কলকাতা, 19 অগস্ট: স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে 16 সেপ্টেম্বর লেজেন্ডস লিগের একটি প্রদর্শনী টি20 ম্যাচ (Special T20 Match of Legends League) খেলা হবে ৷ যে ম্যাচে অধিনায়কত্ব করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেই ম্যাচে উপস্থিত থাকবেন লেজেন্ডস লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ৷ আয়োজকদের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ এমনকি বিগ বি এ নিয়ে সবুজ সংকেত দিয়েছেন বলেও জানা গিয়েছে ৷ তবে, শুধু বিগ বি নন, বলিউড বাদশা শাহরুখ খানকেও আমন্ত্রণ জানানো হয়েছে 16 সেপ্টেম্বরের প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকার জন্য ৷
করোনার পর ফের জাঁকজমকের সঙ্গে দ্বিতীয় পর্বের লেজেন্ডস লিগ শুরু হচ্ছে ৷ 17 এবং 19 সেপ্টেম্বর ইডেনে দু’টি ম্যাচ হবে এই টুর্নামেন্টের ৷ কিন্তু, তার থেকেও বেশি আগ্রহ 16 সেপ্টেম্বর স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ম্যাচকে ঘিরে ৷ যে ম্যাচে ইন্ডিয়ান মহারাজের অধিনায়কত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ তাও আবার ঘরের মাঠ ইডেনে ৷ বিপরীতে থাকছে ওয়ার্ল্ড জায়ান্টস ৷ যে দলের অধিনায়কত্ব করবেন ইয়ন মর্গ্যান ৷ আর এর থেকেই বড় খবর যা আয়োজকদের তরফে দেওয়া হয়েছে, প্রদর্শনী ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন লেজেন্ডস লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার অমিতাভ বচ্চন ৷ বিগ বি এ নিয়ে সবুজ সংকেত দিয়েছেন বলেও খবর ৷
পাশাপাশি, আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড কিং শাহরুখ খানকেও (Shahrukh Khan) ৷ এমনটাই আয়োজকদের একটি বিশ্বস্ত সূত্রের তরফে জানানো হয়েছে ৷ 16 সেপ্টেম্বরের ম্যাচ যেহেতু স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে ৷ তাই এই ম্যাচ ঘিরে বিশেষ আয়োজন করা হচ্ছে ৷ ম্যাচের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ৷ বিশ্বস্ত ওই সূত্রের তরফে জানানো হয়েছে, শাহরুখ খান উপস্থিত থাকলে, তাঁর হাতেই সৌরভকে সম্মানিত করা হবে ৷
আরও পড়ুন: নেতা হিসেবেই বাইশ গজে প্রত্যাবর্তন ঘটছে মহারাজের
পাশাপাশি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ইয়ন মর্গ্যানকে হেলিকপ্টারে করে মাঠে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আয়োজকদের ৷ যদিও, পুরো বিষয়টি সেনার অনুমতি সাপেক্ষ ৷ লেজেন্ডস লিগের ম্যাচ ঘিরে উৎসাহের পারদ চড়তে শুরু করেছে ৷ ইতিমধ্যে, দ্বিতীয় বছরের এই লেজেন্ডস লিগে গৌতম গম্ভীর খেলবেন বলে জানা গিয়েছে ৷ এ নিয়ে গম্ভীর তাঁর প্রতিক্রিয়াও দিয়েছেন ৷ যেখানে তিনি জানিয়েছেন, ফের ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেয়ে তিনি উৎসাহিত বলে জানিয়েছেন ৷ তবে, শুধু প্রাক্তন ক্রিকেটাররা নন ৷ ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে ৷ প্রদর্শনী ম্যাচ এবং লেজেন্ডস লিগের বাকি ম্যাচের টিকিটের খোঁজ শুরু হয়ে গিয়েছে ৷ আয়োজকদের তরফে সাধ্যের মধ্যে টিকিটের মূল্য রাখা হচ্ছে বলে জানানো হয়েছে ৷