ETV Bharat / sports

ভয়াবহ করোনা পরিস্থিতি, ভারতের হয়ে প্রার্থনা বাবর আজমের - পাকিস্তান অধিনায়ক বাবর আজম

ভারতের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আজম টুইট করেন ৷ সেখানে একসঙ্গে এই কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার কথা শোনা যায় পাকিস্তানি ক্রিকেটারের গলায় ৷

ভারতের হয়ে প্রার্থনা করার আর্জি বাবর আজমের
ভারতের হয়ে প্রার্থনা করার আর্জি বাবর আজমের
author img

By

Published : Apr 26, 2021, 8:23 PM IST

নয়া দিল্লি, 26 এপ্রিল : ভারতে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ ৷ প্রতিদিনই গড়ে সাড়ে তিন লাখ সংক্রমিত হচ্ছেন ৷ এমন সময় ভারতের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ৷ ভারতকে এই কঠিন সময়ে মনোবল ধরে রাখার কথা ঝড়ে পড়ল আজমের কণ্ঠে ৷ তিনি ভারতের জন্য প্রার্থনা করবেন বলেও জানিয়েছেন ৷

ভারতের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আজম টুইট করেন ৷ সেখানে একসঙ্গে এই কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার কথা শোনা যায় পাকিস্তানি ক্রিকেটারের গলায় ৷ জানান, তিনি ভারতের হয়ে প্রার্থনা করবেন ৷ তিনি একইসঙ্গে আশাবাদী দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে তাঁর প্রতিবেশি দেশ৷

টুইটে আজম লেখেন, ‘‘এই কঠিন সময়ে ভারতের মানুষদের জন্য প্রার্থনা করছি ৷ এটা একতা দেখানোর সময় ৷ একহয়ে কাজ করার সময় ৷ আমি সবাইকে কঠোরভাবে কোভিড বিধি মানার অনুরোধ করব ৷ কারণ এটি আমাদের সুরক্ষার জন্য তৈরি ৷ একসঙ্গে আমরা এটা করতে পারি ৷’’

আরও পড়ুন : কমনওয়েলথে 8 দলের নাম ঘোষণা আইসিসির

একদিনেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ 52 হাজার ৷ একই সঙ্গে মৃত্যু হয়েছে 2 হাজার 812 জনের ৷ কোভিড রোগীতে হাসপাতাল ভর্তি হয়ে গিয়েছে ৷ বেশিরভাগ হাসপাতালেই অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে ৷

নয়া দিল্লি, 26 এপ্রিল : ভারতে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ ৷ প্রতিদিনই গড়ে সাড়ে তিন লাখ সংক্রমিত হচ্ছেন ৷ এমন সময় ভারতের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ৷ ভারতকে এই কঠিন সময়ে মনোবল ধরে রাখার কথা ঝড়ে পড়ল আজমের কণ্ঠে ৷ তিনি ভারতের জন্য প্রার্থনা করবেন বলেও জানিয়েছেন ৷

ভারতের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আজম টুইট করেন ৷ সেখানে একসঙ্গে এই কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার কথা শোনা যায় পাকিস্তানি ক্রিকেটারের গলায় ৷ জানান, তিনি ভারতের হয়ে প্রার্থনা করবেন ৷ তিনি একইসঙ্গে আশাবাদী দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে তাঁর প্রতিবেশি দেশ৷

টুইটে আজম লেখেন, ‘‘এই কঠিন সময়ে ভারতের মানুষদের জন্য প্রার্থনা করছি ৷ এটা একতা দেখানোর সময় ৷ একহয়ে কাজ করার সময় ৷ আমি সবাইকে কঠোরভাবে কোভিড বিধি মানার অনুরোধ করব ৷ কারণ এটি আমাদের সুরক্ষার জন্য তৈরি ৷ একসঙ্গে আমরা এটা করতে পারি ৷’’

আরও পড়ুন : কমনওয়েলথে 8 দলের নাম ঘোষণা আইসিসির

একদিনেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ 52 হাজার ৷ একই সঙ্গে মৃত্যু হয়েছে 2 হাজার 812 জনের ৷ কোভিড রোগীতে হাসপাতাল ভর্তি হয়ে গিয়েছে ৷ বেশিরভাগ হাসপাতালেই অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.