ETV Bharat / sports

ICC World Cup 2023: প্রথম ব্যাটার হিসেবে 'টাইমড আউট' ম্যাথিউজ, শাকিবের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন - শাকিব আল হাসান

Angelo Mathews Given Timed Out: অ্যাঞ্জেলো ম্যাথিউজের আউট নিয়ে বিতর্ক ৷ প্রথম কোনও ব্যাটার হিসেবে আইসিসি-র টাইমড আউটের শিকার হলেন, প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক ৷ চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এই ঘটনা ঘটল ৷

Image Courtesy: ICC Cricket World Cup X
Image Courtesy: ICC Cricket World Cup X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 5:23 PM IST

Updated : Nov 6, 2023, 5:58 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর: 'টাইমড আউটে'র শিকার হলেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷ তিনিই আন্তর্জাতিক ক্রিকেট প্রথম ব্যাটার যিনি এই ধরনের আউট হলেন ৷ যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক ৷ এদিন শ্রীলঙ্কার চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে আসেন ম্যাথিউজ ৷ কিন্তু, হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় সময়ের মধ্যে প্রথম বল ফেস করতে পারেননি তিনি ৷ তখনই বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসানের আবেদনে আম্পায়ার ম্যাথিউজকে আউট দেন ৷ বাংলাদেশ অধিনায়কের এই আচরণে, তাঁর স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ঠিক কী ঘটেছিল ?

ম্যাচের 25 তম ওভারে শাকিবের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন শ্রীলঙ্কার ব্যাটার সমরবিক্রমা ৷ 4 উইকেট পড়ে যাওয়ার পর শ্রীলঙ্কান অল-রাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ক্রিজে আসেন ৷ ক্রিজে গার্ড নেওয়ার জন্য প্রস্তুতও হয়ে যান তিনি ৷ কিন্তু, হেলমেট টাইট করতে গিয়ে স্ট্র্যাপ ছিঁড়ে যায় ৷ ফলে তিনি হেলমেট খুলে ড্রেসিংরুমের দিকে ইশারায় নতুন হেলমেট নিয়ে আসার ইঙ্গিত করেন ৷ কিন্তু, সেই মুহূর্তে বল করার জন্য প্রস্তুত বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসান আম্পায়ার এরাসমাসের কাছে 'টাইমড আউট' উইকেটের আবেদন করেন ৷

আরও পড়ুন: বরখাস্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, বোর্ডের অন্তর্বর্তী চেয়ারম্যান অর্জুন রণতুঙ্গা

বিষয়টি বুঝতে পেরে, ম্যাথিউজ তৎক্ষণাত আম্পায়ারকে তাঁর সমস্যার কথা জানান . এমনকি শাকিবের সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করেন ৷ কিন্তু, পরিস্থিতির কথা না ভেবেই আউটের আবেদনে অটল থাকেন শাকিব ৷ ফলে বাংলাদেশের আবেদনের ভিত্তিতে আইসিসি-র নিয়ম অনুযায়ী আম্পায়ার ম্যাথিউজকে আউট ঘোষণা করেন ৷ যা নিয়ে ডাগ-আউটের ধারে দাঁড়িয়ে শ্রীলঙ্কার কোচকেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শ্রীলঙ্কা শিবিরের দাবি একজন ব্যাটার ছেঁড়া স্ট্র্যাপের হেলমেট পড়ে কীভাবে ব্যাট করতেন ? যে যুক্তি মানতে চাননি শাকিব ৷ যদিও, আরও একটি বিষয় এখানে উল্লেখ্য যে, ম্যাথিউজ হেলমেট বদলের বিষয়টি আম্পায়ারকে জানাননি ৷ সেক্ষেত্রে আম্পায়ারকে জানালে হয়তো 'টাইমড আউট' হতেন না তিনি ৷

আরও পড়ুন: এই বিশ্বকাপে বিরাটের সেরাটা আসা এখনও বাকি, মত পন্টিংয়ের

কী এই 'টাইমড আউট' ?

