কলকাতা, 11 সেপ্টেম্বর: পরিস্থিতি যত কঠিন হয়, ততই চোয়াল শক্ত করে সাফল্য ছিনিয়ে নেওয়ার ইচ্ছে প্রবল হয় । এশিয়া কাপে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে দেখে এই কথাগুলো বলাই যায় । তবে খেতাব শেষ পর্যন্ত হাতে উঠল কি না, তা দেখতে আরও কিছু ঘণ্টা অপেক্ষা করতে হবে ।
দুবাইয়ে এশিয়া কাপ টি20 ফাইনালে (Asia Cup 2022 Final) আজ মুখোমুখি শ্রীলঙ্কা-পাকিস্তান (Sri Lanka vs Pakistan) । গ্রুপ ফোরের ম্যাচে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে দ্বীপরাষ্ট্রের সিংহবাহিনী । যার সামনে রবিবার সন্ধ্যায় প্রতিপক্ষ পাকিস্তান ।
মরুশহরে বল গড়ানোর আগে অতিবড় ক্রিকেট ভক্তও এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা-পাকিস্তানের দেখা হবে ভাবেনি । বরং তারা ওয়াঘার দুই প্রান্তের প্রতিবেশীদের লড়াইয়ের উত্তাপের মৌজ মোট তিনবার নেওয়া যাবে ধরে নিয়েছিল । অথচ আমিরশাহীর ফ্লাইট ধরার আগে এগারোটি ম্যাচের নয়টিতে পরাজিত হওয়া শ্রীলঙ্কা এখানে পা দিয়েই যেন বদলে গিয়েছে । চোটের জন্য দুষ্মন্ত চামিরা, কুশল পেরেরা প্রাথমিক দলে নেই । তা সত্ত্বেও কোচ ক্রিস সিলভারউড এবং অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka) জুটি দলকে বদলে দিয়েছেন । যার ওপর ভরসা করে শ্রীলঙ্কা অধিনায়কের হুঙ্কার বিশ্বের যেকোনও বোলিং সামলানোর ক্ষমতা তাঁর দলের রয়েছে ।
ভারতীয় ও পাকিস্তানের বোলিং লাইন আপকে সামলে সুপার ফোরের ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা । প্রতিপক্ষ ব্যাটারদের কখনই মাথায় চড়তে দেননি শ্রীলঙ্কান বোলাররা । সব মিলিয়ে নিজেদের দেশের সংকটজনক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাইশগজ থেকে যেন তাঁরা ঘুরে দাড়ানোর রসদ সংগ্রহ করতে চাইছে ।
আরও পড়ুন: পাকিস্তানের কাছে আফগানদের হারে রোহিতদের ফাইনালের স্বপ্ন শেষ
তাদের এই জয়ের ইচ্ছা প্রতিপক্ষ পাকিস্তানের সামনে আজ কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলেই মনে করছে ক্রিকেটমহল । অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের ধারাবাহিকতার অভাব চিন্তায় রেখেছে অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) । আফগানিস্তানের বিরুদ্ধে 130 রান তাড়া করতে নেমে শেষ উইকেটে ম্যাচ জিতেছে পাকিস্তান ৷ তাই আজকের ফাইনাল বাবরদের কাছে কঠিন হবে ৷