কেপটাউন, 26 ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ষষ্ঠবারের জন্য কুড়ি-বিশের ফরম্যাটে বিশ্বসেরা (ICC Women's T20 World Cup 2023 Final) অস্ট্রেলিয়ার মেয়েরা ৷ ঘরের মাটিচে সুখের হল না প্রোটিয়াদের প্রথম আইসিসি ফাইনালের স্মৃতি ৷ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠেই হারিয়ে সেরার শিরোপা তুলে নিল অজিরা ৷ প্রোটিয়াদের 19 রানে হারিয়ে জয়জয়কার অস্ট্রেলিয়ার। 2010, 2012, 2014, 2018, 2020-র পর ফের 2023-এ ক্যাঙারু বাহিনীরা নিজেদের কুড়ি ওভারের ফরম্যাটে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বিশ্বের দরবারে ৷
রুদ্ধশ্বাস দুই সেমিফাইনালের পর মেয়েদের টি-20 বিশ্বকাপ পেয়ে গিয়েছিল দুই ফাইনালিস্টকে। রবিবার কেপটাউনে মহাযুদ্ধে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ৷ এমনিতে ফাইনালে নামার আগে ধারেভারে এগিয়েই ছিল অজিরা। মহিলাদের ক্রিকেটে অজিরা এক নম্বর দল। সে তুলনায় দক্ষিণ অফ্রিকা ছিল অনভিজ্ঞ। কিন্তু ঘরের মাঠে এবার প্রোটিয়াদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশেষ করে যেভাবে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করে ৷ অন্যদিকে, সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছয় অজিরা ৷ কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে স্নায়ুর চাপ সামলে খেতাব পকেটে পুরল ইয়েলো ব্রিগেড।
কেপটাউনে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 156 রান তোলে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে শুরু থেকে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়। ওপেনার তাজমিন ব্রিটস 10 রান করে আউট হয়ে যান। অন্য ওপেনার লরা উলভার্ডট 61 রান করেন। তিনিই দলকে জয়ের আশা দেখাচ্ছিলেন। কিন্তু দলীয় 109 রানের মাথায় আউট হয়ে যান লরা। এর পরেই ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
-
The celebrations are on 🎉#AUSvSA #T20WorldCup #TurnItUp pic.twitter.com/2JbMoU463Z
— ICC (@ICC) February 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The celebrations are on 🎉#AUSvSA #T20WorldCup #TurnItUp pic.twitter.com/2JbMoU463Z
— ICC (@ICC) February 26, 2023The celebrations are on 🎉#AUSvSA #T20WorldCup #TurnItUp pic.twitter.com/2JbMoU463Z
— ICC (@ICC) February 26, 2023
আরও পড়ুন: বিশ্বকাপের ধাক্কা ভুলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ হরমনপ্রীতের
20 ওভারে 6টি উইকেট দিয়ে রান তোলে 137 রান। হাতে উইকেট থাকলেও জয়ের রান তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 27 রান। যা তোলা কঠিনই ছিল দক্ষিণ আফ্রিকার পক্ষে। কিন্তু লক্ষ্যপূরণ আর করতে পারেনি আয়োজক দেশ। শেষ হাসি হাসে অস্ট্রেলিয়াই। ফাইনালে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বেথ মুনি। 9টি চার ও 1টি ছক্কার সাহায্যে 53 বলে 74 রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে বিশ্বকাপ ফাইনালের সেরা হন তিনি ৷