ETV Bharat / sports

Ind vs Sl : করোনা আক্রান্ত একাধিক সাপোর্ট স্টাফ, ভারতের বিরুদ্ধে খেলতে পারবে তো শ্রীলঙ্কা ?

author img

By

Published : Jul 9, 2021, 8:05 PM IST

দলের ভিডিয়ো অ্যানালিসিস্ট শীরান্থা নিরোসানা করোনা আক্রান্ত হয়েছেন ৷ আগেই কোচ অ্যান্ডি ফ্লাওয়ার করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ যদিও দলের বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তবে পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে ভারতের বিরুদ্ধে কার্যত দ্বিতীয় সারির দল নামাতে হবে শ্রীলঙ্কাকে ৷

শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা

কলোম্ব, 9 জুলাই : ভারতের বিরুদ্ধে সিরিজ় খেলতে পারবে তো শ্রীলঙ্কা ? প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে ৷ ইতিমধ্যে দ্বীপরাষ্ট্রে পৌঁছে গিয়েছে ভারতীয় দল ৷ চলছে জোর কদমে অনুশীলন ৷ কিন্তু তার মাঝেই ইংল্যান্ড সফররত শ্রীলঙ্কা দলের একাধিক সদস্য করোনা আক্রান্ত ৷ যা রীতিমতো মাথাব্যাথার বিষয় হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ৷

জানা গিয়েছে দলের অ্যানালিসিস্ট শীরান্থা নিরোসানা করোনা আক্রান্ত হয়েছেন ৷ আগেই কোচ অ্যান্ডি ফ্লাওয়ার করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ যদিও দলের বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তবে পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে ভারতের বিরুদ্ধে কার্যত দ্বিতীয় সারির দল নামাতে হবে শ্রীলঙ্কাকে ৷

সূত্রের খবর অন্য একটি দলকে তৈরি রাখা হয়েছে ৷ এবং ক্রিকেটারদের ইতিমধ্যে বায়ো বাবলে পাঠানো হয়েছে ৷ ইংল্যান্ড সফররত দলের কোনও ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ আসলে বা পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে ওই দ্বিতীয় দলটি ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ় খেলবে ৷ তাই ঘরের মাঠে খেললেও কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে শ্রীলঙ্কা, তা বলাই বাহুল্য ৷

অন্যদিকে ভারতের প্রথম সারির একাধিক ক্রিকেটার ইংল্যান্ডে থাকলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় খেলতে গিয়েছেন শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, মনীশ পাণ্ডের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ৷ একই সঙ্গে দলে আছে কয়েকজন অসাধারণ তরুণ ক্রিকেটার ৷ এছাড়া দলের কোচ কিংবদন্তি রাহুল দ্রাবিড় ৷ তাই ভারতীয় দলকে যখন গোছানো মনে হচ্ছে, ঠিক তখনই ছন্নছাড়া দেখাচ্ছে শ্রীলঙ্কা দলকে ৷ ইংল্যান্ডে বায়ো বাবল নিয়ম ভঙ্গ করায়, নির্বাসনের মুখে পড়েছেন কুশল মেন্ডিস, ধনুষ্কা গুনতিলকা ও নিরোশান ডিকওয়ালা ৷

আরও পড়ুন : Copa America 2021: কোপার মেগা ফাইনাল, বন্ধু এখানে শত্রু

একদিকে নির্বাসন, অন্যদিকে করোনার থাবা ৷ কার্যত দিশাহারা শ্রীলঙ্কা ক্রিকেট ৷

কলোম্ব, 9 জুলাই : ভারতের বিরুদ্ধে সিরিজ় খেলতে পারবে তো শ্রীলঙ্কা ? প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে ৷ ইতিমধ্যে দ্বীপরাষ্ট্রে পৌঁছে গিয়েছে ভারতীয় দল ৷ চলছে জোর কদমে অনুশীলন ৷ কিন্তু তার মাঝেই ইংল্যান্ড সফররত শ্রীলঙ্কা দলের একাধিক সদস্য করোনা আক্রান্ত ৷ যা রীতিমতো মাথাব্যাথার বিষয় হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ৷

জানা গিয়েছে দলের অ্যানালিসিস্ট শীরান্থা নিরোসানা করোনা আক্রান্ত হয়েছেন ৷ আগেই কোচ অ্যান্ডি ফ্লাওয়ার করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ যদিও দলের বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তবে পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে ভারতের বিরুদ্ধে কার্যত দ্বিতীয় সারির দল নামাতে হবে শ্রীলঙ্কাকে ৷

সূত্রের খবর অন্য একটি দলকে তৈরি রাখা হয়েছে ৷ এবং ক্রিকেটারদের ইতিমধ্যে বায়ো বাবলে পাঠানো হয়েছে ৷ ইংল্যান্ড সফররত দলের কোনও ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ আসলে বা পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে ওই দ্বিতীয় দলটি ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ় খেলবে ৷ তাই ঘরের মাঠে খেললেও কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে শ্রীলঙ্কা, তা বলাই বাহুল্য ৷

অন্যদিকে ভারতের প্রথম সারির একাধিক ক্রিকেটার ইংল্যান্ডে থাকলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় খেলতে গিয়েছেন শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, মনীশ পাণ্ডের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ৷ একই সঙ্গে দলে আছে কয়েকজন অসাধারণ তরুণ ক্রিকেটার ৷ এছাড়া দলের কোচ কিংবদন্তি রাহুল দ্রাবিড় ৷ তাই ভারতীয় দলকে যখন গোছানো মনে হচ্ছে, ঠিক তখনই ছন্নছাড়া দেখাচ্ছে শ্রীলঙ্কা দলকে ৷ ইংল্যান্ডে বায়ো বাবল নিয়ম ভঙ্গ করায়, নির্বাসনের মুখে পড়েছেন কুশল মেন্ডিস, ধনুষ্কা গুনতিলকা ও নিরোশান ডিকওয়ালা ৷

আরও পড়ুন : Copa America 2021: কোপার মেগা ফাইনাল, বন্ধু এখানে শত্রু

একদিকে নির্বাসন, অন্যদিকে করোনার থাবা ৷ কার্যত দিশাহারা শ্রীলঙ্কা ক্রিকেট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.