কলকাতা, 1 মে : 'এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার ৷' ছেষট্টিতে বিয়ের পিঁড়িতে বসে সে কথাই যেন আরও একবার মনে করিয়ে দিলেন অরুণ লাল ৷ সোমবার চার হাত এক হতে চলেছে বাংলার কোচ অরুণ লাল এবং বুলবুল সাহার (Arun Lal and Bulbul Saha to get married on Monday)। কলকাতার এক অভিজাত হোটেলে বসছে বিয়ের আসর। বেশ কয়েক বছর ধরেই বুলবুল ডেট করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ৷ অবশেষে এক হচ্ছে চারহাত ৷ কিন্তু কীভাবে পাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন পিগিলাল ? জানালেন পাত্রী নিজেই ৷
বুলবুল সাহা এ ব্যাপারে বলেন, ''বাঙালি জামাইদের মত মাছ, মিষ্টি, গয়না নিয়েই বাবা-মা, পিসি-র সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিল অরুণ । ও তো বাঙালিই । ওর যাবতীয় কর্মকাণ্ড বাংলার মাটিতেই । বাংলার সংস্কৃতি-খাদ্য-পোশাক সমস্ত কিছু নিয়েই ভীষণ সচেতন ও ৷'' আর পাত্রীর ভবিষ্যৎ ভাবনা কী ? বিয়ের পর নিজের একটি রেস্তোরাঁ খোলার ভাবনায় রয়েছেন, জানালেন বুলবুল ৷ রান্না করতে ভালবাসেন । 2019 একটি রান্নার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি । এবার সেই রান্নাকে ঘিরেই ভবিষ্যৎ সাজাতে চাইছেন পরিকল্পনা ।
বুলবুল বলেন, ''আমি রান্না করতে ভীষণ ভালবাসি । খেতে তো ভালবাসিই পাশাপাশি খাওয়াতে পারলেও খুব তৃপ্তি পাই । সে কারণেই একটা রেস্তোরাঁ খোলার ইচ্ছে রয়েছে ।'' আগেই জানিয়েছিলেন সোমবার অতিথিদের জন্য থাকছে এলাহি আয়োজন । চিংড়ি মাছের মালাইকারি, ফিস ফ্রাই, মটন কষা, ছানার মহিমা, আম দই থাকছে বিয়ের মেনুতে । ইতিমধ্যেই গায়ে-হলুদ অনুষ্ঠান হয়ে গিয়েছে বুলবুল ও অরুণ লালের । নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছেন বুলবুল ।
আরও পড়ুন : অতিথি তালিকায় সৌরভ-শাস্ত্রী, অরুণ-বুলবুলের বিয়েতে বাঙালি পদে আপ্যায়ন
কয়েকবছর আগে এক বন্ধুর পার্টিতে অরুণ লালের সঙ্গে আলাপ তাঁর । সেখান থেকেই একে অপরের ঘনিষ্ঠ হওয়া । অরুণ লালের প্রকৃতি প্রেম, গরীবদের সাহায্য করার ইচ্ছে এবং পশু-পাখিদের প্রতি ভালবাসা দেখে মুগ্ধ হয়েছিলেন বুলবুল ৷ সেইসব ভালবাসায় যেন পরিণতি পেতে চলেছে আগামিকাল ৷ সোমবার বাংলা কোচের বিয়ের অনুষ্ঠানে আসতে পারেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও ।