মুম্বই, 18 ডিসেম্বর: ক্রিকেট ভক্ত তো ছিলেনই ৷ এবার ক্রিকেটের সঙ্গে খানিকটা প্রত্যক্ষভাবে জুড়ে গেলেন মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ না বিসিসিআই, আইপিএল বা কোনও রাজ্য ক্রিকেট সংস্থায় নয় ৷ অমিতাভ বচ্চন ইন্ডিয়ান স্ট্রিট ক্রিকেট লিগে মুম্বই দলের সঙ্গে যুক্ত হলেন ৷ ছয় দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে মুম্বই দলের মালিকানা কিনেছেন অমিতাভ ৷ উল্লেখ্য, ভারতের প্রথম টেনিস বল টি-10 ক্রিকেট টুর্নামেন্ট, যা বড় স্টেডিয়ামে খেলা হবে ৷ আয়োজকদের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ৷ আর প্রথম সিজনের সূচনা হবে আগামী বছর 2 মার্চ ৷ চলবে 9 মার্চ পর্যন্ত ৷
এই টি-10 টুর্নামেন্টে মোট 6টি দল অংশ নেবে ৷ হায়দরাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ও শ্রীনগর ৷ 6 দলের লিগ ও নক-আউট মিলিয়ে মোট 19টি ম্যাচ খেলা হবে ৷ অমিতাভ বচ্চন এই ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের অংশ হয়ে জানিয়েছেন, এটা তাঁর কাছে একটা নতুন সূচনা ৷ বিগ বি মুম্বই দলের মালিকানা নিয়ে তাঁর ব্যক্তিগত ব্লগে একটি লেখা প্রকাশ করেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘একটি নতুন দিন... এবং একটা নতুন উদ্যোগ... মুম্বইয় দলের মালিক হতে পারাটা আমার কাছে সম্মানের এবং সৌভাগ্যের বিষয় ৷ এর বিশেষত্ব, আগামী দিনের উঠতি প্রতিভাদের এখান থেকে খুঁজে বের করা বড় মঞ্চের জন্য ৷’’
আইএসপিএল-কে উত্তেজক এবং সৎ চিন্তাভাবনা হিসেবে ব্যাখ্যা করেছেন বিগ বি ৷ তিনি বলেন, ‘‘যাঁরা রাস্তায়, গলিতে তাঁদের সামর্থ্য প্রদর্শন করেছে, তাঁদের সামর্থ দেখিয়েছে এবং ক্রিকেট খেলার জন্য স্থানীয় এলাকায় পিচ তৈরি করেছে, সেই সকলের জন্য এটা একটা সুযোগ ৷ এবার তাঁদের কাছে সুযোগ এসেছে পরিকল্পতি একটা রূপরেখার মধ্যে দিয়ে তৈরি মঞ্চের মাধ্যমে বিশ্বের লক্ষ্য লক্ষ্য দর্শকদের সামনে নিজেদের প্রতিভাকে তুলে ধরা ৷ তাদের জন্য একটি সুযোগ যারা রাস্তায়, গলিতে তাদের সামর্থ্য প্রদর্শন করেছে এবং ক্রিকেট খেলার জন্য ঘরে তৈরি পিচ তৈরি করেছে ৷’’
উল্লেখ্য, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে বলিউডের আরও দুই অভিনেতা তথা নায়ক নিজেদের দলের মালিকানা ঘোষণা করেছেন ৷ তাঁরা হলেন অক্ষয় কুমার এবং হৃতিক রোশন ৷ অক্ষয় কুমার শ্রীনগরের দল কিনেছেন ৷ সেখানে হৃতিক রোশন বেঙ্গালুরু দলের মালিক হয়েছেন ৷
আরও পড়ুন: