নেপিয়ার, 27 ডিসেম্বর: নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ৷ বোলারদের দুরন্ত পারফরম্যান্সের জেরে নেপিয়ারে 5 উইকেটে জয় তুলে নিল টাইগাররা ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে এটাই ছিল বাংলাদেশের প্রথম টি-20 জয় ৷
বুধবার প্রথম থেকেই বাংলাদেশ রীতিমতো চাপে ফেলে দেয় নিউজিল্যান্ড ৷ টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসান শান্ত ৷ প্রথম থেকেই এদিন ধরাশয়ী হয়ে পড়ে কিউয়ি ব্যাটিং ৷ মাত্র 20 রান তুলতে গিয়েই চারটি খুইয়ে ফেলে তারা ৷ সিরিজের প্রথম ম্যাচেই ব্যাটিংয়ের হাল আরও খারাপ হতে পারত ৷ জিমি নিশামের 48 রানের দৌলতে 134 রানের ভদ্রস্থ স্কোরে পৌঁছয় কিউয়ি বাহিনী ৷
নেপিয়ারে প্রথম থেকেই ফিন অ্যালেন, গ্লেন ফিলিপ্সদের চাপে রেখেছিলেন মেহেদি হাসান এবং সরিফুল ইসলাম ৷ সরিফুল এবং মেহেদিই এদিন শিকার করেন পাঁচ কিউয়ি ব্যাটারকে ৷ দু'টি উইকেট শিকার করেন মুস্তাফিজু রহমানও ৷ 135 রান তাড়া করাটা খুব একটা কঠিন হয়নি বাংলাদেশের জন্য ৷ যদিও শুরুটা তারাও তেমন ভালো করতে পারেননি ৷ ওপেনার রনি তালুকদার ফিরে যান মাত্র 10 রানে ৷ দলের স্কোর তখন মাত্র 13 রান ৷
শান্ত বা সৌম্য সরকারও তেমন ভাবে খেলতে পারেননি ৷ তৌহিদ হৃদয়ও 19 রান করে সঙ্গ ছেড়ে দেন ৷ তবে উইকেট পতন অব্যহত থাকলেও একপ্রান্ত আগলে রাখেন লিটন দাস ৷ 36 বলে 2টি চার এবং একটি ছয়ের সাহায্যে 42 রান তোলেন তিনি ৷ তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই 1-0 ফলাফলে এগিয়ে গিয়েছে বাংলাদেশ ৷ দ্বিতীয় ম্যাচটি রয়েছে আগামী 29 ডিসেম্বর ৷
আরও পড়ুন: