দুবাই, 14 নভেম্বর : 6 বছর আগে শেষবার আইসিসি ইভেন্টের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল ৷ সেটা ছিল 50 ওভারের বিশ্বকাপ ৷ মাইকেল ক্লার্কের নেতৃত্বে সেবার ব্ল্য়াক-ক্য়াপসদের হারিয়ে পঞ্চমবারের জন্য় শিরোপা জিতেছিল অজিরা ৷ ফর্ম্য়াট সংক্ষিপ্ত হলেও 6 বছর বাদে 2015 ফাইনালের পুনরাবৃত্তিতে আবহাওয়া আরও গরম মরুশহর দুবাইয়ে ৷ দুই পড়শি দেশের লড়াই ঘিরে কাজ স্বাভাবিকভাবেই কাজ করছে নানা পারমুটেশন-কম্বিনেশন ৷ কিন্তু আজ রবিবার দিনের শেষে নয়া টি-20 চ্যাম্পিয়ন পাবে ক্রিকেটবিশ্ব ৷ দুবাইয়ে টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালের এটাই বোধহয় সেরা বিজ্ঞাপন ৷
ফাইনালে ট্রান্স-তাসমান ক্ল্য়াশের আগে চলতি টুর্নামেন্টে দু'দলের পারফরম্যান্সে চোখ বোলালে দেখা যাবে একই মেরুতে দাঁড়িয়ে ফিঞ্চ-উইলিয়ামসনরা ৷ সুপার 12-এ একটি করে ম্যাচ হেরে সেমিতে পা রেখেছিল দুই দেশই ৷ এরপর অপ্রতিরোধ্য পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে অস্ট্রেলিয়া ৷ অন্যদিকে 2019 বিশ্বকাপ ফাইনালের বদলা নিয়ে ইংল্যান্ডকে হারিয়ে টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে কিউয়িরা ৷
টি-20 ফর্ম্য়াটে টেস্ট চ্য়াম্পিয়নশিপ বিজেতাদের থেকে পরিসংখ্যানে অজিরা এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে শেষ সাক্ষাতে শেষ হাসি হেসেছিল নিউজিল্যান্ড ৷ এমন কী সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজেও জয় এসেছিল কিউয়িদের ৷ 2015 পর আইসিসি টুর্নামেন্টে সাফল্য না পাওয়া অজিদের বিরুদ্ধে সাম্প্রতিক পরিসংখ্যান দখলে থাকলেও ফাইনালে তারকা ব্যাটার কনওয়েকে পাচ্ছে না উইলিয়ামসনের দল ৷ সেমিফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে আউট হয়ে হাত ভেঙেছেন তিনি ৷
যদিও ফিঞ্চ পুরো দলই হাতে পাচ্ছেন ৷ পাল্লা 50-50 হলেও টস ফ্য়াক্টর হতে পারে ফাইনালে ৷ কারণ শেষ 13 ম্য়াচের 12টিতেই রান তাড়া করা দল জিতেছে ৷ যদিও টসকে নির্ধারক মনে করছেন না অজি দলনায়ক ফিঞ্চ ৷ অন্যদিকে দুই পড়শির লড়াইকেই ফাইনালের সেরা বিজ্ঞাপন মানছেন কেন ৷