ হৃদয়ও 19 রান করে সঙ্গ ছেড়ে দেন ৷ তবে উইকেট পতন অব্যহত থাকলেও একপ্রান্ত আগলে রাখেন লিটন দাস ৷ 36 বলে 2টি চার এবং একটি ছয়ের সাহায্যে 42 রান তোলেন তিনি ৷ তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই 1-0 ফলাফলে এগিয়ে গিয়েছে বাংলাদেশ ৷ দ্বিতীয় ম্যাচটি রয়েছে আগামী 29 ডিসেম্বর ৷

আরও পড়ুন:

  1. 'বিদেশে ভরসার নাম রাহুল' ! সেঞ্চুরিয়নে ফের সেঞ্চুরিতে দলকে টানলেন কেএল
  2. সামনে শুধু 'পান্টার' ! স্টিভকে টপকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ওয়ার্নার
  3. পাক পেস আক্রমণে নাজেহাল ওয়ার্নার-স্মিথরা, বৃষ্টিবিঘ্নিত মেলবোর্নে অজিদের টানছেন লাবুশেন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.