কলকাতা, 13 নভেম্বর: গ্রুপ পর্যায়ের খেলা শেষ। এবার সেমিফাইনাল । 15 নভেম্বর প্রথম সেমিফাইনালে শীর্ষস্থানাধিকারী দল ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই সেমিফাইনাল ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। পাশাপাশি কলকাতাতেও দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে প্রস্তুতি তুঙ্গে। পাকিস্তানে শেষ চারে জায়গা পেলে ভারতের সঙ্গে তাদের ইডেনে সেমিফাইনাল খেলতে হত। সেক্ষেত্রে এক অসাধারণ ক্রিকেট দ্বৈরথের সাক্ষী থাকত কলকতা। সেটা হচ্ছে না। তবে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার সম্মুখ সমরও যে ক্রিকেটের নন্দনকাননে একাধিক মনে রাখার মতো মুহূর্ত উপহার দেবে তাতে সন্দেহ নেই।
16 নভেম্বর ইডেনে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হবে । রবিবার পাকিস্তান দল কলকাতা ছাড়ার অল্প কিছুক্ষণ আগে এবং পরে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া চলে এসেছে । সোমবার থেকে দুই দলই অনুশীলনে নেমে পড়ছে । গ্রুপ পর্বে এই দুই দলের সাক্ষাতে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা । তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে শুরুটা ভালো না করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে । নয় ম্যাচে সাতটি জয় পেয়েছে অজিরা ।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও সাতটি জয় নিয়ে শেষ চারে এসেছে। সোমবার ইডেনে দক্ষিণ আফ্রিকা দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত অনুশীলন করবে । অস্ট্রেলিয়া সন্ধ্যা 6টা থেকে অনুশীলন করবে। যেহেতু দিনরাতের ম্যাচ তাই সূর্যালোক এবং নৈশলোকে প্র্যাকটিস করতে চাইছে দুই দল । 14 নভেম্বর দক্ষিণ আফ্রিকা সন্ধ্যা ছ'টা থেকে ন'টা পর্যন্ত প্র্যাকটিস করবে । অস্ট্রেলিয়া 14 নভেম্বর দুপুর দু'টো থেকে পাঁচটা পর্যন্ত প্র্যাকটিস করবে । 15 নভেম্বর সেমিফাইনালের আগের দিন দক্ষিণ আফ্রিকা দুটো থেকে পাঁচটা পর্যন্ত প্র্যাকটিস করবে । ওইদিন অস্ট্রেলিয়া প্র্যাকটিস করবে সন্ধ্যা ছ'টা থেকে ন'টা পর্যন্ত ।
মানে অস্ট্রেলিয়া যেখানে দু'দিন নৈশলোকে অনুশীলন করবে সেখানে দক্ষিণ আফ্রিকা দু'দিন দিনেরবেলা প্র্যাকটিস করবে । চলতি বিশ্বকাপে ইডেনে ইতিমধ্যে চারটি ম্যাচ হয়েছে । দক্ষিণ আফ্রিকা 5 নভেম্বর এই ইডেনে ভারতের বিরুদ্ধে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল । 100 রানের নিচে মাত্র 83 রানে অলআউট হয়েছিল । এবার সেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর ডাক । কারণ চোকার্স তকমা ঘোচানোর সুযোগ বাভুমাদের সামনে । অন্যদিকে দেরিতে হলেও অস্ট্রেলিয়া এখন দুরন্ত ছন্দে । প্রতিপক্ষের উপর তাঁরাও স্টিম রোলার চালাচ্ছে । তাই 16 নভেম্বর ইডেন ভালো ক্রিকেটের প্রত্যাশায় ।
আরও পড়ুন : ওয়াংখেড়েতে সমানে-সমানে লড়াইয়ের বার্তা রাচিনের, সেমির আগে শুরু মাঠের বাইরের লড়াই