ETV Bharat / sports

'ষষ্ঠবার বিশ্বকাপ জিততে প্রস্তুত অজিরা,' আত্মবিশ্বাসী কামিন্স - প্যাট কামিন্স

Australi is Ready to Win ICC Cricket World Cup Says Pat Cummins: রবিবার নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অষ্টমবার বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে অস্ট্রেলিয়া ৷ যে ম্যাচ জেতার জন্য অজিরা প্রস্তুত বলে দাবি করলেন অধিনায়ক প্যাট কামিন্স ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 1:03 PM IST

Updated : Nov 18, 2023, 4:38 PM IST

প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে অজি অধিনায়ক প্যাট কামিন্স

আমেদাবাদ, 18 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ তার চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে ৷ রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া ৷ 20 বছর পর ফের ফাইনালে ক্রিকেট বিশ্বের সেরা দুই দল ৷ এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে আত্মবিশ্বাসী অজি অধিনায়ক প্যাট কামিন্স ৷ তিনি দাবি করলেন, আগামিকাল ক্যাঙারু শিবির ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে মাঠে নামবে ৷ আর 6 নম্বর বিশ্বকাপ ট্রফি ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্যাবিনেটে জায়গা পাবে ৷

শনিবার সাংবাদিক বৈঠকে কামিন্স বলেন, ‘‘আগামিকাল আমরা ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে মাঠে নামব ৷ আমরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ৷ এবার আমরা ষষ্ঠবার বিশ্বকাপ জিতব ৷ আমরা আগেও বড় স্টেডিয়ামে, বিশাল সংখ্যক দর্শকের সামনে খেলেছি ৷ তাই আমরা এত বড় স্টেডিয়ামের বিশাল সংখ্যক দর্শকের সামনে কোনওরকম চাপের মধ্যে থাকব না ৷’’ এ প্রসঙ্গে 2003 সালের বিশ্বকাপ ফাইনালের কথা উল্লেখ করেন তিনি ৷

আর আমেদাবাদের পিচ নিয়ে কামিন্সের বক্তব্য, প্রথমে ব্যাটিং করা দলই ফাইনালে এগিয়ে থাকবে ৷ তাঁর মতে, প্রথম 25 ওভারে নতুন বলে স্যুইং পাওয়া যাবে ৷ তাই সেই স্যুইংকে তিনি এবং তাঁর বাকি পেসাররা কাজে লাগানোর চেষ্টা করবেন ৷ ভারতের ব্যাটিং লাইন-আপ এই বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ৷ এক নম্বর থেকে ছয় প্রত্যেকেই রানের মধ্যে রয়েছে ৷ এমন একটি শক্তিশালী ব্যাটিংয়ের বিরুদ্ধে কী পরিকল্পনা অজিদের ? কামিন্সের বক্তব্য, তাঁরা নতুন বলে প্রথম 25 ওভারকে কাজে লাগাতে চাইবে ৷

কামিন্স বলেন, ‘‘ভারতের ব্যাটিং এই টুর্নামেন্টের সেরা ৷ তবে, আমরা প্রথম 25 ওভারে স্যুইংকে কাজে লাগাতে চাইব ৷ আর পরের দিকে স্লোয়ার, স্লোয়ার-বাউন্সার কার্যকরী হতে পারে ভারতীয় পরিবেশে ৷’’ ভারতের নির্দিষ্ট কোনও প্লেয়ারকে বাড়তি গুরুত্ব দিয়ে পরিকল্পনা তৈরি করা হচ্ছে না ৷ এর মূল কারণ হিসেবে কামিন্স দাবি করেছেন, ভারতের প্রথম একাদশের সবাই ফর্মে রয়েছেন ৷ তাই রোহিত বা বিরাটদের বিরুদ্ধে নয়, সবাইকেই সমান গুরুত্ব দিচ্ছে অজিরা ৷

আরও পড়ুন:

