মুম্বই, 8 মে : একটি কোভিড তহবিলে অনুদানের জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ বিরুষ্কার এই আবেদনের বিপুল সাড়া মিলল ৷ 24 ঘণ্টারও কম সময়ে তহবিলে জমা হল 3 কোটি 6 লাখ টাকা ৷ অনুরাগীদের কাছে এমন সাড়া পেয়ে অভিভূত বিরাট-অনুষ্কা ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ের ব্যাপক প্রভাব পড়েছে দেশে ৷ অক্সিজেন, ওষুধের হাহাকার দেখা দিয়েছে ৷ তাই বিভিন্ন সংস্থার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের সেলিব্রিটিরা ৷ আইপিএল স্থগিত হওয়ার পর ঘরে ফিরেই একটি ভিডিয়ো পোস্ট করেন বিরাট কোহলি ৷ জানান ketto নামে একটি কোভিড তহবিলে স্বামী-স্ত্রী মিলে 2 কোটি টাকা দান করেছেন ৷ নিজেদের লাখো অনুরাগীদের সাধ্যমতো এই তহবিলে অনুদান দেওয়ার অনুরোধ জানান ৷ বিরুষ্কার এই আবেদনে মিলল ব্যাপক সাড়া ৷ একদিনে উঠল 3.5 কোটি টাকা ৷ এই বিপুল সাড়ায় আপ্লুত বিরাট টুইট করে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ৷
-
3.6 crores in less than 24 hours! Overwhelmed with the response. Let’s keep fighting to meet our target and help the country. Thank you.🙏#InThisTogether #ActNow #OxygenForEveryone #TogetherWeCan #SocialForGood@ketto @actgrants pic.twitter.com/ZCyAlrgOXj
— Virat Kohli (@imVkohli) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">3.6 crores in less than 24 hours! Overwhelmed with the response. Let’s keep fighting to meet our target and help the country. Thank you.🙏#InThisTogether #ActNow #OxygenForEveryone #TogetherWeCan #SocialForGood@ketto @actgrants pic.twitter.com/ZCyAlrgOXj
— Virat Kohli (@imVkohli) May 8, 20213.6 crores in less than 24 hours! Overwhelmed with the response. Let’s keep fighting to meet our target and help the country. Thank you.🙏#InThisTogether #ActNow #OxygenForEveryone #TogetherWeCan #SocialForGood@ketto @actgrants pic.twitter.com/ZCyAlrgOXj
— Virat Kohli (@imVkohli) May 8, 2021
আরও পড়ুন : কোভিড মোকাবিলায় বিরুষ্কার দান 2 কোটি
তিনি লেখেন, "24 ঘণ্টারও কম সময়ে 3.6 কোটি টাকা ! এমন সাড়া পেয়ে আমরা অভিভূত ৷ আসুন আমাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি এবং দেশকে সাহায্যে হাত বাড়িয়ে দিই ৷ সকলকে ধন্যবাদ ৷" অনুষ্কা লিখেছেন, "যাঁরা এখনও পর্যন্ত অনুদান দিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ ৷ আমরা অর্ধেক পথ পেরিয়ে এসেছি ৷ এভাবে এগিয়ে যেতে হবে ৷" ওই কোভিড তহবিল থেকে মোট 7 কোটি টাকা দান করার লক্ষ্য নেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই 5.6 কোটি টাকা জমা হয়েছে ৷