ETV Bharat / sports

Asia Cup 2022: চোটের জেরে এশিয়া কাপের বাইরে জাদেজা, দলে এলেন অক্ষর

ডান হাঁটুতে চোটের কারণে এশিয়া কাপের (Asia Cup 2022) বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja Ruled Out from Asia Cup) ৷ তাঁর পরিবর্ত হিসাবে 15 জনের দলে ঢুকেছেন আরেক বাঁ-হাতি বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel Replaces Injured Ravindra Jadeja) ৷

Axar Patel Replaces Injured Ravindra Jadeja in Asia Cup 2022 squad
Axar Patel Replaces Injured Ravindra Jadeja in Asia Cup 2022 squad
author img

By

Published : Sep 2, 2022, 6:05 PM IST

মুম্বই, 2 সপ্টেম্বর: হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja Ruled Out from Asia Cup) ৷ তাঁর বদলি হিসাবে স্ট্যান্ডবাই থাকা অক্ষর প্যাটেলকে 15 জনের দলে যুক্ত করা হল (Axar Patel Replaces Injured Ravindra Jadeja) ৷ আজ অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি অক্ষরের নাম ঘোষণা করেছে ৷ তিনি খুব শীঘ্রই এশিয়া কাপে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন ৷

বিসিসিআই এর তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ডান হাঁটুতে চোট ধরা পড়েছে ৷ যার কারণে, তিনি চলতি এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে ছিটকে গিয়েছেন ৷ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন জাদেজা ৷ প্রসঙ্গত, হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান 'স্যর' জাদেজা ৷ তার পর দুবাইতে তাঁর হাঁটু স্ক্যান করা হয় ৷ সেই রিপোর্টে হাঁটুতে চোট ধরা পড়েছে ৷ তবে, সেই চোট কতটা গুরুতর তা নির্দিষ্ট করে জানানো হয়নি ৷

ভারত এশিয়া কাপে গ্রুপ এ থেকে প্রথম দল হিসাবে সুপার ফোর রাউন্ডে কোয়ালিফাই করেছে ৷ আজ পাকিস্তান ও হংকংয়ের ম্যাচে যারা জিতবে, তাদের সঙ্গে আগামী রবিবার সুপার ফোরের ম্যাচ খেলবে ভারত ৷ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত সেই ম্যাচে দ্বিতীয়বার এ বছরের এশিয়া কাপে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি ৷

আরও পড়ুন: হংকং-কে হেলায় হারিয়ে এশিয়া কাপের শেষ চারে টিম ইন্ডিয়া

এশিয়া কাপে ভারতের 15 জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, যুজবেন্দ্র চহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং ও আবেশ খান ৷

মুম্বই, 2 সপ্টেম্বর: হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja Ruled Out from Asia Cup) ৷ তাঁর বদলি হিসাবে স্ট্যান্ডবাই থাকা অক্ষর প্যাটেলকে 15 জনের দলে যুক্ত করা হল (Axar Patel Replaces Injured Ravindra Jadeja) ৷ আজ অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি অক্ষরের নাম ঘোষণা করেছে ৷ তিনি খুব শীঘ্রই এশিয়া কাপে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন ৷

বিসিসিআই এর তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ডান হাঁটুতে চোট ধরা পড়েছে ৷ যার কারণে, তিনি চলতি এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে ছিটকে গিয়েছেন ৷ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন জাদেজা ৷ প্রসঙ্গত, হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান 'স্যর' জাদেজা ৷ তার পর দুবাইতে তাঁর হাঁটু স্ক্যান করা হয় ৷ সেই রিপোর্টে হাঁটুতে চোট ধরা পড়েছে ৷ তবে, সেই চোট কতটা গুরুতর তা নির্দিষ্ট করে জানানো হয়নি ৷

ভারত এশিয়া কাপে গ্রুপ এ থেকে প্রথম দল হিসাবে সুপার ফোর রাউন্ডে কোয়ালিফাই করেছে ৷ আজ পাকিস্তান ও হংকংয়ের ম্যাচে যারা জিতবে, তাদের সঙ্গে আগামী রবিবার সুপার ফোরের ম্যাচ খেলবে ভারত ৷ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত সেই ম্যাচে দ্বিতীয়বার এ বছরের এশিয়া কাপে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি ৷

আরও পড়ুন: হংকং-কে হেলায় হারিয়ে এশিয়া কাপের শেষ চারে টিম ইন্ডিয়া

এশিয়া কাপে ভারতের 15 জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, যুজবেন্দ্র চহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং ও আবেশ খান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.