ETV Bharat / sports

BAN vs AFG 1st Test: টেস্টে ক্রিকেটে সবচেয়ে বড় জয় বাংলাদেশের, 546 রানে হারাল আফগানিস্তাকে

ঘরের মাঠে একমাত্র টেস্টে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ ৷ শুধু হারালই না, টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বাধিক ব্যবধানে ম্যাচ জিতলেন লিটন দাসরা ৷ ম্যাচের সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত ৷

BAN vs AFG 1st Test ETV BHARAT
BAN vs AFG 1st Test
author img

By

Published : Jun 17, 2023, 7:37 PM IST

মীরপুর, 17 জুন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বাধিক ব্যবধানে জয় ৷ 546 রানে আফগানিস্তানকে হারিয়ে রেকর্ড করল বাংলাদেশ ৷ আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্ট জিতে কার্যত ইতিহাসে নাম তুলে নিল বেঙ্গল টাইগার্স ৷ ম্যাচের চতুর্থদিনে বাংলাদেশে মিডিয়াম পেসার তাসকিন আহমেদ তাঁর কেরিয়ারের সেরা 37 রানে 4 উইকেট নেন ৷ 662 রান তাড়া করতে নেমে চতুর্থদিন দ্বিতীয়দিন মাত্র 115 রানে গুটিয়ে যায় আফগানিস্তান ৷

এর আগে বাংলাদেশ জিম্বাবোয়ের বিরুদ্ধে 226 রানে সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট ম্যাচ জিতেছিল ৷ বাংলাদেশের এই 546 রানের জয় টেস্টের ইতিহাসে তৃতীয় সবচেয়ে বড় ব্যবধান ৷ এর আগে 1928 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 675 রানের বিশাল ব্যবধানে টেস্ট ম্যাচ জিতেছিল ইংল্যান্ড ৷ আর 1934 সালে ওভালে ইংল্যান্ডকে 562 রানে হারিয়েছিল অজিরা ৷ তবে, আজকের এই ম্যাচে বাংলাদেশ পেসাররা দাপট দেখিয়েছেন ৷ সাধারণত মীরপুরের মাঠে জঘন্য টার্নিং পিচ তৈরি করে বাংলাদেশ ৷ কিন্তু, আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্টে পেস সহায়ক পিচ তৈরি করে বাংলাদেশ ৷

আরও পড়ুন: 'দল বাছাই ও পরিস্থিতি বুঝতে ব্যর্থ', টেস্ট চ্যাম্পিয়নশিপে হার নিয়ে প্রতিক্রিয়া রজার বিনির

বাংলাদেশের এই জয়ে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেইন শান্ত (146 ও 124) ৷ বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ওপেনার মহমাদুল হাসান 76 রান করেন ৷ মুশফিকুর রহিম 47 এবং মেহেদি হাসান মিরাজ 48 রান করেছিলেন ৷ দ্বিতীয় ইনিংসে শান্তর পাশাপাশি মোমিনুল হক 121 রান করেছেন ৷ ওপেনার জাকির হাসান 71 রান এবং অধিনায়ক লিটন দাস 66 রান করেন ৷ বাংলাদেশ বোলারদের মধ্যে প্রথম ইনিংসে 4 উইকেট নেন মিডিয়াম পেসার ইবাদত হোসেন ৷ 2টি করে উইকেট পান শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ ৷ শরিফুল ইসলাম দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট নিয়েছেন ৷ ম্যাচের সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত ৷

মীরপুর, 17 জুন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বাধিক ব্যবধানে জয় ৷ 546 রানে আফগানিস্তানকে হারিয়ে রেকর্ড করল বাংলাদেশ ৷ আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্ট জিতে কার্যত ইতিহাসে নাম তুলে নিল বেঙ্গল টাইগার্স ৷ ম্যাচের চতুর্থদিনে বাংলাদেশে মিডিয়াম পেসার তাসকিন আহমেদ তাঁর কেরিয়ারের সেরা 37 রানে 4 উইকেট নেন ৷ 662 রান তাড়া করতে নেমে চতুর্থদিন দ্বিতীয়দিন মাত্র 115 রানে গুটিয়ে যায় আফগানিস্তান ৷

এর আগে বাংলাদেশ জিম্বাবোয়ের বিরুদ্ধে 226 রানে সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট ম্যাচ জিতেছিল ৷ বাংলাদেশের এই 546 রানের জয় টেস্টের ইতিহাসে তৃতীয় সবচেয়ে বড় ব্যবধান ৷ এর আগে 1928 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 675 রানের বিশাল ব্যবধানে টেস্ট ম্যাচ জিতেছিল ইংল্যান্ড ৷ আর 1934 সালে ওভালে ইংল্যান্ডকে 562 রানে হারিয়েছিল অজিরা ৷ তবে, আজকের এই ম্যাচে বাংলাদেশ পেসাররা দাপট দেখিয়েছেন ৷ সাধারণত মীরপুরের মাঠে জঘন্য টার্নিং পিচ তৈরি করে বাংলাদেশ ৷ কিন্তু, আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্টে পেস সহায়ক পিচ তৈরি করে বাংলাদেশ ৷

আরও পড়ুন: 'দল বাছাই ও পরিস্থিতি বুঝতে ব্যর্থ', টেস্ট চ্যাম্পিয়নশিপে হার নিয়ে প্রতিক্রিয়া রজার বিনির

বাংলাদেশের এই জয়ে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেইন শান্ত (146 ও 124) ৷ বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ওপেনার মহমাদুল হাসান 76 রান করেন ৷ মুশফিকুর রহিম 47 এবং মেহেদি হাসান মিরাজ 48 রান করেছিলেন ৷ দ্বিতীয় ইনিংসে শান্তর পাশাপাশি মোমিনুল হক 121 রান করেছেন ৷ ওপেনার জাকির হাসান 71 রান এবং অধিনায়ক লিটন দাস 66 রান করেন ৷ বাংলাদেশ বোলারদের মধ্যে প্রথম ইনিংসে 4 উইকেট নেন মিডিয়াম পেসার ইবাদত হোসেন ৷ 2টি করে উইকেট পান শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ ৷ শরিফুল ইসলাম দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট নিয়েছেন ৷ ম্যাচের সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.