ETV Bharat / sports

Asia Cup 2022: এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘মাস্ট উইন’ ম্যাচে নজরে ভারতের বোলিং - Virat Kohli

এশিয়া কাপ (Asia Cup 2022) সুপার ফোর রাউন্ডে আজ ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) ৷ প্রথম ম্যাচ হারায় ভারতের কাছে আজ রোহিতদের কাছে মাস্ট উইন গেম ৷ ফলে ভারতীয় বোলিংয়ে বিশেষ নজর থাকবে আজকের ম্যাচে ৷

Asia Cup 2022 India vs Sri Lanka Preview
Asia Cup 2022 India vs Sri Lanka Preview
author img

By

Published : Sep 6, 2022, 11:03 AM IST

দুবাই, 6 সেপ্টেম্বর: আজ এশিয়া কাপ (Asia Cup 2022) সুপার ফোর রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে শ্রীলঙ্কা (India vs Sri Lanka) ৷ পাকিস্তানের বিরুদ্ধে রবিবারের ম্যাচ হারায় ভারতের জন্য শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচ ‘মাস্ট উইন গেম’ হয়ে দাঁড়িয়েছে ৷ ফলে আজকের ম্যাচ জেতাটা ভারতের জন্য খুবই জরুরি ৷ তবে, এই ম্যাচ জেতা খুব একটা সহজ হবে না রোহিত শর্মার দলের জন্য ৷ কারণ, আফগানিস্তানের তুলনামূলক শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে রান তাড়া করে ম্যাচ জিতেছে লঙ্কানরা ৷ ফলে আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় বোলারদের বড় পরীক্ষা বলে মনে করছে বিশেষজ্ঞমহল ৷

তবে, ভারতীয় দলের পক্ষে একটা সুখবর, তাদের ওপেনিং জুটির ফর্মে ফেরা ৷ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক এবং সহ-অধিনায়ক অর্থাৎ, রোহিত শর্মা এবং কেএল রাহুলকে ছন্দে দেখিয়েছে ৷ দু’জনেই আগ্রাসী ব্যাটিং করেছেন ৷ আরও বড় প্রাপ্তি বিরাট কোহলির রানে ফেরা ৷ তবে, ভারতের মিডল অর্ডারে আরও একটু স্থিরতা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ কারণ, মাঝের ওভারে দ্রুত রান করতে গিয়ে সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ এবং দীপক হুডা আগের ম্যাচে উইকেট দিয়ে এসছিলেন ৷ ফলে শেষের ওভারে রান তুলতে সমস্যা হচ্ছে ভারতের ৷

আর ভারতীয় বোলিংয়ের দুর্বলতা আগের ম্যাচেই সামনে চলে এসেছে ৷ যেখানে ভালো দলের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে এক বা দুই উইকেট তুললেও, মাঝের ওভারে উইকেট নিতে ব্যর্থ হচ্ছেন ভারতীয় বোলাররা ৷ বিশেষত, স্পিনাররা ৷ তার উপর হার্দিক পান্ডিয়ার উপর অতিরিক্তি নির্ভরশীল হয়ে পড়ছে ভারত ৷ যার ফলে হার্দিকের উপরেও চাপ বাড়ছে ৷ যার প্রভাব পাকিস্তান ম্যাচে স্পষ্ট দেখা গিয়েছে ৷ ফলে মাঝের ওভারে ভারতীয় স্পিনারদের আরও বেশি আগ্রাসী ভূমিকা নিতে হবে বলেই মত, ক্রিকেট বিশেষজ্ঞদের ৷

আরও পড়ুন: টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর শুধু ধোনির মেসেজ পেয়েছেন, বিস্ফোরক কোহলি

আর শ্রীলঙ্কা দলের দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস ফর্মে রয়েছেন ৷ ফলে শুরুতেই এই দু’জনের উইকেট নিতে না পারলে ভারতের চাপ বাড়তে পারে ৷ তবে, শ্রীলঙ্কার মিডল অর্ডার ততটা শক্তিশালী নয় ৷ অধিনায়ক দাসুন শনাকা এবং অলরাউন্ডার ভানুকা রাজাপক্ষ বাদে তেমন কেউ নেই, যাঁরা শ্রীলঙ্কার মিডল অর্ডারকে সামলাবেন ৷ তবে, শ্রীলঙ্কার স্পিনারদের সামলাতে হবে ভারতকে ৷ বিশেষ করে ওয়ানিডু হাসারাঙ্গাকে ৷ আর পেসারদের মধ্যে মহেশ তিকসানাও যথেষ্ঠ বেগ দিতে পারেন ভারতীয় ওপেনারদের ৷

