ETV Bharat / sports

'লোকে এবার ইন্দিরাকে অপয়া বলবে', প্রিয়াঙ্কার বক্তব্য তুলে ধরে তোপ অমিতের - undefined

19 নভেম্বর ইন্দিরা গান্ধির জন্মদিন ছিল। সেদিন ভারত জিতবে বলে আশা করেছিলেন। তা না হওয়ায় ঘুরপথে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেলন বিজেপির আইটি সেলের প্রধান।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 8:26 AM IST

Updated : Nov 20, 2023, 9:28 AM IST

নয়াদিল্লি, 20 নভেম্বর: অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছে ভারতকে। মাঠের খেলা শেষ হতে না হতেই শুরু হয়েছে অন্য 'খেলা'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামাঙ্কিত স্টেডিয়ামে তাঁর উপস্থিতিতে ভারত হেরেছে বলে সুকৌশলে প্রধানমন্ত্রীকে বিঁধেছে বিরোধী শিবির। আবার শাসক শিবির সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে 'অপয়া' বলে বসল। জনসভায় প্রিয়াঙ্কা গান্ধির একটি বক্তব্যকে হাতিয়ার করে ইন্দিরাকে কটাক্ষ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

19 নভেম্বর দিনটি নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ। ইন্দিরার জন্মদিনের পাশাপাশি দিনটি আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবেও পালিত হয়। তবে 2023 সালের এই দিনটি বিশেষ হয়ে থাকতে পারত আরও অন্য একটি কারণে। দারুণ ছন্দে থাকা ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে এত সহজে হারবে এমনটা হয়তো ভাবতে পারেননি তাবড় ক্রিকেট বোদ্ধারাও। তবে শেষমেশ হল তাই।

খেলা শুরুর আগে একটি জনসভা থেকে প্রিয়াঙ্কা গান্ধি বলেন, "আমার মনে আছে 1983 সালে প্রধানমন্ত্রী থাকার সময় ভারত বিশ্বকাপ জেতায় ইন্দিরা গান্ধি ভীষণ খুশি হয়েছিলেন। ক্রিকেটারদের বাড়িতে ডেকে অভিনন্দনও জানিয়েছিলেন। আজ 19 তারিখ ওঁর জন্মদিন। আমি নিশ্চিত আজ আমরা জিতবই। " ম্যাচ শেষ হতে দেখা যায় প্রিয়াঙ্কার পূর্বাভাস মেলেনি। অনায়াসেই ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ পকেটে পুড়েছে অজিরা। এরপরই প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেন অমিত। কংগ্রেস নেত্রীর ওই বক্তব্য পোস্ট করে অমিত লেখেন, "এবার থেকে লোকে ইন্দিরাকে অপয়া বলবে!"

অন্যদিকে, বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রীকেও। আমেদাবাদে তাঁর নামাঙ্কিত মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশে বসে ম্যাচ দেখেন নরেন্দ্র মোদি। একসময় দর্শকদের দিকে তাকিয়ে হাত স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তাঁকে হাতও নাড়তে দেখা যায়। শেষমেশ হেরে যায় ভারত। এরপরই বিরোধী শিবির কটাক্ষ করতে শুরু করে।

আরও পড়ুন:

  1. 'ডাকা হয়নি তাই যাইনি', বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রণ না পাওয়ার দাবি কপিলের!
  2. 'আরও 20-30 রান দরকার ছিল', বিশ্বকাপ হাতছাড়া করে মেনে নিলেন রোহিত
  3. বিশ্বকাপ ফাইনালে হার হতেই কোহলিকে জড়িয়ে ধরে 'বিরাট' সান্ত্বনা অনুষ্কার

নয়াদিল্লি, 20 নভেম্বর: অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছে ভারতকে। মাঠের খেলা শেষ হতে না হতেই শুরু হয়েছে অন্য 'খেলা'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামাঙ্কিত স্টেডিয়ামে তাঁর উপস্থিতিতে ভারত হেরেছে বলে সুকৌশলে প্রধানমন্ত্রীকে বিঁধেছে বিরোধী শিবির। আবার শাসক শিবির সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে 'অপয়া' বলে বসল। জনসভায় প্রিয়াঙ্কা গান্ধির একটি বক্তব্যকে হাতিয়ার করে ইন্দিরাকে কটাক্ষ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

19 নভেম্বর দিনটি নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ। ইন্দিরার জন্মদিনের পাশাপাশি দিনটি আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবেও পালিত হয়। তবে 2023 সালের এই দিনটি বিশেষ হয়ে থাকতে পারত আরও অন্য একটি কারণে। দারুণ ছন্দে থাকা ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে এত সহজে হারবে এমনটা হয়তো ভাবতে পারেননি তাবড় ক্রিকেট বোদ্ধারাও। তবে শেষমেশ হল তাই।

খেলা শুরুর আগে একটি জনসভা থেকে প্রিয়াঙ্কা গান্ধি বলেন, "আমার মনে আছে 1983 সালে প্রধানমন্ত্রী থাকার সময় ভারত বিশ্বকাপ জেতায় ইন্দিরা গান্ধি ভীষণ খুশি হয়েছিলেন। ক্রিকেটারদের বাড়িতে ডেকে অভিনন্দনও জানিয়েছিলেন। আজ 19 তারিখ ওঁর জন্মদিন। আমি নিশ্চিত আজ আমরা জিতবই। " ম্যাচ শেষ হতে দেখা যায় প্রিয়াঙ্কার পূর্বাভাস মেলেনি। অনায়াসেই ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ পকেটে পুড়েছে অজিরা। এরপরই প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেন অমিত। কংগ্রেস নেত্রীর ওই বক্তব্য পোস্ট করে অমিত লেখেন, "এবার থেকে লোকে ইন্দিরাকে অপয়া বলবে!"

অন্যদিকে, বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রীকেও। আমেদাবাদে তাঁর নামাঙ্কিত মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশে বসে ম্যাচ দেখেন নরেন্দ্র মোদি। একসময় দর্শকদের দিকে তাকিয়ে হাত স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তাঁকে হাতও নাড়তে দেখা যায়। শেষমেশ হেরে যায় ভারত। এরপরই বিরোধী শিবির কটাক্ষ করতে শুরু করে।

আরও পড়ুন:

  1. 'ডাকা হয়নি তাই যাইনি', বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রণ না পাওয়ার দাবি কপিলের!
  2. 'আরও 20-30 রান দরকার ছিল', বিশ্বকাপ হাতছাড়া করে মেনে নিলেন রোহিত
  3. বিশ্বকাপ ফাইনালে হার হতেই কোহলিকে জড়িয়ে ধরে 'বিরাট' সান্ত্বনা অনুষ্কার
Last Updated : Nov 20, 2023, 9:28 AM IST

For All Latest Updates

TAGGED:

amit malviya
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.