ETV Bharat / sports

ATKMB vs JFC : জিততে হবে দু'গোলে, লিগ শিল্ড জয়ের লক্ষ্যে ইস্পাত নগরীর সামনে বাগান - ATK Mohun Bagan have to win by at least two goals to be the league shield champion

ম্যাচ জেতো অন্ততপক্ষে দু'গোলে ৷ এই মুহূর্তে লিগ শীর্ষে অবস্থান করা জামশেদপুর এফসি'কে শেষ ম্যাচে হারিয়ে লিগ শিল্ড জিততে জুয়ান ফেরান্দোর দলের সামনে সোজা হিসেব (ATK Mohun Bagan have to win by at least two goals to be the league shield champion)।

ISL News
জিততে হবে দু'গোলে, লিগ শিল্ড জয়ের লক্ষ্যে ইস্পাত নগরীর সামনে বাগান
author img

By

Published : Mar 6, 2022, 10:54 PM IST

পানাজি, 6 মার্চ : কাঙ্খিত তিন পয়েন্টও যে লিগ শিল্ড এনে দেবে, তাতে কোনও নিশ্চয়তা নেই ৷ ম্যাচ জেতো অন্ততপক্ষে দু'গোলে ৷ এই মুহূর্তে লিগ শীর্ষে অবস্থান করা জামশেদপুর এফসি'কে সোমবার শেষ ম্যাচে হারিয়ে লিগ শিল্ড জিততে জুয়ান ফেরান্দোর দলের সামনে সোজা হিসেব (ATK Mohun Bagan have to win by at least two goals to be the league shield champion)। তবে অঙ্ক মাথায় না-রেখে জয়ের অভ্যাস জারি রাখাই লক্ষ্য বাগানের। প্রতিপক্ষ দল দারুণ ছন্দে। ধারে ভারে ইস্পাত নগরীর দলের বিরুদ্ধে পিছিয়ে থাকলেও সবুজ-মেরুন চাণক্য লড়াই করতে চান চোখে চোখ রেখে। কারণ, লিগ শিল্ড চ্যাম্পিয়ন না-হতে পারলেও গ্রেগ স্টুয়ার্টদের বিরুদ্ধে জয় শেষ চারে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দলকে ৷

শেষ ম্যাচে রয় কৃষ্ণা গোল পেয়েছেন। যা নিঃসন্দেহে স্বস্তি দেবে ফেরান্দোকে। দলের প্রাণভোমরা লিস্টন কোলাসোর দুরন্ত ফর্ম টেক্কা দিচ্ছে বিদেশিদেরও। গোল করে এবং করিয়ে সবুজ মেরুন আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন তরুণ তুর্কি । একইসঙ্গে মনবীর সিংয়ের ছন্দে ফেরাও মেরিনার্সদের আক্রমণে বাড়তি শক্তি যোগ করেছে। তা সত্ত্বেও স্প্যানিশ কোচের চিন্তা দলের চোট-আঘাত। হুগো বুমোস এবং ডেভিড উইলিয়ামস এখনও নব্বই মিনিট খেলার মত জায়গায় নেই । জুয়ান ফেরান্দো দু'জনকে শুরু থেকে খেলানোর ইঙ্গিত না দিলেও ম্যাচের যে কোনও সময় ব্যবহার করার কথা বলছেন। শেষ চারের টিকিট পাকা হয়ে যেতেই সবুজ মেরুন চাণক্য পরের পর্বের ছক সাজাতে শুরু করেছেন। তার আগে ফের জয়ের হ্যাটট্রিক সেরে ফেলতে চান।

আরও পড়ুন : হার দিয়ে আইএসএল অভিযান শেষ এসসি ইস্টবেঙ্গলের

তাঁর মতে, "যে কোনও ম্যাচই কঠিন। কঠিন সময় পার করে দলের ছেলেরা ছন্দে ফিরেছে ৷ জামশেদপুরের লড়াকু মানসিকতা সত্যিই প্রশংসনীয়। আশা করব জামশেদপুর এফসি'র বিরুদ্ধেও দলের জয়ের অভ্যাস জারি থাকবে।" এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে ব্রাত্য ড্যানিয়েল চিমা প্রতি ম্যাচে গোল করে চলেছেন ওয়েন কয়েলের দলের হয়ে। ইস্পাত নগরীর দলের জার্সিতে আট ম্যাচে সাত গোল তাঁর নামের পাশে ৷ তাই সোমবারের ম্যাচ এটিকে-মোহনবাগানের কাছে যে চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে, তা বলাই যায়।