আইসিসি কোড অফ কনড্যাক্টের 40.1.1 ধারা অনুযায়ী, "একটি উইকেট পড়ার পর বা কোনও ব্যাটার রিটায়ার নিয়ে উঠে গেলে, পরবর্তী ব্যাটারকে নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে আসতে হবে ৷ আর ক্রিজে আসার 2 মিনিটের মধ্যে পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত হতে হবে ৷ আর নিয়ম অনুযায়ী তা না হলে, ওই ব্যাটারকে আউট ঘোষণা করা হবে ৷ অর্থাৎ, 'টাইমড আউট' হবেন ৷" এক্ষেত্রে ম্যাথিউজ ক্রিজে সময়ে এলেও 2 মিনিটের মধ্যে প্রথম বল খেলেননি ৷ তাই বাংলাদেশ দলের আবেদনে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন ৷ যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার হল ৷

নয়াদিল্লি, 6 নভেম্বর: 'টাইমড আউটে'র শিকার হলেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷ তিনিই আন্তর্জাতিক ক্রিকেট প্রথম ব্যাটার যিনি এই ধরনের আউট হলেন ৷ যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক ৷ এদিন শ্রীলঙ্কার চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে আসেন ম্যাথিউজ ৷ কিন্তু, হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় সময়ের মধ্যে প্রথম বল ফেস করতে পারেননি তিনি ৷ তখনই বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসানের আবেদনে আম্পায়ার ম্যাথিউজকে আউট দেন ৷ বাংলাদেশ অধিনায়কের এই আচরণে, তাঁর স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ঠিক কী ঘটেছিল ?

ম্যাচের 25 তম ওভারে শাকিবের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন শ্রীলঙ্কার ব্যাটার সমরবিক্রমা ৷ 4 উইকেট পড়ে যাওয়ার পর শ্রীলঙ্কান অল-রাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ক্রিজে আসেন ৷ ক্রিজে গার্ড নেওয়ার জন্য প্রস্তুতও হয়ে যান তিনি ৷ কিন্তু, হেলমেট টাইট করতে গিয়ে স্ট্র্যাপ ছিঁড়ে যায় ৷ ফলে তিনি হেলমেট খুলে ড্রেসিংরুমের দিকে ইশারায় নতুন হেলমেট নিয়ে আসার ইঙ্গিত করেন ৷ কিন্তু, সেই মুহূর্তে বল করার জন্য প্রস্তুত বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসান আম্পায়ার এরাসমাসের কাছে 'টাইমড আউট' উইকেটের আবেদন করেন ৷

আরও পড়ুন: বরখাস্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, বোর্ডের অন্তর্বর্তী চেয়ারম্যান অর্জুন রণতুঙ্গা

বিষয়টি বুঝতে পেরে, ম্যাথিউজ তৎক্ষণাত আম্পায়ারকে তাঁর সমস্যার কথা জানান . এমনকি শাকিবের সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করেন ৷ কিন্তু, পরিস্থিতির কথা না ভেবেই আউটের আবেদনে অটল থাকেন শাকিব ৷ ফলে বাংলাদেশের আবেদনের ভিত্তিতে আইসিসি-র নিয়ম অনুযায়ী আম্পায়ার ম্যাথিউজকে আউট ঘোষণা করেন ৷ যা নিয়ে ডাগ-আউটের ধারে দাঁড়িয়ে শ্রীলঙ্কার কোচকেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শ্রীলঙ্কা শিবিরের দাবি একজন ব্যাটার ছেঁড়া স্ট্র্যাপের হেলমেট পড়ে কীভাবে ব্যাট করতেন ? যে যুক্তি মানতে চাননি শাকিব ৷ যদিও, আরও একটি বিষয় এখানে উল্লেখ্য যে, ম্যাথিউজ হেলমেট বদলের বিষয়টি আম্পায়ারকে জানাননি ৷ সেক্ষেত্রে আম্পায়ারকে জানালে হয়তো 'টাইমড আউট' হতেন না তিনি ৷

আরও পড়ুন: এই বিশ্বকাপে বিরাটের সেরাটা আসা এখনও বাকি, মত পন্টিংয়ের

কী এই 'টাইমড আউট' ?

আইসিসি কোড অফ কনড্যাক্টের 40.1.1 ধারা অনুযায়ী, "একটি উইকেট পড়ার পর বা কোনও ব্যাটার রিটায়ার নিয়ে উঠে গেলে, পরবর্তী ব্যাটারকে নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে আসতে হবে ৷ আর ক্রিজে আসার 2 মিনিটের মধ্যে পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত হতে হবে ৷ আর নিয়ম অনুযায়ী তা না হলে, ওই ব্যাটারকে আউট ঘোষণা করা হবে ৷ অর্থাৎ, 'টাইমড আউট' হবেন ৷" এক্ষেত্রে ম্যাথিউজ ক্রিজে সময়ে এলেও 2 মিনিটের মধ্যে প্রথম বল খেলেননি ৷ তাই বাংলাদেশ দলের আবেদনে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন ৷ যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার হল ৷

Last Updated : Nov 6, 2023, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.