পার্থ (অস্ট্রেলিয়া), 31 অক্টোবর: অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির (Virat Kohli) হোটেল রুমের ফাঁস হওয়া (Invasion of privacy) ভিডিয়ো নিয়ে গর্জে উঠলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka on Virat Privacy)৷ গোটা ঘটনার তীব্র নিন্দা করে হাবির 'গোপনীয়তায় আক্রমণ' নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী (Anushka Sharma)৷
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া সফরে থাকা বিরাট কোহলি সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন যে, পার্থের যে হোটেল রুমে তিনি রয়েছেন, সেখানে তাঁর গোপনীয়তায় আক্রমণ করা হয়েছে ৷ তাঁর হোটেল রুমের ভাইরাল হওয়া ভিডিয়োটি শেয়ার করে তিনি বলেন, এটা তাঁর গোপনীয়তায় সম্পূর্ণ আক্রমণ, এই ঘটনায় তিনি হতাশ । ভিডিয়ো দেখে বোঝা গিয়েছে যে, বিরাট না থাকাকালীন কোনও ব্যক্তি তাঁর রুমের প্রতিটি জিনিসের ভিডিয়ো রেকর্ড করেছেন ৷
ইনস্টাগ্রামে বিরাট লিখেছেন, "আমি বুঝতে পারি যে ভক্তরা তাঁদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং উত্তেজিত হন ৷ তাঁদের সঙ্গে দেখা করার জন্যও উত্তেজিত থাকেন ৷ আমি সবসময় এটার প্রশংসা করেছি । কিন্তু এই ভিডিয়োটি ভয়ংকর এবং এটি আমাকে আমার গোপনীয়তা সম্পর্কে খুবই বিভ্রান্ত করেছে । আমি যদি আমার নিজের হোটেল রুমে গোপনীয়তা না রাখতে পারি, তাহলে কি আমি আদৌ কোথাও ব্যক্তিগত স্পেস আশা করতে পারি?? আমি এই ধরনের ফ্যানাটিসিজম এবং গোপনীয়তার সম্পূর্ণ আক্রমণের সঙ্গে ধাতস্থ নই । দয়া করে ব্যক্তির গোপনীয়তাকে সম্মান করুন এবং তাঁদের বিনোদনের একটি পণ্য হিসাবে বিবেচনা করবেন না ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই ঘটনাকে "অত্যন্ত অপমানজনক" হিসাবে বর্ণনা করেছেন বিরাটের বেটারহাফ অনুষ্কা শর্মা ৷ তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "অতীতে কিছু ঘটনা ঘটেছে যেখানে কয়েকজন ভক্ত কোনও ভদ্রতা দেখাননি ৷ তবে এটি সত্যিই সবচেয়ে খারাপ ঘটনা । একজন মানুষের সম্পূর্ণ অসম্মান ৷ আর কেউ যদি এটি দেখে মনে করেন যে সেলিব্রিটি হলে এসব সামাল দিতেই হবে, তবে জেনে রাখা উচিত যে আপনিও এই সমস্যার একটি অংশ ।" অনুষ্কার বার্তার শেষে লেখা রয়েছে, "কিছু আত্মনিয়ন্ত্রণ প্রত্যেককে সাহায্য করে । যদি এটি আপনার বেডরুমে ঘটে, তাহলে কী বলবেন ?"
আরও পড়ুন: 'বিরাট' রেকর্ড! টি-20 বিশ্বকাপে হাজার রান কোহলির
বিরাটের গোপনীয়তার উপর এই আঘাতে ক্ষুব্ধ অনেকেই । চলচ্চিত্র এবং ক্রীড়া ক্ষেত্রের সেলিব্রিটিরাও এর বিরুদ্ধে সরব হয়েছেন ৷ বলিউডের অভিনেতা বরুণ ধাওয়ান একে "ভয়াবহ আচরণ" বলেছেন ৷ অভিনেতা অর্জুন কাপুরের কথায়, এটি "একেবারে অনৈতিক এবং অস্বাস্থ্যকর ।"
বিরাট এবং অনুষ্কা বরাবরই তাঁদের গোপনীয়তা বজায় রাখার বিষয়ে সচেতন ৷ অতীতে তাঁরা বেশ কয়েকবার সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন যে, তাঁদের মেয়ে ভামিকার ছবি যেন শেয়ার না করা হয় ৷ জন্মের পর থেকে দুজনেই তাঁদের কোনও ছবিতে ভামিকার মুখ প্রকাশ করেননি । তাঁরা আগে ভামিকাকে লাইমলাইট থেকে দূরে রাখার কারণ প্রকাশ করে একটি অফিসিয়াল বিবৃতিও জারি করেছিলেন ৷ সেখানে তাঁরা লিখেছিলেন, "আমরা দম্পতি হিসাবে সিদ্ধান্ত নিয়েছি যে সোশ্যাল মিডিয়া কী তা বোঝার আগে আমাদের সন্তানকে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করব না "