পানাজি, 6 মার্চ : কাঙ্খিত তিন পয়েন্টও যে লিগ শিল্ড এনে দেবে, তাতে কোনও নিশ্চয়তা নেই ৷ ম্যাচ জেতো অন্ততপক্ষে দু'গোলে ৷ এই মুহূর্তে লিগ শীর্ষে অবস্থান করা জামশেদপুর এফসি'কে সোমবার শেষ ম্যাচে হারিয়ে লিগ শিল্ড জিততে জুয়ান ফেরান্দোর দলের সামনে সোজা হিসেব (ATK Mohun Bagan have to win by at least two goals to be the league shield champion)। তবে অঙ্ক মাথায় না-রেখে জয়ের অভ্যাস জারি রাখাই লক্ষ্য বাগানের। প্রতিপক্ষ দল দারুণ ছন্দে। ধারে ভারে ইস্পাত নগরীর দলের বিরুদ্ধে পিছিয়ে থাকলেও সবুজ-মেরুন চাণক্য লড়াই করতে চান চোখে চোখ রেখে। কারণ, লিগ শিল্ড চ্যাম্পিয়ন না-হতে পারলেও গ্রেগ স্টুয়ার্টদের বিরুদ্ধে জয় শেষ চারে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দলকে ৷

শেষ ম্যাচে রয় কৃষ্ণা গোল পেয়েছেন। যা নিঃসন্দেহে স্বস্তি দেবে ফেরান্দোকে। দলের প্রাণভোমরা লিস্টন কোলাসোর দুরন্ত ফর্ম টেক্কা দিচ্ছে বিদেশিদেরও। গোল করে এবং করিয়ে সবুজ মেরুন আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন তরুণ তুর্কি । একইসঙ্গে মনবীর সিংয়ের ছন্দে ফেরাও মেরিনার্সদের আক্রমণে বাড়তি শক্তি যোগ করেছে। তা সত্ত্বেও স্প্যানিশ কোচের চিন্তা দলের চোট-আঘাত। হুগো বুমোস এবং ডেভিড উইলিয়ামস এখনও নব্বই মিনিট খেলার মত জায়গায় নেই । জুয়ান ফেরান্দো দু'জনকে শুরু থেকে খেলানোর ইঙ্গিত না দিলেও ম্যাচের যে কোনও সময় ব্যবহার করার কথা বলছেন। শেষ চারের টিকিট পাকা হয়ে যেতেই সবুজ মেরুন চাণক্য পরের পর্বের ছক সাজাতে শুরু করেছেন। তার আগে ফের জয়ের হ্যাটট্রিক সেরে ফেলতে চান।

আরও পড়ুন : হার দিয়ে আইএসএল অভিযান শেষ এসসি ইস্টবেঙ্গলের

তাঁর মতে, "যে কোনও ম্যাচই কঠিন। কঠিন সময় পার করে দলের ছেলেরা ছন্দে ফিরেছে ৷ জামশেদপুরের লড়াকু মানসিকতা সত্যিই প্রশংসনীয়। আশা করব জামশেদপুর এফসি'র বিরুদ্ধেও দলের জয়ের অভ্যাস জারি থাকবে।" এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে ব্রাত্য ড্যানিয়েল চিমা প্রতি ম্যাচে গোল করে চলেছেন ওয়েন কয়েলের দলের হয়ে। ইস্পাত নগরীর দলের জার্সিতে আট ম্যাচে সাত গোল তাঁর নামের পাশে ৷ তাই সোমবারের ম্যাচ এটিকে-মোহনবাগানের কাছে যে চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে, তা বলাই যায়।

For All Latest Updates

TAGGED:

ATKMB vs JFC
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.