ETV Bharat / sports

Kapil Dev Criticised Team India: নিজেদের সবজান্তা ভাবেন ক্রিকেটাররা, কপিলের নিশানায় ভারতীয় দল - সুনীল গাভাসকর

Cricketers Feel They Know Everything Kapil Dev on Indian Team: ভারতীয় ক্রিকেটারদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা করলেন কপিল দেব ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের করুণ দশার জন্য, ক্রিকেটারদের সবজান্তা মানসিকতাকে দায়ী করলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক ৷

Kapil Dev Criticised Team India ETV BHARAT
Kapil Dev Criticised Team India
author img

By

Published : Jul 31, 2023, 6:50 PM IST

মুম্বই, 31 জুলাই: ভারতীয় দলের সাম্প্রতিক পারফর্ম্যান্স নিয়ে এবার সরব হলেন কপিল দেব ৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের বর্তমান ক্রিকেটাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক ৷ বর্তমান ভারতীয় দলের মধ্য ‘ঔদ্ধত্য’ এসে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি ৷ এমনকী সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজে থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে কথা বলার প্রয়োজনবোধ করছেন না ভারতীয় ক্রিকেটাররা ৷ কপিলের এই আক্রমণের নিশানায় মূলত ভারতীয় দলের তরুণ ব্যাটারই ছিলেন ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় ব্যাটিংয়ের কংকালসার চেহারা বেরিয়ে এসেছে ৷ প্রথম ম্যাচে 115 রান তাড়া করতে গিয়ে 5 উইকেট পড়ে গিয়েছিল ভারতের ৷ আর দ্বিতীয় ম্যাচে দুই ওপেনার বাদে বাকিদের কারও মধ্যে প্রতিরোধের লেশমাত্র দেখা যায়নি ৷ বিশ্বকাপের দু’মাস আগে এমন ভয়াবহ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সরব হয়েছেন প্রাক্তনরা ৷ ভেঙ্কটেশ প্রসাদ, সাবা করিম, সুনীল গাভাসকরের পর এবার কপিল দেবও ভারতীয় ক্রিকেটারদের পারফর্ম্যান্স নিয়ে সরব হলেন ৷

ভারতীয় দল নিয়ে বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের মন্তব্য, ‘‘অনেক সময় প্রচুর ঐশ্বর্যের সঙ্গে ঔদ্ধত্য চলে আসে ৷ এই ক্রিকেটাররা মনে করেন, তাঁরা সব জানেন ৷ এখানেও সমস্যাটা ৷ আমি বলব, ভারতীয় দলের অনেক ক্রিকেটারের এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন ৷’’ এর পরেই সুনীল গাভাসকরের মতো কিংবদন্তির পরামর্শ না নেওয়া নিয়ে ক্রিকেটারদের নিশানা করেন কপিল ৷

আরও পড়ুন: 'অতি সাধারণ মানের ক্রিকেট', ভারতীয় দল নিয়ে আক্ষেপ প্রাক্তন পেসারের গলায়

তিনি বলেন, ‘‘যখন সুনীল গাভাসকর সেখানে রয়েছেন, কেন আপনারা তাঁর সঙ্গে আলোচনা করবেন না ? কেন এখানে এত ‘ইগো’ থাকবে ? তাঁরা মনে করেন, তাঁরা যথেষ্ঠ ভালো ৷ হতে পারেন তাঁরা ভালো ক্রিকেটার ৷ কিন্তু, যিনি 50 বছরের বেশি সময় ধরে মাঠের ভিতরে ও বাইরে থেকে ক্রিকেটটাকে দেখছেন, তাঁর থেকে বাড়তি সাহায্য নেওয়ায় কোনও ক্ষতি হবে না ৷’’ কপিল এও জানান, সাম্প্রতিক অতীতে কোনও ভারতীয় পেসার তাঁর কাছেও পরামর্শ চাওয়ার জন্য আসেননি ৷

মুম্বই, 31 জুলাই: ভারতীয় দলের সাম্প্রতিক পারফর্ম্যান্স নিয়ে এবার সরব হলেন কপিল দেব ৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের বর্তমান ক্রিকেটাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক ৷ বর্তমান ভারতীয় দলের মধ্য ‘ঔদ্ধত্য’ এসে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি ৷ এমনকী সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজে থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে কথা বলার প্রয়োজনবোধ করছেন না ভারতীয় ক্রিকেটাররা ৷ কপিলের এই আক্রমণের নিশানায় মূলত ভারতীয় দলের তরুণ ব্যাটারই ছিলেন ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় ব্যাটিংয়ের কংকালসার চেহারা বেরিয়ে এসেছে ৷ প্রথম ম্যাচে 115 রান তাড়া করতে গিয়ে 5 উইকেট পড়ে গিয়েছিল ভারতের ৷ আর দ্বিতীয় ম্যাচে দুই ওপেনার বাদে বাকিদের কারও মধ্যে প্রতিরোধের লেশমাত্র দেখা যায়নি ৷ বিশ্বকাপের দু’মাস আগে এমন ভয়াবহ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সরব হয়েছেন প্রাক্তনরা ৷ ভেঙ্কটেশ প্রসাদ, সাবা করিম, সুনীল গাভাসকরের পর এবার কপিল দেবও ভারতীয় ক্রিকেটারদের পারফর্ম্যান্স নিয়ে সরব হলেন ৷

ভারতীয় দল নিয়ে বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের মন্তব্য, ‘‘অনেক সময় প্রচুর ঐশ্বর্যের সঙ্গে ঔদ্ধত্য চলে আসে ৷ এই ক্রিকেটাররা মনে করেন, তাঁরা সব জানেন ৷ এখানেও সমস্যাটা ৷ আমি বলব, ভারতীয় দলের অনেক ক্রিকেটারের এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন ৷’’ এর পরেই সুনীল গাভাসকরের মতো কিংবদন্তির পরামর্শ না নেওয়া নিয়ে ক্রিকেটারদের নিশানা করেন কপিল ৷

আরও পড়ুন: 'অতি সাধারণ মানের ক্রিকেট', ভারতীয় দল নিয়ে আক্ষেপ প্রাক্তন পেসারের গলায়

তিনি বলেন, ‘‘যখন সুনীল গাভাসকর সেখানে রয়েছেন, কেন আপনারা তাঁর সঙ্গে আলোচনা করবেন না ? কেন এখানে এত ‘ইগো’ থাকবে ? তাঁরা মনে করেন, তাঁরা যথেষ্ঠ ভালো ৷ হতে পারেন তাঁরা ভালো ক্রিকেটার ৷ কিন্তু, যিনি 50 বছরের বেশি সময় ধরে মাঠের ভিতরে ও বাইরে থেকে ক্রিকেটটাকে দেখছেন, তাঁর থেকে বাড়তি সাহায্য নেওয়ায় কোনও ক্ষতি হবে না ৷’’ কপিল এও জানান, সাম্প্রতিক অতীতে কোনও ভারতীয় পেসার তাঁর কাছেও পরামর্শ চাওয়ার জন্য আসেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.