ETV Bharat / sports

IND vs AUS: শামি-সিরাজের দাপুটে বোলিংয়ে দু'শোর আগেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া - অল আউট অস্ট্রেলিয়া

প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে দু'শোর আগে বেঁধে রাখল ভারত (India vs Australia 1st Innings) ৷ হার্দিক পান্ডিয়াদের 189 রানে টার্গেট দিল অজিবাহিনী ৷ মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে সামনে বড় রান করতে ব্যর্থ অজিরা ৷

India vs Australia 1st Innings ETV BHARAT
India vs Australia 1st Innings
author img

By

Published : Mar 17, 2023, 5:04 PM IST

Updated : Mar 17, 2023, 5:10 PM IST

মুম্বই, 17 মার্চ: শামি-সিরাজের যুগলবন্দিতে ধরাশায়ী শক্তিশালী অজি ব্যাটিং লাইন-আপ ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ান ডে-তে মাত্র 188 রানে অল-আউট স্টিভ স্মিথরা (Australia All-Out on 188 Run in 1st ODI) ৷ মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ দু’জনে 3টি করে উইকেট নেন (Indian Pace Duo Shami-Siraj Strike) ৷ চোট সারিয়ে কামব্যাক করা মিচেল মার্শ (65 বলে 81 রান) একমাত্র ভারতীয় বোলারদের সামনে দাপট দেখিয়েছেন ৷ তিনি এবং স্টিভ স্মিথ দ্বিতীয় উইকেটে 72 রানের পার্টনারশিপ করেন ৷ স্মিথ আউট হতেই, তাসের ঘরের মত ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস ৷

এদিন টস জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন সিরাজ ম্যাচের দ্বিতীয় ওভারে ট্রাভিস হেডকে বোল্ড করেন তিনি ৷ এরপর অধিনায়ক স্মিথ (30 বলে 22 রান) এবং মিচেল মার্শ 72 রানের পার্টনারশিপ করেন ৷ অস্ট্রেলিয়ার 77 রানের মাথায় স্টিভ স্মিথ হার্দিকের বলে উইকেটকিপার কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ৷ এর পরেই ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে ৷ নির্ধারিত ব্যবধানে উইকেট পড়তে শুরু করে ৷

বিশেষত, মহম্মদ শামি 1 ওভারের ব্যবধানে জস ইংগলিস (26) এবং ক্যামেরন গ্রিন (12)-কে প্যাভিলিয়নে ফেরান ৷ এরপর একে একে গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টইনিস, সিয়ান অ্যাবটদের উইকেট তুলে নেন জাদেজা, শামি এবং সিরাজ ৷ ভারতের হয়ে শামি এবং সিরাজ ছাড়াও রবীন্দ্র জাদেজা 2টি এবং হার্দিক পান্ডিয়া 1 উইকেট নিয়েছেন ৷

আরও পড়ুন: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাওয়া নিরাপদ নয়, মত হরভজনের

অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটিং লাইন-আপে এদিন রীতিমতো বুল্ডোজার চালিয়েছেন মহম্মদ শামি ৷ ম্যাচের দ্বিতীয় স্পেলে বল করতে এসে 3টি উইকেট নিয়ে যান তিনি ৷ শামির উইকেট-শিকারের তালিকায় ছিলেন উইকেট-কিপার ব্যাটার জস ইংগলিস এবং দুই ফ্রন্টলাইন অলরাউন্ডার ক্যামরন গ্রিন ও মার্কস স্টইনিস ৷ মুম্বইয়ের গরম এদিন ভারতীয় ক্রিকেটারদের বেশ সমস্যায় ফেলেছে ৷ কিন্তু, সেই সব কিছুকে দূরে রেখে দুরন্ত পারফর্মেন্স করলেন ভারতীয় বোলাররা ৷ ইনিংসের বিরতিতে এ নিয়ে শামি জানালেন, প্রচুর পরিশ্রম তাঁর এই বোলিংয়ের রহস্য ৷ ফিটনেস চর্চা, নেটে বোলিং করা, বলের লাইন-লেন্থে কাজ-সহ একাধিক পরিশ্রমের ফল তাঁর আজকের ম্যাচের সাফল্য ৷

মুম্বই, 17 মার্চ: শামি-সিরাজের যুগলবন্দিতে ধরাশায়ী শক্তিশালী অজি ব্যাটিং লাইন-আপ ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ান ডে-তে মাত্র 188 রানে অল-আউট স্টিভ স্মিথরা (Australia All-Out on 188 Run in 1st ODI) ৷ মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ দু’জনে 3টি করে উইকেট নেন (Indian Pace Duo Shami-Siraj Strike) ৷ চোট সারিয়ে কামব্যাক করা মিচেল মার্শ (65 বলে 81 রান) একমাত্র ভারতীয় বোলারদের সামনে দাপট দেখিয়েছেন ৷ তিনি এবং স্টিভ স্মিথ দ্বিতীয় উইকেটে 72 রানের পার্টনারশিপ করেন ৷ স্মিথ আউট হতেই, তাসের ঘরের মত ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস ৷

এদিন টস জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন সিরাজ ম্যাচের দ্বিতীয় ওভারে ট্রাভিস হেডকে বোল্ড করেন তিনি ৷ এরপর অধিনায়ক স্মিথ (30 বলে 22 রান) এবং মিচেল মার্শ 72 রানের পার্টনারশিপ করেন ৷ অস্ট্রেলিয়ার 77 রানের মাথায় স্টিভ স্মিথ হার্দিকের বলে উইকেটকিপার কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ৷ এর পরেই ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে ৷ নির্ধারিত ব্যবধানে উইকেট পড়তে শুরু করে ৷

বিশেষত, মহম্মদ শামি 1 ওভারের ব্যবধানে জস ইংগলিস (26) এবং ক্যামেরন গ্রিন (12)-কে প্যাভিলিয়নে ফেরান ৷ এরপর একে একে গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টইনিস, সিয়ান অ্যাবটদের উইকেট তুলে নেন জাদেজা, শামি এবং সিরাজ ৷ ভারতের হয়ে শামি এবং সিরাজ ছাড়াও রবীন্দ্র জাদেজা 2টি এবং হার্দিক পান্ডিয়া 1 উইকেট নিয়েছেন ৷

আরও পড়ুন: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাওয়া নিরাপদ নয়, মত হরভজনের

অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটিং লাইন-আপে এদিন রীতিমতো বুল্ডোজার চালিয়েছেন মহম্মদ শামি ৷ ম্যাচের দ্বিতীয় স্পেলে বল করতে এসে 3টি উইকেট নিয়ে যান তিনি ৷ শামির উইকেট-শিকারের তালিকায় ছিলেন উইকেট-কিপার ব্যাটার জস ইংগলিস এবং দুই ফ্রন্টলাইন অলরাউন্ডার ক্যামরন গ্রিন ও মার্কস স্টইনিস ৷ মুম্বইয়ের গরম এদিন ভারতীয় ক্রিকেটারদের বেশ সমস্যায় ফেলেছে ৷ কিন্তু, সেই সব কিছুকে দূরে রেখে দুরন্ত পারফর্মেন্স করলেন ভারতীয় বোলাররা ৷ ইনিংসের বিরতিতে এ নিয়ে শামি জানালেন, প্রচুর পরিশ্রম তাঁর এই বোলিংয়ের রহস্য ৷ ফিটনেস চর্চা, নেটে বোলিং করা, বলের লাইন-লেন্থে কাজ-সহ একাধিক পরিশ্রমের ফল তাঁর আজকের ম্যাচের সাফল্য ৷

Last Updated : Mar 17, 2023, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.