ETV Bharat / sports

হাঁটি হাঁটি পা পা, হার্দিকের ছেলের দু'পা - হাঁটতে শিখছে হার্দিকের ছেলে

প্রথম পাশ ফেরা, হামাগুড়ি দেওয়া থেকে টলমল পায়ে প্রথম হাঁটতে শেখা ৷ শিশুর প্রতিটি অভিব্যক্তি বাবা-মায়ের কাছে খুব মূল্যবান ৷

baby-pandya
baby-pandya
author img

By

Published : May 16, 2021, 4:40 PM IST

মুম্বই, 16 মে : মাস দুয়েক পর একবছরে পা দেবে হার্দিক পাণ্ডিয়ার ছেলে অগস্ত্য ৷ প্রথম জন্মদিনের আগে টলমল পায়ে দু‘পা হাঁটল ছোট্ট অগস্ত্য ৷ যা দেখে বাবা হার্দিক ও মা নাতাশা হেসে লুটোপুটি খেলেন ৷

প্রথম পাশ ফেরা, হামাগুড়ি দেওয়া থেকে টলমল পায়ে প্রথম হাঁটতে শেখা ৷ শিশুর প্রতিটি অভিব্যক্তি বাবা-মায়ের কাছে খুব মূল্যবান ৷ জাতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ও তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচও তার বাইরে নন ৷ ছেলের হামাগুড়ি দেওয়া, পুলে সাঁতার কাটা থেকে অগস্ত্যর প্রতিটি মুহূর্তকে ক্যামেরায় বন্দি রাখেন সেলিব্রিটি দম্পতি ৷ 10 মাসের ছেলে অগস্ত্য যেদিন প্রথম হাঁটার চেষ্টা করল সেই মুহূর্তটাও ধরে রাখলেন হার্দিক নাতাশা ৷ মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷

আরও পড়ুন : করোনা যুদ্ধে এবার দাদা, দান করলেন 50টি অক্সিজেন কনসেটট্রেটর

ভিডিয়োয় দেখা যাচ্ছে মাটিতে বসে রয়েছেন হার্দিক ও নাতাশা ৷ বাবার কোল থেকে নেমে হেঁটে মায়ের দিকে যাওয়ার চেষ্টা করছে অগস্ত্য ৷ টলমল পায়ে দু পা এগোতেই অবশ্য ছেলে ধরে ফেলেন নাতাশা ৷ হাততালি দিয়ে ওঠেন হার্দিক ৷ হার্দিকের ছেলের হাঁটা শেখার সেই ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷

মুম্বই, 16 মে : মাস দুয়েক পর একবছরে পা দেবে হার্দিক পাণ্ডিয়ার ছেলে অগস্ত্য ৷ প্রথম জন্মদিনের আগে টলমল পায়ে দু‘পা হাঁটল ছোট্ট অগস্ত্য ৷ যা দেখে বাবা হার্দিক ও মা নাতাশা হেসে লুটোপুটি খেলেন ৷

প্রথম পাশ ফেরা, হামাগুড়ি দেওয়া থেকে টলমল পায়ে প্রথম হাঁটতে শেখা ৷ শিশুর প্রতিটি অভিব্যক্তি বাবা-মায়ের কাছে খুব মূল্যবান ৷ জাতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ও তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচও তার বাইরে নন ৷ ছেলের হামাগুড়ি দেওয়া, পুলে সাঁতার কাটা থেকে অগস্ত্যর প্রতিটি মুহূর্তকে ক্যামেরায় বন্দি রাখেন সেলিব্রিটি দম্পতি ৷ 10 মাসের ছেলে অগস্ত্য যেদিন প্রথম হাঁটার চেষ্টা করল সেই মুহূর্তটাও ধরে রাখলেন হার্দিক নাতাশা ৷ মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷

আরও পড়ুন : করোনা যুদ্ধে এবার দাদা, দান করলেন 50টি অক্সিজেন কনসেটট্রেটর

ভিডিয়োয় দেখা যাচ্ছে মাটিতে বসে রয়েছেন হার্দিক ও নাতাশা ৷ বাবার কোল থেকে নেমে হেঁটে মায়ের দিকে যাওয়ার চেষ্টা করছে অগস্ত্য ৷ টলমল পায়ে দু পা এগোতেই অবশ্য ছেলে ধরে ফেলেন নাতাশা ৷ হাততালি দিয়ে ওঠেন হার্দিক ৷ হার্দিকের ছেলের হাঁটা শেখার সেই ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.