মুম্বই, 12 মার্চ: আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সাড়ে 3 বছর পর আবারও টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি ৷ তাঁর 186 রানের এই ইনিংসে ছিল ধৈর্যের পরীক্ষা ৷ আর সেটাই দেখা গিয়েছে 4 সেশনের ইনিংসে ৷ কিন্তু, বিরাট কোহলি এই ইনিংস খেলেছেন অসুস্থ শরীরে (Virat Kohli Batted Through Sickness in Ahmedabad Test) ! এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ৷ বিরাটের সেঞ্চুরির মুহূর্তের ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অনুষ্কা সেখানেই তিনি বিরাটের অসুস্থতার কথা জানিয়েছেন ৷ তবে, ঠিক কী হয়েছে বিরাট কোহলির, তা উল্লেখ করেননি তাঁর স্ত্রী ৷
অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘‘অসুস্থতা সত্ত্বেও এমন একাগ্রতার সঙ্গে খেলে গেলে ৷ আমাকে সবসময় অনুপ্রেরণা দাও !’’ অনুষ্কার এই পোস্ট ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে ৷ ইনস্টাস্টোরির স্ক্রিন শট সর্বত্র ছড়িয়ে পড়েছে ৷ আর তারপরেই বিরাট অনুরাগীদের একটাই প্রশ্ন কী হয়েছে তাঁর ? কিন্তু, গতকাল শেষ সেশন এবং আজকে সকাল থেকে পুরোদিনে একবারের জন্য বিরাটের ইনিংসে সেই অসুস্থতার ছাপ দেখা যায়নি ৷ আমেদাবাদে মার্চ মাসের গরমেও লাগাতার দলের স্বার্থে খেলে গিয়েছেন ৷
মাঝে মধ্যে তাঁকে গরম থেকে আরাম দিতে মাঠে আইস ব্যাগ এসেছে ৷ তা অন্যান্য ক্রিকেটারদের জন্যও এসেছিল ৷ এ দিন বিরাট কোহলির 186 রানের ইনিংসে ভর করে ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে 91 রানে এগিয়ে যায় ৷ 571 রানে ভারতের ইনিংস শেষ হয়েছে ৷ জবাবে অস্ট্রেলিয়া দিনের শেষে 6 ওভারে 3 রান করেছে কোনও উইকেট না-হারিয়ে ৷ পঞ্চমদিনে ভারতের লক্ষ্য হবে, অস্ট্রেলিয়াকে যত কম রানের মধ্যে অল আউটের চেষ্টা করা ৷ কারণ, তবেই এই টেস্ট জেতা সম্ভব হবে ভারতের পক্ষে ৷
আরও পড়ুন: 1206 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে 28তম টেস্ট সেঞ্চুরি বিরাটের
অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে অল্প রানে অল আউট করলে এবং সেক্ষেত্রে যদি ভারতের সামনে 100 বা তার বেশি কিছু রানের টার্গেট থাকে, তাহলেও সেই রান তাড়া করে জেতার সুযোগ রয়েছে রোহিত শর্মাদের ৷ সেই সঙ্গে আগামিকাল ভারতীয় দলের নজরে থাকবে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টে ৷ কারণ সেই টেস্টের ফয়সলা ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের অনেক আগেই হয়ে যাবে ৷ আর ভারত চাইবে নিউজিল্যান্ড তাদের জয়ের জন্য প্রয়োজনীয় 257 রান তুলে নিক ৷ তাহলে ভারতের কাছে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করা অনেক সহজ হবে ৷