আরও পড়ুন: ক্রিকেট-ফুটবল, দেশের জনপ্রিয় দুই খেলার প্রশাসনের শীর্ষে বাঙালি রাজ

দুবাই, 6 সেপ্টেম্বর: আজ এশিয়া কাপ (Asia Cup 2022) সুপার ফোর রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে শ্রীলঙ্কা (India vs Sri Lanka) ৷ পাকিস্তানের বিরুদ্ধে রবিবারের ম্যাচ হারায় ভারতের জন্য শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচ ‘মাস্ট উইন গেম’ হয়ে দাঁড়িয়েছে ৷ ফলে আজকের ম্যাচ জেতাটা ভারতের জন্য খুবই জরুরি ৷ তবে, এই ম্যাচ জেতা খুব একটা সহজ হবে না রোহিত শর্মার দলের জন্য ৷ কারণ, আফগানিস্তানের তুলনামূলক শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে রান তাড়া করে ম্যাচ জিতেছে লঙ্কানরা ৷ ফলে আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় বোলারদের বড় পরীক্ষা বলে মনে করছে বিশেষজ্ঞমহল ৷

তবে, ভারতীয় দলের পক্ষে একটা সুখবর, তাদের ওপেনিং জুটির ফর্মে ফেরা ৷ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক এবং সহ-অধিনায়ক অর্থাৎ, রোহিত শর্মা এবং কেএল রাহুলকে ছন্দে দেখিয়েছে ৷ দু’জনেই আগ্রাসী ব্যাটিং করেছেন ৷ আরও বড় প্রাপ্তি বিরাট কোহলির রানে ফেরা ৷ তবে, ভারতের মিডল অর্ডারে আরও একটু স্থিরতা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ কারণ, মাঝের ওভারে দ্রুত রান করতে গিয়ে সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ এবং দীপক হুডা আগের ম্যাচে উইকেট দিয়ে এসছিলেন ৷ ফলে শেষের ওভারে রান তুলতে সমস্যা হচ্ছে ভারতের ৷

আর ভারতীয় বোলিংয়ের দুর্বলতা আগের ম্যাচেই সামনে চলে এসেছে ৷ যেখানে ভালো দলের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে এক বা দুই উইকেট তুললেও, মাঝের ওভারে উইকেট নিতে ব্যর্থ হচ্ছেন ভারতীয় বোলাররা ৷ বিশেষত, স্পিনাররা ৷ তার উপর হার্দিক পান্ডিয়ার উপর অতিরিক্তি নির্ভরশীল হয়ে পড়ছে ভারত ৷ যার ফলে হার্দিকের উপরেও চাপ বাড়ছে ৷ যার প্রভাব পাকিস্তান ম্যাচে স্পষ্ট দেখা গিয়েছে ৷ ফলে মাঝের ওভারে ভারতীয় স্পিনারদের আরও বেশি আগ্রাসী ভূমিকা নিতে হবে বলেই মত, ক্রিকেট বিশেষজ্ঞদের ৷

আরও পড়ুন: টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর শুধু ধোনির মেসেজ পেয়েছেন, বিস্ফোরক কোহলি

আর শ্রীলঙ্কা দলের দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস ফর্মে রয়েছেন ৷ ফলে শুরুতেই এই দু’জনের উইকেট নিতে না পারলে ভারতের চাপ বাড়তে পারে ৷ তবে, শ্রীলঙ্কার মিডল অর্ডার ততটা শক্তিশালী নয় ৷ অধিনায়ক দাসুন শনাকা এবং অলরাউন্ডার ভানুকা রাজাপক্ষ বাদে তেমন কেউ নেই, যাঁরা শ্রীলঙ্কার মিডল অর্ডারকে সামলাবেন ৷ তবে, শ্রীলঙ্কার স্পিনারদের সামলাতে হবে ভারতকে ৷ বিশেষ করে ওয়ানিডু হাসারাঙ্গাকে ৷ আর পেসারদের মধ্যে মহেশ তিকসানাও যথেষ্ঠ বেগ দিতে পারেন ভারতীয় ওপেনারদের ৷

আরও পড়ুন: ক্রিকেট-ফুটবল, দেশের জনপ্রিয় দুই খেলার প্রশাসনের শীর্ষে বাঙালি রাজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.