  1. উইকেটের লাইনে ও পরিস্থিতি বুঝে বোলিং সাফল্যের মূলমন্ত্র, জানালেন শামি
  2. বালিতে বিশ্বকাপের প্রতিকৃতি, মহারণের আগে রোহিতদের শুভেচ্ছা জানালেন সুদর্শন
  3. 'ফোকাসে এখন বোলাররাই', শামির পারফরম্যান্সে জয়ের সরণিতে ভারত; খুশি ছোটবেলার কোচ

প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে অজি অধিনায়ক প্যাট কামিন্স

আমেদাবাদ, 18 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ তার চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে ৷ রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া ৷ 20 বছর পর ফের ফাইনালে ক্রিকেট বিশ্বের সেরা দুই দল ৷ এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে আত্মবিশ্বাসী অজি অধিনায়ক প্যাট কামিন্স ৷ তিনি দাবি করলেন, আগামিকাল ক্যাঙারু শিবির ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে মাঠে নামবে ৷ আর 6 নম্বর বিশ্বকাপ ট্রফি ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্যাবিনেটে জায়গা পাবে ৷

শনিবার সাংবাদিক বৈঠকে কামিন্স বলেন, ‘‘আগামিকাল আমরা ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে মাঠে নামব ৷ আমরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ৷ এবার আমরা ষষ্ঠবার বিশ্বকাপ জিতব ৷ আমরা আগেও বড় স্টেডিয়ামে, বিশাল সংখ্যক দর্শকের সামনে খেলেছি ৷ তাই আমরা এত বড় স্টেডিয়ামের বিশাল সংখ্যক দর্শকের সামনে কোনওরকম চাপের মধ্যে থাকব না ৷’’ এ প্রসঙ্গে 2003 সালের বিশ্বকাপ ফাইনালের কথা উল্লেখ করেন তিনি ৷

আর আমেদাবাদের পিচ নিয়ে কামিন্সের বক্তব্য, প্রথমে ব্যাটিং করা দলই ফাইনালে এগিয়ে থাকবে ৷ তাঁর মতে, প্রথম 25 ওভারে নতুন বলে স্যুইং পাওয়া যাবে ৷ তাই সেই স্যুইংকে তিনি এবং তাঁর বাকি পেসাররা কাজে লাগানোর চেষ্টা করবেন ৷ ভারতের ব্যাটিং লাইন-আপ এই বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ৷ এক নম্বর থেকে ছয় প্রত্যেকেই রানের মধ্যে রয়েছে ৷ এমন একটি শক্তিশালী ব্যাটিংয়ের বিরুদ্ধে কী পরিকল্পনা অজিদের ? কামিন্সের বক্তব্য, তাঁরা নতুন বলে প্রথম 25 ওভারকে কাজে লাগাতে চাইবে ৷

কামিন্স বলেন, ‘‘ভারতের ব্যাটিং এই টুর্নামেন্টের সেরা ৷ তবে, আমরা প্রথম 25 ওভারে স্যুইংকে কাজে লাগাতে চাইব ৷ আর পরের দিকে স্লোয়ার, স্লোয়ার-বাউন্সার কার্যকরী হতে পারে ভারতীয় পরিবেশে ৷’’ ভারতের নির্দিষ্ট কোনও প্লেয়ারকে বাড়তি গুরুত্ব দিয়ে পরিকল্পনা তৈরি করা হচ্ছে না ৷ এর মূল কারণ হিসেবে কামিন্স দাবি করেছেন, ভারতের প্রথম একাদশের সবাই ফর্মে রয়েছেন ৷ তাই রোহিত বা বিরাটদের বিরুদ্ধে নয়, সবাইকেই সমান গুরুত্ব দিচ্ছে অজিরা ৷

আরও পড়ুন:

  1. উইকেটের লাইনে ও পরিস্থিতি বুঝে বোলিং সাফল্যের মূলমন্ত্র, জানালেন শামি
  2. বালিতে বিশ্বকাপের প্রতিকৃতি, মহারণের আগে রোহিতদের শুভেচ্ছা জানালেন সুদর্শন
  3. 'ফোকাসে এখন বোলাররাই', শামির পারফরম্যান্সে জয়ের সরণিতে ভারত; খুশি ছোটবেলার কোচ
Last Updated : Nov 18, 2023, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.